নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে সত্যি সত্যি চলে যেতে চায়\nতাকে যেতে দেয়া উচিত...কারন\nহয়তোবা সে চলে যাবার জন্যই\nএসেছে...সবাইতো আপন না;\nঅতিথিও হয় অনেকে...\n

বাংলার ফেসবুক

আমি একজন বেকার ব্লগার

বাংলার ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক তুমিই ফেভারহিট

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১১

আসলে ফেসবুক বন্ধ সম্পর্কে অনেকেই জানে না। সরকার ফেসবুকের সঙ্গে চুক্তি করবে করবে করে সময়@ মিছিং করার কালখেপন করার সুযুগে ব্লগারদের চাপে( সাহাবাগী এইচ এম এমরানের পরামশে) ব্লগকে এগিয়ে নিতেই সরকারে এই নাটক। সরকার বলছে ফেসবুক না থাকায় নাশকতা হয়নি ।একটা প্রাণ যেন না যায় বলে তারানা হালিম জানান। আর ব্লগের কারনে ৪ জন খুন হলো প্রকাশক খুন হলো সে দিকে সরকারে কোন পদক্ষেপ নেই। তারানা হালিম বলে একটা প্রানের চেয়ে ফেসবুক প্রয়োজনীয নয়। কিন্ত ব্লগের কারণে একাধীক জীবন চলে গেলে যাক। কারন ব্লগের সৃষ্টি শাহাবাগী। ব্লগ বন্ধ করলেই শাহবাগী অন্দোলন বন্ধ হবে। সরকারের কাছে চেলেন্ছ পারলে ফেসবুকের পাশাপাশি টুইটার ও ব্লগ বন্ধ করে দেখাক সে জনগনের জান মালের কথা চিন্তা করে। এখন প্রশ্ন ফেসবুক বড় না ব্লগ বড়। আপনাদের মতামত বা জড়িবেই তা জানাবেন। এখানে তো সেবু চেয়ে ব্লগার বেশি তাই মন্তব্য শুন্যয় রয়ে যাবে।

মন্তব্য ৪৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৩

মুসাফির মানুস বলেছেন: ফেসবুক বন্ধ।
ফ্রেন্ড লিস্ট ফাকা
তাই ফেসবুক চালাই না।
ইস্টসন আর সামিতে অ্যাকাউন্ট খুললাম।
দেখি,
ব্লগের মজাটা কোথায়।
তবে , ব্লগের থেকে
ফেসবুক বড়।।।।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

বাংলার ফেসবুক বলেছেন: ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাই ফেসবুক খুললে আমরা তো ওখানেই যাবো। তাই আপনি আমার পাশ্বে থাকেন আমিও আপনার পাশ্বে আছি।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: ভাই উলটাপালটা কী বলে কী বুঝাইতে চাইলেন?

আপনার কথার তো আগামাথা কিছুই নাই।

ফেসবুক বড় হলে ব্লগে আসলেন কেন? এইটা তো ফেভারহিট (যদিও জানি না এইটা কোন টাইপের হিট) করার জায়গা না। আপনি ফেসবুক খোলার অপেক্ষায় থাকেন।

যারা ব্লগে থাকে - তারা ব্লগ বন্ধ করলেও থাকবে। তেমনি ফেসবুকে যারা থাকার - ফেসবুক বন্ধের পরেও আছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

বাংলার ফেসবুক বলেছেন: রক্তিম দিগন্ত ভাই। আসলে আমি ফেসবুকের লাইকার। সামুতে অনেক থেকে চেষ্ট করেও ফেসবুকের মতো বন্ধু বা মজা পাইনা। ওখানে চেটিং লাইন এবং সরাসরি পোষ্ট করার পর প্রথম পাতায় দেখা যায় । আর সত্যি কথা বলতে সামুর অনেক কিছুই আমি বুঝিনা। খুব কঠিন মনে হয়। আমার ভাললাগা মনের কথা বলটা কি খুব বোকামী হয়ে গেলো।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫১

নতুন বলেছেন: আর ব্লগের কারনে ৪ জন খুন হলো প্রকাশক খুন হলো সে দিকে সরকারে কোন পদক্ষেপ নেই।

ব্লগের কারনে ৪ জন খুন হইলো কিভাবে??

