নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে সত্যি সত্যি চলে যেতে চায়\nতাকে যেতে দেয়া উচিত...কারন\nহয়তোবা সে চলে যাবার জন্যই\nএসেছে...সবাইতো আপন না;\nঅতিথিও হয় অনেকে...\n

বাংলার ফেসবুক

আমি একজন বেকার ব্লগার

বাংলার ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বনাম আইন শৃঙখলাবাহিনী

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

ফেসবুক নিয়ে দেশে আনাচে কানাছে এমন কি সংসদেও আলোচনার ঝড় বইছে। মন্ত্রী ও জোটের একাংশ দল ওয়ার্কাস পাটিও ফেসবুক খুলতে বললেও সরকার নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ফেসবুককে বস্তা বন্ধ করে রেখে সরকার বেকায়দায় পড়েছে। এই সময়ে সরকারের করণীয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির সঙ্গে বাংলাদেশের আইন শৃঙখলাবাহীকেও এক ঘরে বন্ধী করে রাখা।ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকলে নাশকতা হয় না। তাহলে ফেসবুক বন্ধ করলেই সব সমস্যর সমাধান হয়। তাহলে সরকার কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশে এতো আইন শৃঙখলাবাহিনীর সদস্যকে চাকরি দিয়ে শোপিচ করে রাখছেন। ফেসবুক বন্ধু রাখায় দেশে নাশকতা হয়নি। তাহলে সব কৃতিত্ব ফেসবুক বন্ধের জন্য।আইন শৃঙখলা বাহিনী এতো পরিশ্রম করেও কোন প্রশাংসা না পেয়ে বরং এই কথায় সরকার আইন শৃঙখলা বাহীনিকে খাটো করে দেখছে। ফেসবুকেও জনগনের পকেট ফাকা করে আর যারা সরকারী চাকরি করে তারও সরকারের মাধ্যমে জনগনের পকেট ফাকা করে। আমাদের বসবাস শুধুই কি ফাকার মধ্যে। এখন জীবনের নিরাপত্তা কেহ কাউকে দিতে পারে না এবং কেহ কাউকে দেবে বলেও জানায় না। নিজের জীবন নিজেকে রক্ষা করতে হবে। এর মধ্যে আমার ফেসবুক আইডিটা কি ঠিক আছে না সেটাও নিরাপত্তাহীনতায় ভুগছে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৭

গেম চেঞ্জার বলেছেন: সামুতে আপনার পদচারণা শুভ হউক।

এই লেখাটি পড়ুন। কাজে লাগার সম্ভাবনা আছে।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৫

বাংলার ফেসবুক বলেছেন: আপনি পাশ্বে থাকবেন তো।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৬

গেম চেঞ্জার বলেছেন: বললাম তো আগেই.........। সাথে পাবেন। :)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

বাংলার ফেসবুক বলেছেন: হ্যা ভাই পাশ্বে পাইলাম কিন্ত এখনও প্রথম পাতায় আমাকে স্থান দিলো না। গতকাল আপনার লিংকের লেখাটা অসাধারণ ভাল লেগেছে।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

মিতক্ষরা বলেছেন: মজা পাইলাম!!

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

বাংলার ফেসবুক বলেছেন: কেমনে মজা পাইলেন জানাবেন। এমন কিছু করি নাই যে মজার কিছু আছে। ধন্যবাদ আবার আসবেন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনাকে সুস্বাগতম! এখানে আপনার পদচারণা নির্ভীক হোক, নিরাপদ হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক!
নিরাপত্তার অজুহাতে এতদিন ধরে ফেইসবুক বন্ধ রাখাটা কিছুতেই সমর্থন করতে পারছিনা। এমন প্রশাসন চাই, যাদের কাছে সংবিধান স্বীকৃত নিরাপত্তা পেতে হলে জিহবা আর কলমকে জামানত রাখতে হবেনা।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

বাংলার ফেসবুক বলেছেন: আপনার গঠন মূলক মন্তব্য ও উতশাহিত আমার চলার পথ অনেকদুর এগিয়ে নিয়ে যাবে। আবার আসবেন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গায়ে পড়ে উপদেশ দান - ২ =p~

কারো কমেন্ট পছন্দ না হলে কড়া মিঠে দু চার কথা শুনিয়ে দেয়ার দরকার নাই ।
এতে তাঁরা লাই পাবে । টিজার সব জায়গায় আছে ।

এঁদের সংক্ষেপে বলুন -''মন্তব্যের জন্য ধন্যবাদ''।
অনাকাঙ্ক্ষিত কমেন্ট কারী সাথে সাথে চুপসে যাবে সে বুঝবে , তার কমেন্টটা আপনি পছন্দ করেন নি বিধায় এই নিয়ে আর আলোচনায় যেতে চাচ্ছেন না ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

বাংলার ফেসবুক বলেছেন: আপনি এখানে এতো সুন্দর একটা পরামর্শ মূলক মন্তব্য করেছেন তা আমি দেখিনি। কিন্ত টাইবো কথাটা তো খুজে পেলাম না।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :D B-) :#) B-)) :-B = বিভিন্ন রকমের হাসি ।
;) = আপনাকে খোঁচা দিলাম , মজা করলাম ইত্যাদি ।
:( = মুখ ব্যাজার ।
:(( = কান্না , দুঃখ পেয়েছি এমন ।
X( X(( = রাগ , মেজাজ খারাপ।
:P = কাউকে মজা করে শরম দেয়ার পর ।
|-) = শরমিন্দা ।
:-P = ভেংচি কাটা / মজা অর্থে ব্যবহার হয় ।

আপাতত এই পর্যন্ত , এখনো টিউশন ফি টা পাই নি :P :P

কমেন্ট দুটো কেটে দিবেন ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

বাংলার ফেসবুক বলেছেন:
আপনি যে ইমুর ব্যবহার সম্পর্কে মন্তব্য করেছেন তা ভাবতেও পারি না। আসলে বন্ধুরা দুর থেকে গোপনে বন্ধুকে সহযোগিতা করে যায়। আপনি কি সেই ধরণের বন্ধু। আমি কি চাইছি কি চাইবো সেটা বুঝে আমার অজান্ততেই আমাকে দিয়ে শুধুই ঋণের বোজা ভাড়ি করছেন।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Click This Link এই পোস্টে ১২ নং কমেন্টে আপনি টাইপো কি , জানতে চেয়েছিলেন । উনি বোধ হয় ব্লগে অনুপস্থিত তাই উত্তরটা আমিই দিলাম ।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩১

বাংলার ফেসবুক বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

শক্র হতে চাই বলেছেন: আসলে সরকার সবার সরকারের সব আইনের প্রতি সন্মান দেখন আমার শুধু কর্তব্যই নয় ফরজ। আর আইনের লোকেরাতো মানুষের সেবাই সর্বদা প্রস্তুত।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

বাংলার ফেসবুক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.