নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে সত্যি সত্যি চলে যেতে চায়\nতাকে যেতে দেয়া উচিত...কারন\nহয়তোবা সে চলে যাবার জন্যই\nএসেছে...সবাইতো আপন না;\nঅতিথিও হয় অনেকে...\n

বাংলার ফেসবুক

আমি একজন বেকার ব্লগার

বাংলার ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

একা আছি বেশ ভাল আছি নেই কোন নোংরামী

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

বেকার তাই মাথায় সব সময় বিতলামোর বিভিন্ন শাখা প্রশাখা দিন দিন বৃদ্ধি পায়। অলস মস্তিস্ক যেন শয়তানের বসবাস।সব সময় মনে আমি কাজ নিয়ে ব্যস্ত অথচ ওটাকে সমাজের লোকরা বলে অকাম কুকাম। মানুষের ভাল দিক দেখলেই মাথায় যেন বাজ পড়ে।একন এমন হয় নিজের অজান্তেই এই প্রশ্নের সৃষ্টি হয়। শুধুই ভাবি আমি কি সঠিক পথে আছি।যতো সব উঠক প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। একা থাকি চোখ বন্ধ করলেই মনে হয় চার পাশ্বে শত শত মানুষেরা আমার দিকে তারিয়ে আসছে। চমকে উঠে দেখি না আমার চার পাশ্বে তো কেহ নেই। তাহলে কি আমি ভ্রম দেখা শুরু করছি। যৌবন বয়সে এক সুন্দরী অপরুপাকে ভালবেসেছিলাম। এটা কোন বিষয় না প্রতিটি মানুষ ভালবাসে আর তার ভালবাসার মানুষ অপরুপাই হয়। আমার ভালবাসাটা আমার কাছে বেশি দিন কাছে রাখতে পারিনি কেমনে পারি। আমি যে বেকার অকর্মের ঢেকি তা ও ভেবেই আমাকে ডাসবিনে ছিটকে ফেলে নধী বড়লোকের বকাটে ছেলের হাতধরে সোজা বেডরুম। পরে আর খোজ নিয়ে দেখিনি ওর কি ওনার সঙ্গে বিয়ে হয়েছে। এ বিষয়ে কোন কৌতুলও অনুভব হয়নি। আজ অকারনে রাস্তা দিয়ে হাঠছি রাস্তায় প্রচুর জ্যাম। হঠাত সামনের কার গাড়ীতে ভালবাসার মানুষটাকে দেখে চমকে উঠলাম না কিন্ত বিশ্মত হলাম। ও যার পাশ্বে বসে আছে সে ছেলে তো সেই দিনের বেড পাটনার নয়। আর আজ যে ছেলেকে দেখছি সেকেটা নারী লোভি চরিত্রহীন হিসেবে এলাকায় একটা সুনাম রয়েছে। এখন মনে হচ্ছে ওর সঙ্গে আমার বিয়ে না হয়ে একা আছি বেশ ভালই আছি। মেয়েরা লোভি অতি লোভি এরা যা পায় তার চেয়েও আরো বেশি চায়, এরা একা পেয়ে সুখি নয় যাচে বহুজনকে। আমি একা আছি বেশ ভালআছি।বাকী জীবনটা একাই কেটে দিতে চাই।





মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব চলে আসছে কিছু নিয়মের মাঝ দিয়ে, আপনাকে সেটি অনুসরণ করতে হবে।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

বাংলার ফেসবুক বলেছেন: আপনার মন্তব্যটি অত্যন্ত মূল্যবান।

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৩

মাধব বলেছেন: নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই নয়।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

বাংলার ফেসবুক বলেছেন: মাধব ভাই @ আপনার মন্তর জন্য শুভকামণা রইল।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৪

নিমগ্ন বলেছেন: চালান ভাইসাব!!

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

বাংলার ফেসবুক বলেছেন: কি চালাবো আপু।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮

নিমগ্ন বলেছেন: আমি আপু নই, ভাই। মানে ছেলে।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

বাংলার ফেসবুক বলেছেন: বস আমিও ভাই না আপু।কেন যানি আমি অন্যের পোষ্টে মন্তব্য করতে গেলেই এই লেখাটা ভেসে উঠে। সমস্যটার সমাধান কি।


একটি ভুল পাওয়া গেছে

sorry,you are not allowed to comment in this blog আমিও ভাই না আপু।কেন যানি আমি অন্যের পোষ্টে মন্তব্য করতে গেলেই এই লেখাটা ভেসে উঠে। সমস্যটার সমাধান কি।


একটি ভুল পাওয়া গেছে

sorry,you are not allowed to comment in this blog

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

শক্র হতে চাই বলেছেন: বোবার নাকি শুক্র নাই। ভাই প্রতিবাদের ক্ষমতা না থাকলে সরে থাকাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.