এরা খুন হইছে কিছু াবাল যুক্তিদিয়ে উত্তর না দিতে পেরে চাপাতি দিয়ে উত্তর দেওয়া জায়েজ মনে করে তার জন্য।

আর ফেসবুক সরকার বন্ধ করেছে যেন ফাসি নিয়ে বাশের কেল্ল্যাটাইপের পেজে হুজুগ না ছড়াতে পারে।

এতে লাভ হইছে জনগন এখন প্রক্সি/টর/ইউসি ব্রাউজারের ব্যবহার শিখেছে। আগামীতে এই সব বন্ধে কোন লাভ হবেনা।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

বাংলার ফেসবুক বলেছেন: নতুন ভাই সরকার বার বার বলছে দেশ স্বাভাবিক না হলে ফেসবুক খুলবেনা। আবার বলতেছে খুব তারাতাড়ি ফেসবুকের সঙ্গে চুক্তি করবে। ফেসবুকে ফেক আইডি বেশি দিন টেকে না। ওখানে আসল নাম ছবি দিয়ে সবাই আইডি চালায়। আর এখানে ভাই দিনে ১০ ঘন্টা সময় দিয়েও একজন পরিচিত পেলাম না। আর আইডির নামগুলো যেনো কোন কম্পানির নামের মতো । গুটি কয়েকজন ছাড়া সবাই ছদ্ম নামে ব্লগ চালায় কি ভাবে জানবো কে কেমন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগার খুন হয়েছে যুক্তিদিয়ে উত্তর না দিতে পেরে চাপাতি দিয়ে উত্তর দেওয়া জায়েজ মনে করে তার জন্য।
আর ফেসবুক সরকার বন্ধ করেছে যেন ফাসি নিয়ে বাশের কেল্ল্যাটাইপের হুজুগ না ছড়াতে পারে।

জঙ্গি সন্ত্রাস বন্ধে সুধু ফেবু কেন? প্রয়জনে সমগ্র ইন্টারনেট ও মোবাইল দুএক দিন বন্ধ মেনে নেব।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

বাংলার ফেসবুক বলেছেন: ভাইরে আপনি কোন দুনিয়ায় বাস করছেন। ব্লগে খুনের কারণে শাহবাগে গনজাগরণ আলোচিত। থাবা বাবা থেকে প্রকাশক খুন সবাই নাকি ব্লগার। তাদের জন্য জাতিসংঘ বিদেশীরাও পর্যন্ত নিন্দা ও বৃবিতি প্রদান করেছে। যারা খুন হয়েছে তারা কোন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত না বা তাদের সঙ্গে কারো পারিবারিক শুক্রতা নেই। অজানা খুনি হঠাত রাতারাতি খুনের পর ব্লগার হিসেবে ফেমাস হয়ে কবরে চলে যায়। তারানা হালিম বলেন ফেসবুকের কারনে একটা প্রাণও হারাতে দিবনা। কিন্তু ব্লগ ব্যাপারে একবারও কিছু মন্তব্য করললো না বা যারা খুনি হয়েছে তাদের খুনিদের শনাক্ত পর্যন্ত করতে পারেনি।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি শুধু হাজিরা দিয়ে গেলাম :D

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

বাংলার ফেসবুক বলেছেন: ভাইজান আপনি তো ব্লগে ফেমাস । তবু আমার ব্লগে পা রাখার জন্য ধন্যবাদ।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

আবু শাকিল বলেছেন: আপনার ব্লগের প্রোফাইল ছবি টা অনেক সুন্দর। আপনাকে নিশ্চিত স্পেশাল মাটি দিয়ে বানিয়েছেন।
যা মাইরি
কি বলতে এসে কি বলে ফেললুম।কারও প্রেমে পড়লে মাঝে মাঝে আমার এমন হয়।
মাফ করবেন। হ্যে
"সরকার ফেসবুক বন্ধ করে নাই।এক শ্রেণীর লোকদের ব্যবহার করতে দেয়া হয়েছে।
দেশের ভিআইপি রা যেমন সকল সুযোগ-সুবিধা ভোগ করে তেমনি ফেসবুক দেশের ভিআইপি রা ইউজায়।
সাধারন জনগনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় নি।
এখানে শাহী হালিম সাধারন জনগনের সাথে বৈষম্য করছে।
সাধারন জনগন ভিপিএন চিনে না।তারা ফেসবুক দিয়া ইন্টারনেট চালায়।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

