নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীদের বিচার চাই

যুদ্ধাপরাধীদের বিচার চাই

সানুনয়

লেখার চেয়ে পড়তেই বেশি ভাল লাগে।

সানুনয় › বিস্তারিত পোস্টঃ

এখানে রুবিক্স কিউব মিলান শেখান হয় - ১;);)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৪



কিছুদিন আগে আমি ব্লগে উপরের পাজেলটার নাম জানতে চেয়াছিলাম। পাজেলটার নাম রুবিকস কিউব। এই কয়দিন ধরে এটা সলভ করার অনেক চেষ্টার পর আজ সফল হয়েছি।তাই চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি। আসলে কিছু ট্রিক্স বের করতে পারলে এটা তেমন কঠিন কিছুই না। আমি যেভাবে সলভ করেছি তাই ধাপে ধাপে লিখলাম।



৩*৩ রুবিক্স কিউবে সাধারণত ৬ টা রঙ থাকে। সাদা, কমলা, নীল, সবুজ, খয়েরি এবং হলুদ। সাধারণত খয়েরীর পেছনে কমলা, সবুজের পেছনে নীল, সাদার পেছনে হলুদ থাকে। তবে অন্য কিউবে অন্য রঙও থাকতে পারে। সাদা বক্সগুলার কোনাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কোন রঙ কিভাবে থাকবে।

১।



আমরা সাদা রঙ থেকে শুরু করি। প্রথমে যে বক্সটির সাদা রঙ মাঝে আছে সেটি ঠিক করুন।



২।

এরপর ছবিতে দেখান মত সাদাগুলো ঠিক করুন। এটা নিজেরাই পারবেন। মনে রাখবেন খয়েরীর পেছনে কমলা, সবুজের পেছনে নীল থাকবে।



এখন আপনাকে কিছুটা কোডিং শিখতে হবে:P:P। কোডিং হচ্ছে

F=Front R=Right L=Left B=Back U=Up D=Down

যদি এগুলো শুধু অক্ষরে থাকে তবে clockwise ঘুরাতে হবে। যদি এর উপরে প্রাইম থাকে মানে R' , L' থাকে তবে একে anticlockwise ঘুরাতে হবে। আর যদি অক্ষরের পর ২ থাকে তবে তাকে ১৮০ ডিগ্রিতে ঘুরাতে হবে।

আমরা কিউবের সাদাকে U (Up) ধরেছি।

এখন সাদা ব্লককে এমনভাবে আনুন যেন নিচের ছবির মত হয়।

৩।



যদি আপনার সাদা ব্লক এভাবে থাকে তবে F D F' ভাবে ঘুরান



যদি এভাবে থাকে তবে R' D' R ভাবে ঘুরান।



এভাবে সম্পূর্ণ সাদা মেলালে আপনার কিউবটি নিচের ছবির মত হবে।





চলবে.....................

পর্ব - ২

মন্তব্য ৩২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৫

রাজসোহান বলেছেন: শিখলাম
কি করব??

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৩

সানুনয় বলেছেন: শিখলে ভাল। কিছু করা লাগবে না, আপাতত বইসা থাকেন। কিছু লাগলে কমু নে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৬

সত্যান্বেষী বলেছেন: প্লাস।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩১

সানুনয় বলেছেন: ধন্যবাদ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৩

বিবর্ণ সময় বলেছেন: অনেক দিন আগে খুজছিলাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৯

সানুনয় বলেছেন: এখন যেহেতু পেয়ে গেছেন ট্রাই করুন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৪৪

জনাব বলুন খান বলেছেন: লেখাটির জন্য ধন্যবাদ। আমার রুবিসকিউব প্রথম খেলার সৌভাগ্য হয় এখন থেকে প্রায় বিশ বছর আগে। অনেক চিন্তাভাবনার পরে তখন প্রায় ৪০-৫০ মিনিট সময় নিয়ে তখন সবগুলো রং মেলাতে পারতাম। সে সময়ের একটি পর্যায়ে খেলাটি এত জনপ্রিয় ছিল যে একবার টিভির খবরে দেখলাম হংকং না কোন একটি দেশে রুবিসকিউবের কম্পিটিশন চলছিল। এখনও মনে আছে খবরে আরো বলেছিল যে ব্যক্তিটি চ্যাম্পিয়ন হয়েছিল সে নাকি মাত্র সাতাশ (কিংবা সাইত্রিশ) সেকেন্ডর মধ্যেই সেটি মিলাতে সক্ষম হয়। তখন অবাক হয়ে ভাবতাম, এটা কিভাবে সম্ভব। আজ এত বছর পরে আপনার এ লেখাটি পড়ে বুঝতে পারলাম রহস্যটি কোথায়? সামনে এখন রুবিস কিউব নেই (শেষ কতবছর আগে হাতে নিয়েছিলাম, তাও মনে নেই)। তবে থাকলে একবার পরীক্ষা করে দেখতাম আপনার ফরমূলাটি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫২

সানুনয় বলেছেন: এটা সর্বনিম্ন ৭.২০ সেকেন্ডে মিলান সম্ভব হয়েছে। আমার পদ্ধতিতে ৫-৬ মিনিটে মিলান যায়।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫১

kisuna বলেছেন: আমি রুবিক্স কিউব খুব পছন্দ করি। আপনার লেখাটি প্রিয়তে নিলাম। কালকেই একটা কিনে আপনার ফর্মুলাটা ট্রাই করব।

+++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩

সানুনয় বলেছেন: আমিও রুবিক্স কিউবের পুরা পাংখা fan.

