নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সকল পোস্টঃ

সাপোসিটার

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০

তুমি কি একটু সাবধানে পা রাখবে আমার হৃদ কার্নিশে?
যতবার সামনে এসেছো ততবারই ডুবেছি,
তোমাকে এড়িয়ে যাবার সাধ্য যে নেই!
বড্ড অসুস্থ লাগে আমি তখন বেসামাল থাকি;
উদ্বাস্তু, উন্মাদ থাকি।
আমার ভেতরে তখন পুড়তে থাকে...

মন্তব্য১ টি রেটিং+১

নিয়তি

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫

সন্ধ্যে বেলায় হেঁটে যেতাম তোমার বাড়ির দিকে
যদি একবার তুমি বেলকনিতে আসো,
কিন্তু আসো না কোন নিয়ম করেও!
দোতলা বাড়ি, দোতলাতেই তোমার ঘর,
এই যে একটার পর একটা জানালা
দরজার চৌকাঠ বা তোমার বাড়ির...

মন্তব্য১ টি রেটিং+০

ডাকবাক্সের চিঠি

১৫ ই মে, ২০২০ ভোর ৪:০৮

ফটোকপির দোকান থেকে হাতে লিখা
কয়টা নিখোঁজ বিজ্ঞপ্তির লিফলেট বানায়ে
তোমার শহরের অলিগলির দেয়ালে লাগালাম।

তোমার শহর,বাসা কিছুই চিনাইয়া দিয়া যাও নাই।
আমার কাছে তোমার কোনো ঠিকানা নাই।
তবু তোমার বাসায় পৌঁছায়ে গেলাম,পাড়াতো ভাই নিয়ে...

মন্তব্য৪ টি রেটিং+০

আকুতি-দ্বিতীয় পত্র

০৯ ই মে, ২০২০ রাত ২:৫৪

কোন এক অদ্ভুত কারনে আমি,
সেকেন্ডের প্রতিটি ভগ্নাংশে তোমার দিকে ধাবমান,
তোমার হাজার না কে উপেক্ষা করে,
দুমড়ে মুচড়ে দিতে ইচ্ছা করে তোমার সবটুকু আহংকার,
তোমায় চাইতে গিয়ে যত বার নিজেকে নতুন করে গড়েছি,
হয়ত...

মন্তব্য৩ টি রেটিং+০

এ মহামারী গেলে

২১ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৯



এই মহামারী গেলে
আমার অপেক্ষায় থাকবে,
এক ডাকা ভোরে, রোদেলা দুপুরে,
বা পড়ন্ত বিকেল যে কোন সময়
তোমার কাছে ফিরবো,

এ মহামারী গেলে
সন্ধ্যা লগ্নে বা গভীর রাতে
চাঁদের আলোয়,আঁধারীতে।
হ্যাঁ, আমি ফিরবো-ই,
মরে গিয়েও ফিরবো আত্মায়...

মন্তব্য৩ টি রেটিং+০

জ্বালাময়ী

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৮

জ্বালাময়ী

যদি ভালবাসো তবে,

জ্বরের ঘোরে প্রলাপময় এক দুপুরে কপালে হাতের স্পর্শ রাখার জন্যে হলেও
অথবা খানেক জলপট্টি দেয়ার জন্যে হলেও পাশে এসে বসো,তুমিতো জানোনা হে!
তুমি আমার অসুখ!তুমি আমার পিড়া আর তুমিই...

মন্তব্য৩ টি রেটিং+১

সর্বনাশী

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৭

সর্বনাশী

পৃথিবীর এই কোলাহল কোন্দল সব ভেঙে যাবে
তোমার হাসির দ্যুতির বিস্ফোরণে।
এই নশ্বর পৃথিবীতে কয়জন আছে অতলে না ডুবিয়ে
ভালোবাসায় ভাসায় বা ভাসাতে জানে?
এমন করে আর কে ডোবায় এমন অতল তলে?