বাংলার ফেসবুক বলেছেন: সবারই সীমাবদ্ধতা থাকে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রযুক্তি দিয়ে প্রযুক্তির মোকাবেলা করছি। কিন্তু কেউ যদি বলেন, একশ’ ভাগ এটি (ফেসবুক ব্যবহার) সম্ভব, আমি অনুরোধ করবো একশ’ ভাগ কীভাবে সম্ভব আমাকে একটু জানিয়ে যান। তাহলে তিনি একজন অত্যন্ত স্বনামধন্য উদ্ভাবক হিসেবে পুরস্কারও পেতে পারেন। পৃথিবীর কোথাও ইন্টারনেট শাটডাউন ছাড়া ফেসবুক বন্ধ রাখা কোনো প্রযুক্তিবিদ বলতে পারেননি। [link||http://www.banglanews24.com/fullnews/bn/444833.html]

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

লুৎফুরমুকুল বলেছেন: চা কই? দাওয়াত পেয়ে আসলাম :)

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

বাংলার ফেসবুক বলেছেন: লুৎফুরমুকুল ভাই কেমন আছেন। এইমাত্র আসলেন বসেন একটু বিশ্রাম নিন। চায়ের পানি গরম করছি।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

রানার ব্লগ বলেছেন: ফেসবুকিও প্রেম আন্তত কমছে। দিবা নিশি তাহারে ফেসবুকে খুজি যাহার থাকার কথা হৃদয়ে সে থাকে ফেসবুকে। হাযারো প্রলভন প্রেম করার কোন প্রেমে সফল না হয় আমি আজ বল্গে নেচে বেড়াই।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

বাংলার ফেসবুক বলেছেন: রানা ভাই সবই বুঝলাম।আমি এখন পর্যন্ত একজনও পরিচিত আইডির লোক পেলাম না। এলাকারতো দুরের কথা সারা বাংলাদেশের মধ্যে একজনের পরিচয় জানতে বা চিনতে পারলাম না। ফেসবুকে নিজ এলাকার ছোট বাড় ভাই আত্বীয স্বজন বন্ধুবীর সংখ্যা কয়েক শত। এখানে শুন্যের কোটায়।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

ব্লগার ফাহিম বলেছেন: ঠিক বলেছেন।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

বাংলার ফেসবুক বলেছেন: ব্লগার ফাহিম অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

গেম চেঞ্জার বলেছেন: ফেভারহিট ?? মানে কি?? বুঝলাম না।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

বাংলার ফেসবুক বলেছেন: ফেভারহিট মানে অনেক সময় জনপ্রিয়তাকেই বোঝায়। সুপারহিট ফেমাস এটা ভাষাগত ব্যবহারে অনেক সময় লেখা হয়। ধন্যবাদ

১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

রানার ব্লগ বলেছেন: আসোলে সমস্যা টা হল ব্লগ হল একটু উন্নত মস্তিষ্কের লোক দের জন্য। ফেসবুক আপামর জনসাধারণ ব্যবহার করে। ব্লগ করে না। ব্লগে যারা ফেসবুকিও জ্ঞান নিয়ে আলচনায় বসে। তারা সাময়িক সময় পর্যন্ত টিকে থাকে। তারপরেই পিঠ টান দেন কারোন এখানকার মানুষ গুলো বড্ড বেশি জ্ঞান চর্চায় ব্যাস্ত।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

বাংলার ফেসবুক বলেছেন: আপনার মন্তব্যের সঙ্গে একমত। আসলে ব্লগ যারা ব্যবহার করে তারা সবাই একটা করে জ্ঞনের এটমবোমা একটা পোষ্ট একটা বোমার মতো অনেক লেখার মন্তব্য করতে গিয়ে হিমশিম খেয়ে পালিয়ে আসতে হয়। আচ্ছা সুমু ব্লগ কি রেংকিংএ ৭ ম ।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১১

