নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

সর্বনাশী

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৭

সর্বনাশী

পৃথিবীর এই কোলাহল কোন্দল সব ভেঙে যাবে
তোমার হাসির দ্যুতির বিস্ফোরণে।
এই নশ্বর পৃথিবীতে কয়জন আছে অতলে না ডুবিয়ে
ভালোবাসায় ভাসায় বা ভাসাতে জানে?
এমন করে আর কে ডোবায় এমন অতল তলে?

সর্বনাশী

তোমাকে ছাড়া মনে হয় আমি ঘ্রাণ বিহীন কোন এক ঘাসফুল,উচ্ছিষ্ট!
অথবা আগাছা, যেন হঠাৎ আমায় উপড়ে ফেলা হবে!
তোমাকে একবার তোমাকে ভালোবেসেছিলাম
তারপর তুমি একে একে হাত-পা-মাথা অতিক্রম করে
পৌছে গেছো আমার শিরা উপশিরা থেকে মস্তিষ্কে
আজকাল তোমার মধ্যে ঘেঁটে-ঘুঁটে শুধু মুগ্ধতা খুঁজি
পৃথিবীর দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয় সে কথা
আজকাল তুমি বলতেই আমার অস্তিত্ব বুঝি।

সর্বনাশী

ভালোবাসা মানে ‘আমি’ কিংবা ‘তুমি’ নয়।
ভালোবাসা মানে আমি এবং তুমি মিলে ‘আমরা’।
আমি আজকাল তোমাতে বাঁচতে শিখেছি
আজকাল মনের গহীনে তোমাকে অনুভব করি
আজকাল তোমার মাঝে নিজেকে এলিয়ে দিয়েছি!
তুমি ছাড়া মিথ্যা জগৎ সংসার, চেতনার কষাঘাত,
দায়িত্বের বোঝা সব শূণ্য, শুধু শূণ্য মনে হয়
তুমিহীনা আমার বেঁচে থাকাটাকে অপরাধ মনে হয়,
তুমি ধ্বংস করলে আবার তুমি সৃজিত করবে আমায় এটাই তোমার স্বার্থকতা ।

সর্বনাশী

তুমি সাধারণ নও তুমি অসাধারণও নও
তুমি মানে একটা তুমিই,তুমি মানেই আলাদা!
তুমি তেজী উদিয়মান সূর্য,সমুদ্রে সুনামির কারণ!
তুমি চাইতেই জল,তুমি চাইতেই অরণ্যতে বৃষ্টি!
তুমি শুধু এসো একবার এসো
একবার কালবৈশাখের মত করে এসো!
তোমার জলধারায় আমার তৃষ্ণা মিটাও।
ভালোবাসায় ভাসিয়ে নিয়ে যাও,উড়িয়ে নিয়ে যাও,
স্থিরতা দাও যেথায় তুমি চিরস্থায়ী!
আমার একাকিত্বভেদী গুপ্ত হৃদয়ে সুপ্ত করে রাখা
স্বপ্ন গুলোকে মনে করিয়ে দাও, আমার কত স্বপ্ন ছিলো!
আমাকে সে স্বপ্নগুলো ফিরিয়ে আমাকে জাগাও
আমি হতে চাই ধোঁয়ার সেই নিকোটিন,
যে তোমার শরীরের রন্ধ্রে ঘুরে বেড়াবার অধিকার পাবে !

সর্বনাশী

আজকাল নিজেকে নিয়ে ঠিক ততটা ভাবি না,
যতটা তোমাকে নিয়ে ভেবে যাই!
আমি আকাশ শূণ্যতা নিয়ে অপেক্ষা করি।
আমি এক সমুদ্র ভালোবাসা নিয়ে ছটফট করি।
ঠিক যতোবারই তোমার সাথে আমার
কথা হয়েছে,ঘুমের খুব গোপনে দেখা হয়েছে,
মুঠোফোন কেঁপে কেঁপে উঠেছে ঠিক ততোবারই
মনে হয়েছে,খুব মায়া ভরে তুমি আমায় ডাকছো,
খুব কাছে, খুউব...
আমি কতোবার যে তোমার
ডাকে ছুটে এসেছি ঘুম ভুলে!
আমি হাতের মুঠোয় নিয়েছি আমার প্রাণ
আনি তোমার সুরেই গেয়েছি আমার যত গান।

সর্বনাশী

একবার এসো,
এসেই দেখো তুমি আমি মিলে আমরা হয়ে উঠবো,
হৃদ বাঁধনে জড়াবো তাও যদি কম হয় তবে
রক্ত আখরে লিখে দেব হৃদয়ের রাজপথে তোমারই নাম, তবুও এসো!
তুমি আসলেই,তোমার কোলেই যেনো আমার মৃত্যু হয়!

সর্বনাশী

তোমার নামেই হোক আমার এক হাহাকারের কণ্ঠস্বর
তোমার নামেই লিখছি আমার সমস্ত অধ্যায়
যতটা তুমি ছাড়া প্রকাশ্যে কোনো উপাস্য নেই
যতটা তোমার ঠোঁটাস্পর্শ পেতে অস্বীকার করি পৃথিবী
আমি চাইনা এ পৃথিবীতে আর কেউ তোমার আরাধনা করুক,
সর্বনাশী! আমি চাইনা স্বর্গ মর্ত্য ও পাতালে আরেকটা তুমি থাকুক,
বরং চাই যেভাবে ও হাসিতে আমায় নিত্য পোড়াও
ওভাবেই আজন্মকাল আমার অন্তর পুড়ুক।

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও,ঢাকা
৭.৬.১৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪০

চাঙ্কু বলেছেন: সর্বনাশী! তোরে ভূতে খাক!

২| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সর্বনাশী যদি আসে সব গ্রাস করে ফেলবে।

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

এ.এস বাশার বলেছেন: শব্দ বিন্যাস আমার কাছে অসাধারণ লেগেছে.......
নিরন্তর শুভকামনা রইলো....

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: এক তোলপাড় বিষাদ-অবসাদে আক্তান্ত হয় সে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.