নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা।

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

সন্দীপন বসু মুন্না

অন্য সবার মতোই জীবনে স্বপ্ন ছিল অনেক। তবে আপাতত বাসা টু অফিস টু ক্লাস টু ঘুম। এক সময়ের স্বপ্ন গল্পকার হওয়া আজ গল্পের মতোই লাগে। বাংলার সাহিত্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা ! ;) ;) তারপরও ভাবি...এই বেশ ভালো আছি... সামু বা অন্যান্য ব্লগ সাইটগুলোতে প্রায়ই ঘোরঘুরি হয়। অনেক কিছুর পরও এই বিলাসিতাটুকু বাদ দিতে পারিনি। তবে শৌখিন ব্লগ লেখালেখি আপাতত বন্ধ। তবুও কাজের খাতিরে লেখাগুলো দিয়ে আপলোড চলছে-চলবে (একই সাথে পাঠকের বিরক্তি উৎপাদনও সম্ভবত!)। ছবিসত্ত্ব: গুগল ও ইন্টারনেটের অন্যান্য ইমেজ সাইটস। যোগাযোগ - ফেইসবুক: https://www.facebook.com/sandipan.Munna ইমেইল: sbasu.munna এট্ gmail.com

সন্দীপন বসু মুন্না › বিস্তারিত পোস্টঃ

বিবাহেচ্ছু আমার বিপথগামী ভাইটার জন্য কয়েকটি বিবাহনিরোধী ওয়ান লাইনার

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

১০০% বিবাহ বিরোধী পোষ্ট--



আমার বন্ধু সালমান তারেক শাকিল বিবাহ করিবার নিমিত্তে তিড়িংবিড়িং লাফাইতাছে। হালে তার বাবড়ি দোলানো ঝাঁকড়া চুলে লেগেছে শ্যাম্পুর ছোঁয়া, নয়া কেনা ভাবিস্ট চশমার আড়ালে তার চোখ ইটিশপিটিশ করে কি যেন বলে! সবচাইতে আশঙ্কার কথা, আবিয়াত্তি ভাইব্রাদারদের তুচ্ছ জ্ঞান করে সে ডানপন্থী বিবাহিত বড় ভাইদের দলে ঝুঁকেছে।



এই বিপথগামী ভাইটার জন্য তাহার প্রাক্তন সুজনদের কাছ থেকে বিবাহ বিষয়ক কয়েকটি ওয়ান লাইনার। শাকিল ভাই আমাদের; এখনও সময় আছে, লাইনে আইসো ভাই...





১. ভালবাসা হচ্ছে একটি মিষ্টি স্বপ্ন আর বিয়ে হচ্ছে এলার্মক্লক।



২. সুখি দাম্পত্য জীবনের জন্য একজন পুরুষের উচিত তার মুখ বন্ধ রাখা আর চেকবই খোলা রাখা।



৩. : মেয়েরা কেমন পুরুষ চায়? : সুদর্শন, বিত্তবান এবং নির্বোধ।



৪. : একজন পুরুষের শেষ কথা কি হওয়া উচিত? : ঠিক আছে, কিনে ফেলো।



৫. সন্ধ্যায় ঘরে ফিরে একটু ভালোবাসা, একটু আদর, একটু কোমলতা পাওয়া - একে এক কথায় কি বলে বলতে পারেন? একে বলে আপনি ভুল বাসায় এসেছেন।



৬. অনেকেই আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য নিয়ে প্রশ্ন করে। তাদেরকে বলি, সপ্তাহে দুদিন ভালো রেস্তোঁরায় ডিনার, মৃদু আলোতে সফট মিউজিক, দুজনে কিছুক্ষণ নাচ – এই তো। তবে আমি যাই বিষ্যুদবারে, আমার স্ত্রী সোমবারে।



৭. ছেলেটি বলেছিল মেয়েটির জন্য সে নরক পর্যন্ত যেতে রাজী। ঈশ্বর তার মনস্কামনা পুরণ করেছে। তাদের বিয়ে হয়েছে।



৮. মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একইরকম থাকবে, কিন্তু তারা বদলে যায়।



৯. বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে, সেটি হচ্ছে ভালোবাসা। আর বিয়ের পরে যখন ধরে, সেটি হচ্ছে আত্মরক্ষা।



১০. বিয়ে হচ্ছে একটি ধর্মভিত্তিক বৈধ অনুষ্ঠান যেখানে দুজন বিপরীত (সাধারণত) লিঙ্গের মানুষ পরস্পরকে জ্বালাতন করা এবং পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করার শপথ নেয়। যতদিন না মৃত্যু এসে তাদেরকে আলাদা করে।



১১. পত্রিকায় একটি ব্যক্তিগত বিজ্ঞাপন ছাপা হল, "পাত্র চাই"। পরদিন কয়েকশ মহিলা যোগাযোগ করলেন, "আমারটি নিতে পারেন"।



১২. একটি মেয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত থাকে যতদিন তার বিয়ে না হয়। ছেলেদের চিন্তাটা বিয়ের পরে শুরু হয়।



১৩. আপনার স্ত্রী আপনার কৌতুক শুনে হাসল, এর অর্থ হচ্ছে- হয় কৌতুকটি খুবই ভালো, নয় আপনার বউ খুবই ভালো।



১৪. একজন পুরুষের সাথে সুখে থাকার মন্ত্র কি? You must understand him a lot and love him a little. একটি মেয়ের সাথে সুখে থাকতে হলে you must love her a lot and not try to understand her at all.



১৫. একজন সফল পুরুষ সে-ই যে এত টাকা আয় করতে পারে যা তার বউ খরচ করে শেষ করতে পারে না। একজন মেয়ের ক্ষেত্রে সাফল্য হচ্ছে এরকম একজন পুরুষকে খুঁজে বের করতে পারা।



বাঁচার উপায়:













মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:০৫

মাক্স বলেছেন: শাকিল সাহেবের আপডেটও জানায়েন ;)

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৫

টুম্পা মনি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ B:-) B:-) B:-) B:-) :-B :-B :-B :-B

৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:৩২

শিব্বির আহমেদ বলেছেন: =p~ =p~ =p~ =p~ B-) B-) :D :D :) :#) :#)

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:৫০

টেস্টিং সল্ট বলেছেন: X(( X(( X(( X((

৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:৫৯

মোতাব্বির কাগু বলেছেন: হে: হে:
মানা করলেও সবাই এই লাডডু খাইবই
খামাখা বিয়ার পর নতুন ভাবির কাছে খারাপ হবেন ক্যা??

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৩:১৫

বাংলার হাসান বলেছেন: মাক্স বলেছেন: শাকিল সাহেবের আপডেটও জানায়েন ;)

৭| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিয়া করুম না..... গার্লফ্রেন্ডই রাখমু সারা জীবণ


;) ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.