রানার ব্লগ বলেছেন: বোলতে পারবনা রাংকিং এর কথা , প্রতিউত্তর দেয়ার জন্য ধন্যবাদ

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

বাংলার ফেসবুক বলেছেন: সপ্তম বাংলা ব্লগ দিবস বলতে সামু ৭ বছরে পদপন করছে। আমি ভেবেছিলাম সামু ৭ স্থানে। প্রথম আলো মনে হয় প্রথম।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

রানার ব্লগ বলেছেন: হতে পারে , এত্ত কিছু খবোর রাখি না

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

বাংলার ফেসবুক বলেছেন:
আপনি কি আর্টিস। কি আকছেন। আপনাকে কি খুব বিরক্ত করছি নাকি।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

রানার ব্লগ বলেছেন: আমি হাদা গঙ্গা রাম , কিছুই আকি না , সুন্দুরিরা বিরক্ত করলে ভালই লাগে

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫২

বাংলার ফেসবুক বলেছেন: ভাই আপনার ধারণা ঠিক না।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

রাফা বলেছেন: আপনি যে ফেসবুক ফ্রিক -এটা আপনার প্রতিটি পোষ্ট ও কমেন্ট দেখলেই বুঝা যায়।কাজেই আপনাকে ফেসবুক বন্ধের যত যুক্তিপুর্ণ কারন দর্শানো হোক আপনি বুজতে চাইবেন-না বা বুজবেন-না।
ব্লগ লিখতে হোলে কিছুটা হোলেও পড়ালেখা জানতে হয় ।কিন্তু ফেসবুক একাউন্ট খুলে নিলেই হয়ে গেলো।যেমন আপনি নিজেই বললেন আপনি ১জন লাইকার।অর্থাৎ চোখ বন্ধ করে লাইক দেওয়াই আপনার মূল কাজ ফেসবুকে।
আর ব্লগে প্রত্যেকটা পোষ্ট পড়ে যথাপুযুক্ত মন্তব্য করাটাই বান্ছনিয়।যা আপনি করছেন-না।আপনি প্রত্যেকের পোষ্টে গিয়ে একই মন্তব্য করে আপনার ব্লগে নিমন্ত্রন করতেছেন।অথচ আপনার ব্লগে পড়ার মত কিছুই নাই।

আপনি ব্লগকে ফেসবুকের মত ব্যবহার করতে চাইছেন।যা কখনই সম্ভব নয়।আশা করি বুঝতে পারছেন আমার কথাগোলো।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

বাংলার ফেসবুক বলেছেন: না বোঝার কিছুই নাই। আমি ফিডার খাই না। মন্তব্যের জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

রুদ্র জাহেদ বলেছেন: রানার ব্লগ বলেছেন: আসোলে
সমস্যা টা হল ব্লগ হল একটু উন্নত
মস্তিষ্কের লোক দের জন্য।
ফেসবুক আপামর জনসাধারণ
ব্যবহার করে। ব্লগ করে না।
ব্লগে যারা ফেসবুকিও জ্ঞান নিয়ে আলচনায়
বসে। তারা সাময়িক সময় পর্যন্ত টিকে থাকে।
তারপরেই পিঠ টান দেন কারোন এখানকার
মানুষ গুলো বড্ড বেশি জ্ঞান চর্চায় ব্যাস্ত।

অনেকটা বলা হয়ে গেল।আমি আর কিছু কইলাম না এহন

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

বাংলার ফেসবুক বলেছেন: আমি নিজেই শিকার করছি আসলে আমি এই জগতে বড়ই বেমান। আসলে ছিলাম গরু ছাগলের ঘরে কি করে একবারে বিশ্ব বিদ্যালয়ের রুমে প্রবেশ করে কেমনে সহজে সবার সঙ্গে মেনে চলতে কষ্ট হচ্ছে। এখনও গা থেকে ফেসবুকের গন্ধ দুর হয়নি। আসলে আমি লেখক না কবি না উপনাসিক না, তাহলে আমি ব্লগে কি করতে পারি প্লিজ আবশ্যই জানাবেন আমি কি ব্লগে থাকবো না পিঠ ঠান করার আগেই চলে যাবো। আমি নিজের কাছেই একা মনে হচ্ছে । মনে হচ্ছে আমি ভিন্ন গ্রহের একজন। তাই আপনাদের সঙ্গে মানান সই নই।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

