নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে সত্যি সত্যি চলে যেতে চায়\nতাকে যেতে দেয়া উচিত...কারন\nহয়তোবা সে চলে যাবার জন্যই\nএসেছে...সবাইতো আপন না;\nঅতিথিও হয় অনেকে...\n

বাংলার ফেসবুক

আমি একজন বেকার ব্লগার

বাংলার ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

নদীর চরাঞ্চলগুলোতে পিয়াজ চাষে কৃষকরা এগিয়ে আসছে

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলগুলোতে সাম্প্রতিককালে ব্যাপক হারে পিয়াজের চাষ হচ্ছে। বালুময় চরাঞ্চলে পিয়াজ চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছে এলাকার কৃষকরা।

পিঁয়াজের পাশাপাশি ইদানিং চরাঞ্চলগুলোতে গম, ভুট্টা, আলু, মরিচ, ডাল, বাদাম, সরিষা, তিল, তিষি, টমেটো, বেগুন, মুলা, লাউ, শিমসহ বিভিন্ন শাক-সবজির আবাদও ভাল হচ্ছে। ফলে মঙ্গা প্রবণ এসব এলাকার চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছে।
নদীর চরাঞ্চলগুলোতে এ বছর বেশি মাত্রায় জমিতে সরাসরি বীজ ছিটিয়ে পিয়াজের চাষ শুরু করেছে। এতে পিয়াজ চাষিরা বাম্পার ফলনও পেয়েছে। অথচ আগে অন্য জমিতে বীজ ছিটিয়ে পিয়াজের চারা করে তা জমিতে রোপন করা হতো। এই পদ্ধতিতে পিয়াজ চাষে সময় যেমন বেশি লাগতো।

অপরদিকে উৎপাদনও হতো অনেক কম। কিন্তু ছিটানো পদ্ধতিতে পিয়াজ চাষ করে কম সময়ে বেশি পরিমাণ পিয়াজ উৎপাদন করে দামও পাচ্ছে অনেক বেশি। এছাড়া বাজারে পিঁয়াজের সংকটের সময় থেকে চরাঞ্চলের ছিটা পিঁয়াজ বাজারে আসায় তা ক্রেতাদের অপেক্ষাকৃত কম দামে প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর তিস্তার চরাঞ্চলে ৬০ হেক্টর জমিতে ছিটা পিঁয়াজের চাষাবাদ করা হয়েছে। লাঠশালার চর, খোর্দ্দার চর, নিজামখাঁর চর, চর চরিতাবাড়ি, বেলকা নবাবগঞ্জের চর, রিয়াজ মিয়ার চর, হাট-হাজারির চর, উজান বোচাগাড়ির চর, ভাটি বুড়াইল, চর বিরহিম, হরিপুরের চর, বাদামের চর, কালাই সোতার চর, ফকিড়ের চর, কোরানির চর, চর ভোড়ের পাখিসহ বিভিন্ন চরে ছিটা পিঁয়াজের চাষা হয়েছে সবচেয়ে বেশি।

বর্তমান বাজারে প্রতি কেজি ছিটা পিঁয়াজ পাতাসহ বিক্রি হচ্ছে ২০ হতে ২৫ টাকা এবং পাতা ছাড়া প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ হতে ৪৫ টাকা।

উপজেলার ভাটি বুড়াইল চরাঞ্চলের কৃষক আব্দুর রহিম জানান, তিনি ২ বিঘা জমিতে ছিটা পদ্ধতিতে পিঁয়াজের চাষ করে আগাম ফসল পাওয়ায় পিয়াজের দাম পেয়েছেন অনেক বেশি। যা তাকে এই পদ্ধতিতে পিয়াজ চাষে যেমন উদ্বুদ্ধ করেছে তেমনি মঙ্গার এই সময়টিতে তাঁর আর্থিক সংকটও নিরসনেও সহায়তা করেছে। তদুপরি এবছর আবহাওয়া অনুকুলে থাকায় তার জমিতে ফলনও ভাল হয়েছে।

