নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে সত্যি সত্যি চলে যেতে চায়\nতাকে যেতে দেয়া উচিত...কারন\nহয়তোবা সে চলে যাবার জন্যই\nএসেছে...সবাইতো আপন না;\nঅতিথিও হয় অনেকে...\n

বাংলার ফেসবুক

আমি একজন বেকার ব্লগার

বাংলার ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

তুই আমার মনের আকাশ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

আমার মনের আকাশ থেকে তুই
কেন দিলি উড়াল অন্যের মনের আকাশে
কি ছিল কম আমার মনের আকাশে
যা খুঁজে পেলি অন্যের মনের আকাশে।

জানি সময়ের ব্যবধানে আবারও আসতে হবে
আমার স্বপ্নে সাজানো গোছনো মনের আকাশে
ছোট এই মনের আকাশের মধ্যে ছিল অনেক
লাল নীল স্বপ্নে ভড়া তারায় সাজানো বুকটাতে।

আমি তোরে আজও ভালবাসি তোরে যেমন
ভালবেসেছিল যৌবনের প্রথম প্রহরে প্রথম দেখাতেই
ভালবাসা নামক বস্তুটি তো আমি কিছুই বুঝিনি
তুই তো শিখাইলি রঙিন ভালবাসার স্বপ্ন দেখাতে।

তুই যতই উড়া অন্যের নীল আকাশে
নাটাই কিন্ত আমার হাতে তাই তোরে
আসতে হবে আমার ছোট রঙিন মনের আকাশে
তোর জন্য রেখেছি সাজিয়ে নতুন স্বপ্ন ভরা মনে।

আমি আজও আকাশ পাণে চেয়ে থাকি
যেমন দেখতাম দুজনে একসঙে বাসার ছাদে বসে
আজ আমি একাই আছি পাশ্বে নেই শুধু তুমি
তাই আকাশটাকে আগের মতো সুন্দর লাগছেনা।

তোর আর আমার মনের আকাশের তারগুলি
আজ বড়ই একা হয়ে মলিণ হয়ে রয়েছে
তাদের মনে নেই কোন অনন্দ তুমি আমি বিহনে
তুমি কি আসবে আমার সেই মনের আকাশে।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

বাংলার ফেসবুক বলেছেন: আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে। ( আমি ৫ দিন স্থগিত ছিলাম। আমি নিরাপদ ব্লাগার হলেও কোন পোষ্টে এখনও মন্তব্য করতে পারছি না। তাহলে আমি লাইফ ছাপোটেই রয়ে গেলাম। রাত ১২টার পর আমাকে ব্লগ মুক্ত বলে মডারেশন স্ট্যাটাস দেখলাম। মন্তব্য করতে গিয়ে বুঝলাম তা সঠিক নয়)

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬

কল্লোল পথিক বলেছেন: অপেক্ষা করেন আসবে
তাকে আসতেই হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

বাংলার ফেসবুক বলেছেন: ভাই ভরসা দেওয়ার জন্য ধন্যবাদ। নাটাই যখন আমার কাছে আছে সময় হলেই নাটাই-এর টানেই আমার কাছে আসবে। ধন্যবাদ। আপনার লেখায় মন্তব্য করতে না পরায় সরি ভাইয়া।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

প্রামানিক বলেছেন: অপেক্ষা করেন একদিন সব সমস্যার সমাধান হবে। ধন্যবাদ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

বাংলার ফেসবুক বলেছেন: ব্লগ কতৃপক্ষ বা টিম আমার স্থগিত তুলে নিলেন ওনাদের সময় রাত ১২টার আমি মন্তব্য করতে গিয়ে দেখি ওনারা আমায় ব্লগেই রেখেছেন। তাই আপনার লেখায় মন্তব্য করার ইচ্ছা থাকা সত্বেও আমি নিরুপায়।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন: কবিতাটা ভালোই। তবে ছবিটি সরিয়ে নিতে পারেন - এইটা খুব একটা ভাল দেখাচ্ছে না।

আর মন্তব্য না করতে পারায় অধৈর্য্য হবেন না। মডারেটররা আপনাকে সেফ মনে করলে কমেন্টব্লক ছুটিয়ে দিবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