সর্বনাশী

তোমাকে ছাড়া মনে...

মন্তব্য৪ টি রেটিং+০

আবদার

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৯



ধরে নাও

সমস্ত আকাশপাড় থেকে ভেসে আসা তোমার শুভ্র শব্দগুলো শুনি
কোনও যুদ্ধ বিমানের কর্কশতা,কারও আর্তনাদ,
চিৎকার আমার কানে আজকাল আর পৌঁছোয় না।
তোমাকে আজকাল আর কাছে পাইনা,
যতটা কাছে পেলে নিঃশ্বাসের শব্দ শোনা যায়...

মন্তব্য৮ টি রেটিং+০

বেইমান

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৫২

বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন-

‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি...

মন্তব্য৮ টি রেটিং+০

আকুতি

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৯



তিলোত্তমা!

তোমার কেনো এমন করতে হবে?
এই যে আমি এতটা হৃদ-অসুস্থ তার মধ্যে কেনো তোমার ভাবনা ভাবতে হবে?
নিকোটিনের তীব্রতা আর এলকোহলের মাদকতার মত কেনো
তুমি নামক নেশা আমাকে ঘিরে রাখবে,
এক সন্ধ্যায় তোমাতে...

মন্তব্য২ টি রেটিং+১

আওয়ামী লীগের নেতারা কে কোথায় ছিলেন সেদিন ……………

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৪


১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নির্মমতম হত্যাযজ্ঞে স্বপরিবারে বঙ্গবন্ধু নিহত হবার পর মোশতাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। এই পদে তিনি মাত্র ৮৩ দিন ছিলেন। রাষ্ট্রপতির দ্বায়িত্ব নেবার পর তিনি...

মন্তব্য১১ টি রেটিং+১

এক নিভৃত নায়কের কথা-কর্নেল জামিল আহমেদ

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

শোকাবহ ১৫ই আগষ্ট, ’৭৫ এর ট্র্যাজেডী নিয়ে বহু আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দু স্বভাবতই বঙ্গবন্ধু; এর আড়ালে ঢাকা পড়ে যায় আরেকজন মহান লোকের শিক্ষনীয় কর্তব্যবোধ ও আত্মত্যাগের এক বিরল ও উজ্জ্বল...

মন্তব্য৫ টি রেটিং+৫

একটি তেলের কবিতা

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭


যদি তুমি পেতে চাও শান্তির পৃথিবী
সবকিছু বাদ দিয়ে দেখ শুধু বিটিভি
খুশীতে গদগদ রংপুরের চাষীরা
মাছ বেচে লাখোপতি খুলনাবাসীরা
মাঠ হলো সোনালী বাতাবি লেবুতে
সেল্ফি আপলোডায় খুশীতে ফেবুতে
হেডিং এ বলছে "কত সুখ আহারে!"
তরমুজের ক্ষেত...

মন্তব্য৫ টি রেটিং+১

শোনো ওভাবে হেসো না প্রিয়!

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

শোনো ওভাবে হেসো না প্রিয়!

তুমি একবার হাসলেই এই অপেক্ষা করা প্রেমিকা
ঠোঁটে চুম্বন জমা দিতে হয় উদ্যোত,
ভাতের মাড় পড়ে হাত পুড়ে যাবার মত হয়;
আমার ভেতর শত আমি হই আহত নিহত!

শোনো ওভাবে...

মন্তব্য৫ টি রেটিং+১

প্রত্যাবর্তন

০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:১৬



এই যে,প্রত্যেক মানুষের নিজস্ব একটি আকাশ থাকে,
আর আমার সেই আকাশে তুমি উড়ছো।
তুমি হাসছো তুমি খেলছো,আমার ভোরের আলোয় ছুটে চলা,
তোমার কল্পনায় সময় চলে যাওয়া,
এমনকি রাতের আঁধার ঘিরে এলে ভয় পেয়ে আমি...

মন্তব্য১ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.