অনিক বলেছেন: আমি জীবনেও কোনপ্রকার মাদকের প্রতি আসক্ত ছিলামনা, এমনকি কোল্ড ড্রিংকস পর্যন্ত পান করিনা। অথচ আমি ফেসবুকাসক্ত কী করে হলাম নিজেও জানিনা। এখন মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে ভয়ানক ও ভয়াবহ মাদকের নাম "ফেসবুক"। যে আমার মত মানুষকেও নেশাগ্রস্থ করে ছেড়েছে।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২২

বাংলার ফেসবুক বলেছেন: ভাই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে লজ্জা দিবেন না। আসলে মায়ের সামনে নানী বাড়ীর সম্পর্কে বাজে কথা বললে খাবার বা ঘরে আদর আপনা আপনি চলে যায়। ঠিক আমার হয়েছে তাই।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

রুদ্র জাহেদ বলেছেন: রানার ব্লগ বলেছেন: আসোলে
সমস্যা টা হল ব্লগ হল একটু উন্নত
মস্তিষ্কের লোক দের জন্য।
ফেসবুক আপামর জনসাধারণ
ব্যবহার করে। ব্লগ করে না।
ব্লগে যারা ফেসবুকিও জ্ঞান নিয়ে আলচনায়
বসে। তারা সাময়িক সময় পর্যন্ত টিকে থাকে।
তারপরেই পিঠ টান দেন কারোন এখানকার
মানুষ গুলো বড্ড বেশি জ্ঞান চর্চায় ব্যাস্ত।

অনেকটা বলা হয়ে গেল।আমি আর কিছু কইলাম না এহন

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৯

বাংলার ফেসবুক বলেছেন: আমি চেষ্ট করবো ব্লগের মান রাখতে। মনে হয় আমার যাবার সময় হয়েছে। কারণ আমার জ্ঞানের পরিধী খুবই সামান্য। আর সব চেয়ে বড় ব্যাপার লেখার বানান ভাষায় অনেক জড়তা। আপনি বলেন এতো কিছু কম নিয়ে এই মাঠে আমি ঠিকতে পারবো জানি উত্তর একটাই সরে নিরবে পরা ।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫০

চাঁদগাজী বলেছেন:

আমার ফেসবুক আইডি নেই; ফেসবুক, মনে হয়, বাংগালী জাতির ছবির স্টোরেজ ও প্রেমের মাধ্যম?

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

বাংলার ফেসবুক বলেছেন: আইডি না নাথায় ভালই আছেন। ইয়াবাহ হিরোইন,ফেন্সিডিলের চেয়ে ভয়বহ নেশা ফেসবুক নেশা। ব্লগে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে আর ফেসবুকে আনন্দের জোয়ারে ভাসে। এই হলো পার্থক্য।আপনার পদচারনায় আমার ব্লগ ধন্য।

২০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু মনে করবেন না, অাপনার এই লেখায় অাবোল তাবোল প্রলাপ ছাড়া কোন সারাংশ পেলাম না!

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

বাংলার ফেসবুক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

বাংলার ফেসবুক বলেছেন: আমি ব্লগ কৃতিপকের কাছ থেকে একটা নোটিশ পেয়েছি তার অর্থ জানিনা। কোন স্বহৃদয়বান বন্ধুর জানা থাকলে অর্থটা জানাবেন।(নতুনআপনাকে ফ্রন্টপেইজ একসেস দেওয়া হয়েছে ) এই ফ্রন্টপেইজ অর্থটা বুঝলাম না।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

শক্র হতে চাই বলেছেন: ফেসবুকের আলাপ ব্লগে করছেন। আপনার মাথার স্ক্রু টাইট দিতে হবে। ভাল করে ব্লোগিং করেন সময়উপযোগি পোষ্ট করেন তা যেন হয় ব্লগারদের মান সম্মত। এটা ফেসবুক না হয় হ্যোলো করলে হাজার হাজার লাইক পাওয়া নয়। এখানে আলোচনা হয় জ্ঞাণের তৈলাক্তের নয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

বাংলার ফেসবুক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.