উপজেলা কৃষি অফিসার জানান, নদীবাহিত পলি জমার কারণে চরাঞ্চলের বালুময় জমিগুলোর উর্বরতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। যে কারণে শুধু পিয়াজ নয় রবি মৌসুমের সব রকমের সবজির চাষ হচ্ছে এবং তার উৎপাদনও বাড়ছে।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

কাবিল বলেছেন: তাহলে তো নদিতে পানির দকার নেই।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বাংলার ফেসবুক বলেছেন: কাবিল ভাই কেমন আছেন। নদীতে পানি থাকবে নৌকা থাকবে মাছ থাকবে কিন্ত সব সময় না। আর সব নদীতে চর হয়না। সব বাশ দিয়ে যেমন ঘর হয় না।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

রানার ব্লগ বলেছেন: আমি কাঁচা পেয়াজ একদম পছন্দ করি না, নদি না থাকলে ইলিশ পাবো কই । আমি মাছ খেতে চাই ইলিশ মাছ , আপনি আমার জন্য ইলিশ রাধবেন । কি রাধবেন না?

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

বাংলার ফেসবুক বলেছেন: রানার ব্লগ ভাই শুভ সন্ধ্যা। সব নদীতে যে ইলিশ হয়না বন্ধু।কাচা পেয়াজে মুখ দুরগন্ধ করে। আপনার জন্য বালিয়ে মাছ খাইয়াতে পারি।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মাটিতে ভুট্টার চাষ কম করা উচিত; ভুট্টার গাছ, ফলের তুলনায় মাটি থেকে বেশী খাদ্য গ্রহন করে।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

বাংলার ফেসবুক বলেছেন: ভাই ভাল আছেন। আমি তো পোষ্ট করলাম পিয়েজের আর আপনি মন্তব্য করলেন ভুট্টার । আপনার মন্তব্যটা স্মরণ রাখবো। কখনো সম হলে এই বিষয়ে লেখবো।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


" পিঁয়াজের পাশাপাশি ইদানিং চরাঞ্চলগুলোতে গম, ভুট্টা, আলু, মরিচ, ডাল, বাদাম, সরিষা, তিল, তিষি, টমেটো, বেগুন, মুলা, লাউ, শিমসহ বিভিন্ন শাক-সবজির আবাদও ভাল হচ্ছে। "

-ভুট্টা আমার নজরে এসেছে।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৪

বাংলার ফেসবুক বলেছেন: আপনার মন্তব্যের সঙ্গে আমিও একমত। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০১

গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজী ভাইয়ের কমেন্টে দেখলাম ভুট্টা নজরে আসছে। আমার নজরে তো পিঁয়াজই এলো। আচ্ছা আপনি কি পিঁয়াজ ফলান??

(কিছু মনে না করলে বলতে পারেন।)

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৪

বাংলার ফেসবুক বলেছেন: না ভাই এলাকায় অন্যরা করে তারা এসে গল্পে করে তাদের থেকে শুনেই এই পোষ্টের সৃষ্টি।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো একটি বিষয় তুলে ধরছেন । ধন্যবাদ ।

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

বাংলার ফেসবুক বলেছেন: ভাই মন্তব্য ও আমার ব্লগে আসায় আমি ধন্য। আবার আসবেন।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

নেক্সাস বলেছেন: নদীর চরে ভাল বাদামের চাষ করা যেতে পারে।

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

বাংলার ফেসবুক বলেছেন: ভাই নদীর চরে সবই হয় একবারে সব কিছু তুলে ধরা সম্ভব নয়। এর পূর্বে পোষ্ট করেছি শরিসার। আমার লক্ষ চর এলাকার লোকদের উতশাহিত করা। আর আপনার লক্ষ হউক আমাকে উতশাহিত করা। মন্তব্য আর আমার ব্লগ বাড়ীতে আসায় ধন্যবাদসহ শুভেচ্ছা রইল। ভাল থাকেন।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

মো: নিজাম গাজী বলেছেন: apnar id te to aslam.cha kothay?