বাংলার ফেসবুক বলেছেন: আপনার মন্তব্যে বলেছেন ছবি ভাল লাগছেনা। আপনার ভাললাগাকে সন্মান করে ছবিটা ডিলেট করলাম। মন্তব্য করার জন্য ধন্যবাদ। আসলে আপনারা একপাশে মন্তব্য করবেন আমি যদি না করি তাহলে কি মনে করেন তাই বারবার মন্তব্য ব্লগ আছি বলে জানান দেই পড়তে বা শুনতে দৃষ্টি কুটু হলেও ভদ্রতার করণে লেখছি। আপনিসহ কয়েকজন হয়তো বিষয়টি জানেন সবাই বা নতুনরা মন্তব্য করে যদি তাদের পোষ্টে মন্তব্য না করি তারা ভুল বুঝতে পারে সেই কারণে।আপনার নিকট একটি প্রশ্ন আমায় মন্তব্য ব্লগ করেছে এই লেখার কারণে কি ব্লগের নিয়ম ভঙ্গ হবে কি জানা থাকলে জানাবেন।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০

নিমগ্ন বলেছেন: রাত ১২টার পর আমাকে ব্লগ মুক্ত বলে মডারেশন স্ট্যাটাস দেখলাম।

হাঃ হাঃ পঃ গেঃ


আপনি ছাইলে আমি মডুদের কাছে এপ্লিকেশন কইত্তারি। কইরমু? ;) ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

বাংলার ফেসবুক বলেছেন: না ভাই আপনি আমার জন্য অনেক করেছেন। অনেক অজানা বিষয়ে জানিয়েছেন। ধয্য ধরে আছি দেখি কি হয়। সময়ের বিবর্তনে পনাদের সঙ্গে যদি এ বিপদে বন্ধুত্ব হয় তাহলে যেমন আছে তেমনটাই থাক। ব্লগ তুলে নিলে তো আপনার আর আমার ব্লগে আসবেন না আমার প্রতি নজরেও রাখবেন। তখন আবার যদি বেপরোয়া হই। তাই চাই আপনাদের পরামর্শ ও ভালবাসা।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

নিমগ্ন বলেছেন: আর ছবিটা কি আপনের?? ছুন্দর কনে লাগতাহু_________ B-)) B-)) :-<

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

বাংলার ফেসবুক বলেছেন: কবিতার মডেল। এক ছিনিয়ার ভায়ের ছবিটা পছন্দ না হওয়ায় তা ডিলেট করতে হয়েছে। আপনি ভাল আছেন।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

নিমগ্ন বলেছেন: আমি ভালাছি।
আপনি যেভাবে বানাম ভুল করেন সবাই আপনাকে নিয়ে পহাস করে এইডি বাদ দেন। বেশি করে পইড়েন এরহরে লিখেন। তয় এই সংকটকালীন/জরুরী অবস্থা মোকাবেলায় ভাল ভাল লেখা দিতারেন। বুজ্জেননি??

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

বাংলার ফেসবুক বলেছেন: হ্যা বুঝতে পারছি। ধন্যবাদ ভাল থাকুন।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ++++++

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

বাংলার ফেসবুক বলেছেন: শুভেচ্ছা আর শুভ কামণা রইল।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

রানার ব্লগ বলেছেন: কোবিতায় লাইক দিলাম। অপেক্ষা করুন , আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধীতে হইবে ঋন।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

বাংলার ফেসবুক বলেছেন: এহকালে তা সম্ভাব না। আমি যে কোন সুত্রে জেনেছি টিমরা আমায় মন্তব্য ব্লোক থেকে মুক্তি দিবে না। অনেক দিন পর দেখা কেমন আছেন। আমি কি কোমায় থেকে মুক্তি পাবো না । মনে হচ্ছে সরাসরি কবরে যাবো।ওনারা সময় বেধে দিলেন সময় চলে গেলো আবার অনেক সময় ঘন্টা অনেক মিনিট পেরিয়ে গেলেও সামুর টিমরা কথা রাখলেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.