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২৭

হোদল রাজা বলেছেন: দারুন! আজকেই একটা কিনা আপনার ফরমুলা মতন টেরাই দিমু। প্রিয়তে রাখলাম। মুইছেন না কইলাম!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৪

সানুনয় বলেছেন: ট্রাই করতে থাকেন। মিলাতে পারলে নিজেরে সুপারম্যান মনে হয়।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: রুবিক্স কিউব কোথায় কিনতে পাওয়া যায়...?
আমি একটা কিনতে চাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭

সানুনয় বলেছেন: যে কোন স্টেশনারী বা বাচ্চাদের খেলনার দোকানে পাওয়া যায়। দাম ৮০-১০০ টাকা।

আপনার প্রাইসের কমেন্টটা মুছে দিলাম।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৪

বিডি আইডল বলেছেন: আহারে রুবিকস কিউব....বহুৎ স্মৃতি আছে এটা নিয়া

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৯

সানুনয় বলেছেন: মজার একটা পাজেল। মোটামুটি সবারই একটা স্মৃতি থাকে এটা নিয়ে।
ধন্যবাদ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৬

জোনায়েদ বলেছেন: বছর ২ আগে পরিচিতদের শেখাতে চেয়েছিলাম... কেউ কেউ শিখেছিল। ভাল উদ্ব্যগ... চালিয়ে জান।
তবে এটা অনেক ধীর পদ্ধতি। একটু দ্রুত মিলানর জন্য speedcubing এর কোন পদ্ধতি শেখানোর চেষ্টা করতে পারেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০১

সানুনয় বলেছেন: আসলে আমি মূল ব্যাপারটা দেখিয়েছি। মুভমেন্টগুলো বুঝতে পারলে নিজেরাই স্পিডকিউবিং শিখতে পারবে।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৯

তায়েফ আহমাদ বলেছেন: একটা কিনেছিলাম, হারিয়ে ফেলেছি:(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০২

সানুনয় বলেছেন: সমস্যা নাই। আরেকটা কিনে শিখে ফেলেন।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩১

রিমঝিম খান বলেছেন: প্লাস।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৩

সানুনয় বলেছেন: অজস্র ধইনাপাতা।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৯

রবিনহুড বলেছেন: ১৯৮৫/৮৬ এর দিকের ঘটনা বড় ভাই বিদেশ থেকে এটা এনে দিয়েছিলো। সারাদিন এটা নিয়ে পরে থাকতাম... সর্বশেষে ১৫/২০ মিনিটে মেলাতে পারতাম।

পরে স্কুলের এক বন্ধু একটা সূত্র শিখিয়ে দিয়ে ছিলো... তা দিয়ে ১ মিনিটে মেলানো যেতো।
সূত্রটা প্রথম লাইনটা মনে হয়ে এখনো মনে করতে পারি। প্রথমে উপরের রং মেলাতে হবে.. তার পর উপরের ব্লকের সাইডের রং মেলানোর জন্য সূত্র ফলো করতে হবে।

F, U2, R2, U-, R-, U2, R
(2= square. -=inverse)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৫

সানুনয় বলেছেন: অনেক আগের কথা। এখনো ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন।
ধন্যবাদ।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯

মনে রেখ বলেছেন: আমারটা উলট পালট করে আর মিলাতে পারছি না। Plz help me

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৩

সানুনয় বলেছেন: আমার সূত্র মত ট্রাই করতে থাকেন মিলে যাবে।সমস্যা হলে বলবেন।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৮

বড় বিলাই বলেছেন: আমি পারি, ৫-৭ মিনিটের মধ্যে।:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৩

সানুনয় বলেছেন: আমিও পারি ২-৩ মিনিট লাগে এখন।

এটা কিন্তু সর্বনিম্ন ৭.২ সেকেন্ডে মেলান সম্ভব হয়েছে। ট্রাই করে দেখতে পারেন।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৮

অভিজিত রায় অভি বলেছেন: F=Front R=Right L=Left B=Back U=Up D=Down কোনটা দিয়ে কোন্দিকে ঘুরাতে হবে ঠিক বুঝতে পারছি না.।এক্টু তীর চিহ্ন দিতে পারবেন??

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৬

সানুনয় বলেছেন: View this link
এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এখানে এনিমেশনসহ দেখান হয়েছে।
আপনি দেখলে বুঝতে পারবেন মুভগুল কিভাবে দিতে হবে।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০১

আজম বলেছেন: হুম.....আপনার লেখাটা পড়লাম না,প্রিয়তে রাখলাম।
রুবি কিউবস জিনিসটা খুজঁছি অনেক....পাই নাই
পাইলে নিজে ট্রাই করব....অন্তত একবার মিলানোর পর আপনার ট্রিক্স পইড়া দেখা যাইতে পারে ;)
আগেই যদি ধাধা উত্তর পাইয়া যাই...তাইলে তো ধাধা থাকল না :)

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

poops বলেছেন: বর্তমান বিশ্বরেকর্ড হল ফেলিক জেমদেগসের ৫.৬৬ সেকেন্ডে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.