নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে সত্যি সত্যি চলে যেতে চায়\nতাকে যেতে দেয়া উচিত...কারন\nহয়তোবা সে চলে যাবার জন্যই\nএসেছে...সবাইতো আপন না;\nঅতিথিও হয় অনেকে...\n

বাংলার ফেসবুক

আমি একজন বেকার ব্লগার

বাংলার ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

. বর্তমান যুগের তরুণীদের ভালোবাসা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

বর্তমান যুগের তরুণীদের ভালোবাসা শুরু হয় কোন তরুণের মাঝে বিশেষ গুণের উপস্থিতি দেখে। যেমন: ছেলেটা ভালো
লেখে, ভালো গান করে, দেখতে স্মার্ট......ইত্যাদি।
যদি কোন তরুণী বলে, "ছেলেটিকে আমি কোন ধরণের গুণ ছাড়াই ভালোবাসি"
তাহলে বুঝতে হবে, ডালমে কুচ কালা হে। খোঁজ নিয়ে দেখা
যাবে, ছেলেটা ধনীর দুলাল। "টাকাওয়ালা বাপের ছেলে"
এর চেয়ে বড় গুণ আর কি হতে পারে?
.
খুব অবাক লাগে যখন দেখি, কেউ কাউকে প্রপোজ করলো, আর সাথে সাথে কোন সাড়া না পেয়ে চলে গেলো!!
এদের ভালোবাসা গুলো কত সস্তা আর টাইমিং য়ের সাথে
সম্পর্কযুক্ত।
.
আমার দেখা কয়েকটা তরুণীদের বর্ণনা দিই:-
ঘটনা ১. ইনবক্সে......
-ওয়াও আপনি তো খুব ভালো লেখেন।
-ধন্যবাদ।
-আপনার লেখাগুলো পড়তে পড়তে আপনার প্রতি এক ধরণের
ভালোলাগা তৈরি হয়েছে, আমি আপনাকে ভালোবাসি।
- দেখুন, আপনি আমাকে চিনেন না, জানেন না আর ভালোবেসে ফেললেন?
-হুম, ভালোবাসবেন না আমায়?
-সরি, আমি এভাবে অচেনা কারো সাথে রিলেশনে যেতে
পারবোনা।
-ওকে সরি বাই...
. এরপর উক্ত তরুণীর আর কোন খোঁজ পাওয়া যায়নি।
.
ঘটনা ২
তরুণীর ফোনকলে,
- জানো, আজ থেকে আমার দুইটা পৃথিবী, একটা হলে তুমি,
আরেকটা আমার মা। .
অত:পরর একদিন দেখা যায় সেই তরুণী ঠিকি তার পৃথিবী
ছাড়া বেঁচে আছে। থাকবেই বা না কেন, আজ নতুন একজন কে
তার পৃথিবী বানিয়ে নিয়েছে।
.
তরুণীদের হঠাৎ করে আসা ভালোবাসা টা হল একধরণের তথাকথিত আবেগ। আর আবেগকে প্রশ্রয় দিতে নেই, কারণ
আবেগ বায়বীয় ব্যাপার, সামান্য বাতাস পেলেই তা বাড়ে।
.
যে তরুণী একসময় বলতো, তোমার ভয়েস না শুনলে আমার ঘুম
আসেনা, কন্ঠে গান না শুনলে মন ভালো হয়না, তোমাকে
পাওয়ার জন্য ওয়েট করবো সারাজীবন। সময়ের পরিবর্তনে সেই তরুণীদের মন বদলে যায়। যে বলতো,
আজ থেকে তুমি আমার পৃথিবী, কাল তাকে দেখা যায় অন্যজনের
সাথে ইন এ রিলেশনশীপ।
.
স্বার্থপর তো আমরা কমবেশী সবাই।
তবে আজকাল নিঃস্বার্থ ভাবে ভালোবাসার মত তরুণী খুঁজে পাওয়া আর চাঁদে বাতাস পাওয়া একই কথা। চারপাশে এমন
অনেককেই দেখেছি, যারা ভালো ছেলেদের সাথে বাচালের
মত কথা বলতে পারে, স্বপ্ন দেখাতে পারে, আর কিছুটা সময়
অনুভুতির সাগরে ভাসিয়ে ছেলেটার জীবনে জোয়ার-ভাটা
এনে দেয়। অতঃপর একাকী সমুদ্রে তার সঙ্গী নিকোটিনের
অভিশাপ। .
সময়ের সাথে পরিবর্তিত হওয়া তরুণীদের একটা মেসেজ
দিতে চাই। মেসেজটি হল:-
"আজকাল তো ভালোবাসা ক্রাশ নামক শব্দ থেকে শুরু হয়, আর
এভাবে শুরু হওয়া ভালোবাসা গুলো ব্রেকআপ নামক শব্দ দিয়ে
দ্রুতই শেষ হয়ে যায়। আবার কারোর ক্ষেত্রে কর্পোরেট নামক শব্দে সমাপ্তি।
হে মডার্ন যুগের তরুণীরা, ভালোবাসা টাইমিং, গিফট, আর
আবেগ দিয়ে হয়না, সত্যিকারের ভালোবাসার মানে হল,
প্রিয় মানুষটিকে পায় বা না পায়, য়ার জন্য সারাটিজীবন
ওয়েট করে যাবো, তাকে ভালোবেসে যাবো।
. তোমরা তাহসানের নাটক দেখে যে কি শিখো কে জানে?
নাটকে দেখায় একটা তোমরা শিখো আরেকটা।
প্রকৃত ভালোবাসা হল.... একটা পবিত্র বন্ধন, এর মর্যাদা
দিতে শিখো। কাউকে ভালোবাসলে পবিত্র ভাবে ভালোবাসো,
পবিত্র ভালোবাসার ওয়ারেন্টি জিএফ/বিএফ মদ্ধে
সীমাবদ্ধ নয়, এটি এমন এক ভালোবাসার বন্ধন যা প্রিয় মানুষটির সাথে বাঁধা যায়, যা মৃত্যুর পরও টিকে থাকে।
.
এই ভালোবাসার শুরু আছে শেষ নেই। পবিত্র ভালোবাসায় কোন
দৌহিক চাহিদা থাকে না, থাকে শুধু কিছু নিরব অভিমান আর
অফুরন্ত ভালোবাসা।
ফুল দিয়ে প্রেম হয়...... পাতা দিয়ে
নয়.......মেঘ দিয়ে বৃষ্টি হয় .....আকাশ
দিয়ে নয়.....চাঁদ দিয়ে জোসনা হয়....
তারা দিয়ে নয় .....মন দিয়ে বন্ধু হয়....
টাকা দিয়ে নয়,........
কী বুজলেন???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

গেম চেঞ্জার বলেছেন: আপনার দুঃখগুলো বুঝতে পারলাম। :(

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১

বাংলার ফেসবুক বলেছেন: ভাই ভাল আছেন । বুঝে কি আর হবে। বুঝতে পেরেছেন এই জন্য শুভ কামনা রইল। ভাল থাকবেন ভালো মতো ব্লোগিং করেন এই প্রত্যাশা রাখি।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

রানার ব্লগ বলেছেন: আপনি কি আজ কালকের পৃথিবীর লোক না। নাকি আপনি আদ্দি বুড়ি।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

বাংলার ফেসবুক বলেছেন: হবো হয়তো কোন একটা । আপনি ভাল আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.