নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

আকুতি-দ্বিতীয় পত্র

০৯ ই মে, ২০২০ রাত ২:৫৪

কোন এক অদ্ভুত কারনে আমি,
সেকেন্ডের প্রতিটি ভগ্নাংশে তোমার দিকে ধাবমান,
তোমার হাজার না কে উপেক্ষা করে,
দুমড়ে মুচড়ে দিতে ইচ্ছা করে তোমার সবটুকু আহংকার,
তোমায় চাইতে গিয়ে যত বার নিজেকে নতুন করে গড়েছি,
হয়ত কোন প্রকৌশলী তার স্থাপত্যে এত তা প্রয়াস করেনি,
করলে হয়ত সে নিঃসন্দেহে ইতিহাসের শ্রেষ্ঠ প্রকৌশলী হত,
সত্যি বলব,
আমি হয়ত তোমাকে তোমার চেয়ে বেশী চেয়েছি,
তুমি তো জানো, কতবার তো বলেছি তোমায়,
আমার কাছে দিনের আলো অস্ত যাওয়া মানেই,
তোমার কোলে মাথা এলিয়ে দেয়া,
তোমার সমস্ত অন্ধকার আমি নিতে পারি আমার চোখের তারায়,
যেখানে বাস তোমার জন্য এক উজ্জ্বল স্বপ্নের,
তাতেই বা কি,
ক্ষতি কি বল যদি তোমার আসরে আমি না থাকি,
কষ্ট নেই,
শুধু অনুভুতিতেই ছুয়েছি তোমায়,
তবু কাছে আসার গল্পের তো অভাব নেই,
কত বার যে তোমার উঠানে বসে আমার কষ্ট ভুলে,
তোমাকে পাবার প্রত্যাশায় সকাল দেখেছি,
তা আর কেউ না হোক ,
তুমি তো জানো.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ রাত ৩:০৪

নেওয়াজ আলি বলেছেন: এখন কারো কাছে আসা যাবে না

২| ০৯ ই মে, ২০২০ ভোর ৪:০৮

কানিজ রিনা বলেছেন: নেওয়াজ আলির সাথে একমত।

৩| ০৯ ই মে, ২০২০ ভোর ৪:১৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা পাঠ করলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.