নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা।

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

সন্দীপন বসু মুন্না

অন্য সবার মতোই জীবনে স্বপ্ন ছিল অনেক। তবে আপাতত বাসা টু অফিস টু ক্লাস টু ঘুম। এক সময়ের স্বপ্ন গল্পকার হওয়া আজ গল্পের মতোই লাগে। বাংলার সাহিত্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা ! ;) ;) তারপরও ভাবি...এই বেশ ভালো আছি... সামু বা অন্যান্য ব্লগ সাইটগুলোতে প্রায়ই ঘোরঘুরি হয়। অনেক কিছুর পরও এই বিলাসিতাটুকু বাদ দিতে পারিনি। তবে শৌখিন ব্লগ লেখালেখি আপাতত বন্ধ। তবুও কাজের খাতিরে লেখাগুলো দিয়ে আপলোড চলছে-চলবে (একই সাথে পাঠকের বিরক্তি উৎপাদনও সম্ভবত!)। ছবিসত্ত্ব: গুগল ও ইন্টারনেটের অন্যান্য ইমেজ সাইটস। যোগাযোগ - ফেইসবুক: https://www.facebook.com/sandipan.Munna ইমেইল: sbasu.munna এট্ gmail.com

সন্দীপন বসু মুন্না › বিস্তারিত পোস্টঃ

এবার শার্লি হেবদোতে বাংলাদেশকে নিয়ে কার্টুন

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪



"ফরাসি ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি হেবদোর অফিসে ইসলামপন্থী বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হবার পর তারা প্রথম যে সংখ্যাটি বের করেছে - তাতে বাংলাদেশকে নিয়েও একটি কার্টুন আছে। বিবিসি জানায়, মহানবী মোহাম্মদের (সা.) একটি কার্টুন দিয়ে প্রচ্ছদ করা চলতি সংখ্যাটি ছাপা হয়েছে ৫০ লক্ষ কপি।



বাংলাদেশকে নিয়ে করা কার্টুনটিতে বাংলাদেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রতি ইঙ্গিত করা হয়। এতে দেখা যাচ্ছে একটি পোশাকের কারখানায় খালি গায়ে এবং ছেঁড়া প্যান্ট পরা কয়েকজন লোক টি-শার্ট সেলাই করছে।



সেই টি-শার্টের ওপর ফরাসি ভাষায় লেখা 'Je Suis Charlie' অর্থাৎ 'আমিই শার্লি' - যা ৭ জানুয়ারির ওই আক্রমণের পর পত্রিকাটির সাথে সংহতি প্রকাশের একটি জনপ্রিয় শ্লোগান হিসেবে সারা দুনিয়ায় রাতারাতি পরিচিতি হয়ে ওঠে।



কার্টুনে শিরোনামে বলা হচ্ছে ‘Pendant ce temps, au Bangladesh’ যার অর্থ অনেকটা ‘অন্যদিকে দেখুন বাংলাদেশে কি হচ্ছে’।



এতে বোঝানো হচ্ছে যে শার্লি হেবদোর সাথে সংহতি প্রকাশের হিড়িকে ওই শ্লোগানওয়ালা টি-শার্টের বিক্রি বেড়েছে, এবং তাতে বাংলাদেশের পোশাক কারখানাগুলো ভালোই ব্যবসা করে নিচ্ছে।



আর তাই, টি-শার্ট সেলাই করতে ব্যস্ত সহাস্য লোকদের একজন বলছে ‘De tout coeur avec vous’ অর্থাৎ ‘আমরা সর্বান্তকরণে আপনাদের সাথে আছি’।



এর আগে গত দুই আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিকের চালানো ওই হামলায় পত্রিকাটির সম্পাদক ও কয়েকজন কার্টুনিস্টকে হত্যা করা হয়। ঘটনার পর আল কায়দা হামলার দায় স্বীকার করে বলে, পত্রিকাটিতে মহানবী মোহাম্মদের (সা.)একটি কার্টুন ছাপানোর প্রতিশোধ নিতেই তারা ওই হামলা করে।



একই সময় প্যারিসে আরো দুটি হামলায় একজন মহিলা পুলিশ এবং একটি ইহুদি দোকানে কোনাকাটা করতে আসা চারজন লোক নিহত হয়।"

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: ১০৫ বার পড়ে কেউ মন্তব্য করল না :(


ভালো পোস্ট। কার্টুনটির বিষয়টি জানতে পারলাম।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

তামিম89 বলেছেন: সন্দিপন দা'কে অসংখ্য ধন্যবাদ। এই চান্সে বাংলাদেশের বিজ্ঞাপন হয়ে গেল যদিও প্রেজেন্টেশনটা মোটেই ভাল হয় নাই।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৭

পামাআেল বলেছেন: তথ্যটি দেয়ার জন্য ধন্যবাদ। বিষয়টি নিয়ে বাংলাদেশের পত্রিকায় কোন সংবাদ চোখে পড়েনি। সাংবাদিক ভাইয়েরা দেখলেও ফরাসী ভাষা না জানার কারণে তারা বুঝতে পারতো না। যেমন আমিও পারিনি আপনার পোস্টের ভিতরে যাবার আগে।

- পামাআলে

৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

এসব চলবে না..... বলেছেন: ভালো পোষ্ট সন্দীপোন্দা.... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.