নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে সত্যি সত্যি চলে যেতে চায়\nতাকে যেতে দেয়া উচিত...কারন\nহয়তোবা সে চলে যাবার জন্যই\nএসেছে...সবাইতো আপন না;\nঅতিথিও হয় অনেকে...\n

বাংলার ফেসবুক

আমি একজন বেকার ব্লগার

বাংলার ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

আমরা মানুষ এই কথাটা বলতে নিজেকে খুব গর্বিত মনে হয়। শুধু হাতা পা বা মানুষের আকৃতিতে মানুষ, প্রকৃতি মানুষ আজও হতে পারিনি।কোন অসহায় দুস্থ বা নিযাতিত মানুষের পাশ্বে দাড়িয়ে তাদের সেবা বা একটু শান্তনা দেওয়ার মতো মানুষিকতা নেই। নিজের স্বার্থের কাছে সব কিছুই মিথ্যা মনে হয়। মনে নিজেই শুধু মানুষ আর বাকীরা অমানুষ। আমরা চলাফেরায় আজ সামাজিক মানুষ থেকে বিছিন্নবাদী। আমাদের দ্বারা না হয় কারো উপকার না হয় স্বার্থ ছাড়া ভালবাসা। নিজেকে আমরা যান্ত্রিক মানুষে পরিনিত করছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন: নিজের স্বার্থের কাছে সব কিছুই মিথ্যা মনে হয়। মনে নিজেই শুধু মানুষ আর বাকীরা অমানুষ।
কথাগুলা ভাল লাগল। ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

বাংলার ফেসবুক বলেছেন: আপনার লেখাগুলোর আমি অন্ধ ফ্যান খুব চমতকার লেখেন। আপনার কাছে উতশাহ পেয়ে ধন্য হলাম।

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:

মানুষের সামনে পরীক্ষা আসছে; বিশ্ব জনসংখ্যা বাড়ছে ভয়ংকর হারে; ২০৩০ সালের মাঝে বাংগালীকে আসল মানুষ হতে হবে, না হয় ভয়ংকর ভবিষ্যত অপেক্ষা করছে।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

বাংলার ফেসবুক বলেছেন: চাঁদগাজী@আপনার বাস্তবসম্মত তর্থটি জেনে ভাল লাগলো। আপনি ভাল আছেন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

শক্র হতে চাই বলেছেন: মানুষ যদি হয় অমানুষ তাহলে হিংছ্রহ পশুরাই উত্তম বন্ধু। তাই মানবেতার সেবাই হউক মানুষের একমাত্র ব্রত।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: আমাদের মাঝে অনেক ভালো মানুষও আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.