নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা।

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

সন্দীপন বসু মুন্না

অন্য সবার মতোই জীবনে স্বপ্ন ছিল অনেক। তবে আপাতত বাসা টু অফিস টু ক্লাস টু ঘুম। এক সময়ের স্বপ্ন গল্পকার হওয়া আজ গল্পের মতোই লাগে। বাংলার সাহিত্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা ! ;) ;) তারপরও ভাবি...এই বেশ ভালো আছি... সামু বা অন্যান্য ব্লগ সাইটগুলোতে প্রায়ই ঘোরঘুরি হয়। অনেক কিছুর পরও এই বিলাসিতাটুকু বাদ দিতে পারিনি। তবে শৌখিন ব্লগ লেখালেখি আপাতত বন্ধ। তবুও কাজের খাতিরে লেখাগুলো দিয়ে আপলোড চলছে-চলবে (একই সাথে পাঠকের বিরক্তি উৎপাদনও সম্ভবত!)। ছবিসত্ত্ব: গুগল ও ইন্টারনেটের অন্যান্য ইমেজ সাইটস। যোগাযোগ - ফেইসবুক: https://www.facebook.com/sandipan.Munna ইমেইল: sbasu.munna এট্ gmail.com

সন্দীপন বসু মুন্না › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনুসকে ফোর্বস এর সম্মাননা

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩০





বিশ্বের বিভিন্নপ্রান্তে নানাবিধ পুরষ্কার, সম্মাননা প্রাপ্তির ঝুলি আরেকটু সমৃদ্ধ করলেন বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন আয়োজিত বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তিবর্গের সম্মেলনে সম্মাননা পেয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের দুই শতাধিক সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তির সম্মেলনে গত ৫ই জুন জাতিসংঘ ভবনে ড. ইউনূস ও ওয়ারেন বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। বিবিসি অনলাইন। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন উপস্থিত সম্মানিত অতিথিদের স্বাগত জানান এবং দারিদ্র্য নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও পরিবেশের মতো বৈশ্বিক বিষয়গুলোতে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। সম্মাননা বক্তব্যে ড. ইউনূস বিশ্বের সর্বোচ্চ বিত্তশালী ব্যক্তিবর্গকে সামাজিক ব্যবসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। একই সঙ্গে প্রস্তাব করেন, এই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন, তাদের দানের অর্থের দশ শতাংশ প্রতি বছর তারা যেন সামাজিক ব্যবসায় বিনিয়োগ করেন। ওয়ারেন বাফেট ছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ধনী বিল গেটস, বিল এ্যাকমেন, বোনো, রে চেম্বার্স, পল টিউডর জোন্স, পিটার জি পিটারসন, সোয়ার্স ম্যান, এবং জেফ স্কল প্রমুখ।

সন্ধ্যায় মুহাম্মদ ইউনূস ও ওয়ারেন বাফেটের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে মুহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের আগে স্টিভ ফোর্বস মুহাম্মদ ইউনূস ও তার কাজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন তিনি দারিদ্র্য নিরসনে একজন অসাধারণ অনুঘটক, একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি মানুষের প্রকৃতির শুভ দিকটির সংজ্ঞায়নে অনেক অবদান রেখেছেন। সম্মেলনে অংশগ্রহণকারী বিপুল বিত্তশালী ব্যক্তিবর্গ সমবেতভাবে দাঁড়িয়ে বিপুল করতালি দিয়ে ড.ইউনূস এবং ওয়ারেন বাফেটকে অভিন্দন জানান। জাতিসংঘে বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ব বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। ফোর্বস ম্যাগাজিনের চেয়ারম্যান স্টিভ ফোর্বস বলেন, এই সম্মেলন কে উপস্থিত ব্যক্তিবর্গের সম্পদের পরিমাণ প্রায় অর্ধেক ট্রিলিয়ন ডলার। যা বিশ্বের মোট সম্পদের ছয় ভাগের এক ভাগ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

অ্যামাটার বলেছেন: "গরিবের বন্ধু'-কে সম্মাননা দিল আরেক গরিবের বন্ধু ফোবর্স! মাননীয় স্পিকার আমি *** হয়ে গেলাম।

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সন্দীপন বসু মুন্না বলেছেন: হাহাপগে

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০২

খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন আপনাকে।
ডঃ ইউনুসের সাথে একটি বিকেল কাটানোর দূর্লভ সুযোগ হয়েছিলো।
এতো নিরহংকারি, এতো অমায়িক , এতো মধুর ব্যবহার মানুষের হয় কেমন করে।

হে গুনি ,,,আপনাকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন।

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সন্দীপন বসু মুন্না বলেছেন: অনেকেরই কাছে শুনেছি তার চারিত্রিক মাধুর্যের কথা। ধন্যবাদ।

৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:৫৮

নয়ামুখ বলেছেন: এগুলো বেশী প্রচার কিড়েননা। আপামনি আবার রাগ করতে পারেন।

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সন্দীপন বসু মুন্না বলেছেন: হুম।

৪| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সন্দীপন বসু মুন্না বলেছেন: খুশি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.