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

বাংলার ফেসবুক বলেছেন: ভাই কেমন আছেন। আমি কি কোন পোষ্ট বা আইডিতে কোন তথ্যগত ভুল করেছি। যদি ক্রটি থাকে জানাবেন।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

মো: নিজাম গাজী বলেছেন: ami valo asi.apni kmn asen? r apni kono vul korenni.apni amar akta poste chayer ba tea er nimontron koresilen.

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

বাংলার ফেসবুক বলেছেন: আমি ভাল আছি। চা খাবেন।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

আবু শাকিল বলেছেন: দেশি পেঁয়াজে নাকি ঝাঁঝ বেশি?

৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

বাংলার ফেসবুক বলেছেন: আবু শাকিল ভাই দেশি পেয়াজ লাগবে নাকি। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভারতের জন্য দেশি বাজার হাল খারাপ । পান যে পান তাও নাকি ভারত থেকে নিয়ে যায় :) বাংলাদেশের জিনিস কিছু কিছু জিনিস পাওয়া যায় পশ্চিমবঙ্গে ইস্পাহানি চা , প্রাণের আইটেম ইটিসি খুব যে চলে বলব না । তবে রাইজ ওয়েলটা ভাল চলে ।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

বাংলার ফেসবুক বলেছেন: দেবজ্যোতিকাজল ভাই সুন্দর ভাবে গঠন মূলক মন্তব্য করায় শুভকামণা রইল। আসলে দেশী পণ্য কিনে হন ধন্য এই প্রবাদটা বাস্তবায়ণ করি।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চা এর নেমন্তনে এসেছিলাম কিন্তু চা কোথায় এসে দেখি পিয়াজ, আলু আর ও কতকি। ভাল থাকবেন।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

বাংলার ফেসবুক বলেছেন: ভাই সংসারে কি শুধু চা ই থাকে। সংসার করতে প্রয়োজনী সব কিছুই লাগে।আমি তো আপনাকে হোটেলে নিমন্ত্রণ করনি। ধন্যবাদ আবার আসবেন।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবলাম আপনিও চাষ করেছেন !
দুচার কেজি গিফট টিফট পাই কিনা এই আশায় এলাম :P

তবে আমাকে আপনি পেঁয়াজ চাষি বলতে পারেন ।
আমরা বাপ বেটা টবে একটা লাগাইছি !

ছেলেকে দেখাতে যে কি ভাবে চারা গজায় ।
ছেলে ঘণ্টায় ৭০ বার জিজ্ঞাস করে এখনো গজাচ্ছেনা কেন ?
আবার দিনে ৭/৮ বার তুলে আবার পুঁতে । চাষ বাস নিয়ে আমরা বাপে পুতে অনেক বিজি ! =p~

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

বাংলার ফেসবুক বলেছেন: আপনি তো খুব ভাগ্যবান ছেলেকে বন্ধুর মতো পেয়েছেন। শখের বসে অনেক কিছুই করে। আপনি শখের বসে করছেন। না ভাই আমি পিয়াজ চাস করিনি।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর পোস্ট!

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

বাংলার ফেসবুক বলেছেন: মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল। ভাল থাকুন।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

শক্র হতে চাই বলেছেন: ব্লগে কৃষি পোষ্ট দেওয়া আর নিজেকে বোকাদের দলে নাম লেখান সমান। আপু এখানে শুধু প্রযুক্তি ইতিহাস রাম্য গল্পো কবিতা এই গুলোর প্রতি একটু লক্ষ রাখবেন। আর বানারে প্রতি সর্বদা নজর রাখবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

বাংলার ফেসবুক বলেছেন: সবাই শুধু ভুলটাই দেখে ভাল কিছুই দেখেনা মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.