নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে সত্যি সত্যি চলে যেতে চায়\nতাকে যেতে দেয়া উচিত...কারন\nহয়তোবা সে চলে যাবার জন্যই\nএসেছে...সবাইতো আপন না;\nঅতিথিও হয় অনেকে...\n

বাংলার ফেসবুক

আমি একজন বেকার ব্লগার

বাংলার ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

"ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

"ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ
হয় ভাল। বিয়ে হলে মানুষটা থাকে, ভালবাসা থাকে
না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো'বা ভালবাসাটা
থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই
দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।” প্রিতিটি মানুষের অন্তরে এই ভালবাসা নামক মরণবেধিটি বসবাস করছে।এই ভালবাসা না মানে জাত না রাখে কুল।বন্যা ডনেডো ঝড় হাওয়াকে ফের ফেলে দেয় এই ভালবাসা নামক ব্যধি।কেহ ভালবাসার মানুষের কাছ থেকে ছ্যাক খাইলে সে আর মানুষ থাকে হয়ে যায় ভারসাম্যহীন মানুষ। ভালবাসা মানুষকে বাঁচতে শিখায়। ভালবাসা আছে বলেই আজো মানুষ মানুষ হয়ে সমাজে বসবাস করছে। যে দিন এই মরণবেধি ভালবাসায় ক্যান্সারে অকান্ত হবে সেদিন ফেসবুকের মতো মানুষের মনের দরজাও বন্ধ হয়ে যাবে। যতোক্ষ আশ ততোক্ষণ শ্বাস। তাই সবাই সবাইকে ভালবাসতে শিখুন নিজে ভালবাসুন অন্যকে ভালবাসতে শিখান ভালবাসার সুযোগ করে দিন। বিধাতা প্রতিটি জীবের মধ্যেই ভালবাসার যন্ত্রটা দিতে ভুল করেন নাই। সমাজে পরিবারে যেখানই দ্বন্দ্ব সেখনই দেখবেন ভালবাসার অভাব।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: "ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ
হয় ভাল। বিয়ে হলে মানুষটা থাকে, ভালবাসা থাকে
না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো'বা ভালবাসাটা
থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই
দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।”


সুন্দর কথামালা। ধন্যবাদ

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

বাংলার ফেসবুক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপনি দীর্ঘজীবি হউন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: যারা নিয়মিত লেখা পোষ্ট করে এবং অন্যদের লেখায় মন্তব্য করে তাদের পোষ্টে মন্তব্য করেন তাহলে তারাও আপনার পোষ্টে মন্তব্য করবে। মন্তব্যর পরিমাণ বেড়ে গেলে তখন দেখবেন আপনার লেখা প্রথম পাতায় দেখা যাবে।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

বাংলার ফেসবুক বলেছেন: সুন্দর ও গঠন মুলক পরামর্শ দেওয়ার জন্য শ্পেশাল ধন্যবাদ

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসা ভালো।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

বাংলার ফেসবুক বলেছেন: ধন্যবাদ। ভালবাসাটা সদরে গৃহিত হইল।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

বাংলার ফেসবুক বলেছেন:
সুন্দর ও গঠন মুলক পরামর্শ দেওয়ার জন্য শ্পেশাল ধন্যবাদ

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৯

বাংলার ফেসবুক বলেছেন: অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসা ভালো।@মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

অতঃপর হৃদয় বলেছেন: সব ভালবাসা তো আর এক না,, তবে বর্তমানের ভালবাসা গুলো নাটিকীয় ভালবাসা বা ভালবাসা ভালবাসা খেলা,,, তবে হ্যা আসল ভালবাসার সং্খ্যা খুব কম।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

বাংলার ফেসবুক বলেছেন: অতঃপর হৃদয় @ ভাই কি কখনো এর ভুক্তভুগি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

ফুলঝুরি বলেছেন: প্রথম লাইন গুল কোথায় যেনো পড়েছি।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

শক্র হতে চাই বলেছেন: জঠিল কইছেন। আসলে যে তোমাকে ভালবাসে থাকি তুমি বিয়ে করো আর তুমি যাকে ভালবাসো তাকে কখনো ভালবাস না। কারন তুমি যাকে ভালবাসো তার প্রতি তুমি দুর্বল সে তোমার দুবলতার সুযোগে তোমাকে ব্লগমেইল করবে।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

নিস্তব্ধ অনুভূতি বলেছেন: এটাকে কে তো আর ভালবাসা বলা যায়। প্রকৃত ভালবাসার ক্ষেত্রে এটা কতটুকু গ্রহনযোগ্য আর কোথাও কি এমনটা আছে যে বিয়ের পর ভালবাসা কমে যাবে? আর যদি সত্তিই কমে যায় তাহলে এটাকে কখনোই ভালবাসা বলা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.