নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি, আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত)

আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত) › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা-৫

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০


ছবি @ নেট (গোমতী নদী)

আকাশ পানে হাত বাড়ালাম-
মুঠোয় আমার কিছু নীল, আর হৃদয়ের মাঝে
উদারতা নিয়ে ফিরে এলাম;

বাতাসের কাছে কিছু সু-ঘ্রাণ চেয়েছিলাম-
ভোরের শেফালির কাছে প্রাণ ভরে তা' পেলাম!

আর নদীর কাছে চেয়েছি তৃষ্ণার্ত হৃদয়ে এক আজলা জল-
এঁকে বেঁকে ধেয়ে চলা নানা ঢংয়ে টেউয়ের মাতন তুলে
মিটিয়ে দিল সুপেয় জল আমার তীব্র আকাঙ্খা;

-- আর তোমার কাছে চেয়েছিলাম
এক সমুদ্র ভালোবাসা
দেবে কি?

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
শুভ সকাল

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপু, শুভ দুপুর।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ভালবাসা চাইল পাওয়া যায় না এমনিতেই হয়------------

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ, লিটন ভাই, আকাশ-তো দিয়েছে - আর কি চাই!

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ- সুন্দর মন্তব্যে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০২

সাগর শরীফ বলেছেন: খুবই ভাল লাগল স্যার

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভাইজান, আমি স্যার না, হরিপদ কর্মচারী কোন এক সরকারি অফিসের।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছোট্ট কবিতাটি বড়ো ভাল লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আস্সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সর্ব শ্রদ্ধেয় লেখক, আপনার ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো! আপনার বাংলানিউজে ছোটদের লেখাগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ আমার ব্লগে মন্তব্যের জন্য।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

সাগর শরীফ বলেছেন: ক্লাসে বাপকেও বাপ ডাকতে না পেরে সবাইকেই স্যার ডাকা অভ্যাস হয়ে গেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ক্লাসে বাপকে বাপ বললে হয়তো পড়াটা ভালো হতো না!

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার চমৎকার চাওয়ায় ভালোলাগা !

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপু, আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসা ও ভালোলাগার জন্য।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬

শায়মা বলেছেন: শরতের আকাশ দেখে সত্যিই মুগ্ধ হতে হয় ভাইয়ামনি!!!!!!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম আপু'মনি! আমারও ভীষণ প্রিয় এই শরতের প্রকৃতি ও আকাশ। ধন্যবাদ পড়ার জন্য।

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা কই

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উচ্চ গতির দ্রব্য মূল্যে ভাঁড়ার যখন শূণ্য
অন্য বাড়ী দাওয়াত খেয়ে হয় যদি কোন পূণ্য!
ব্যস্ততার তরে জীবন গেল -নাইকো অবসর
যতটুকু সময় মেলে- আপনাদের পড়ে যাই পরপর।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এ্কই প্রশ্ন নিয়ে আসলাম
নতুন লেখা নাই :(

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপা, আমাকে আর লজ্জা দিয়েন না, আমার দ্বারা কিছু-ই হবে না; তারপর অফিসেও ডিসেম্বর ক্লোজিং,সহ বিভিন্ন রিপোর্ট এর কাজেই ব্যস্ত!

আপনাদের লেখাই আমার মন-প্রাণ জুড়িয়ে যায়!

<<<< সনেট কবির লেখা অনেকদিন পাই না; আপনি কি তার সম্পর্কে কিছু জানেন?

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



নদীর পাড় বসে ঘুড্ডি উড়ানোর মজাই আলাদা ছিলো। আপনি নি গোমতী নদীর দেশের মানুষ।
পোস্টে +++

৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ মন্তব্যে ও ব্লগে আসার জন্য।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯

ওমেরা বলেছেন: কবিতা খুব সুন্দর লিখেছেন । কিন্ত কথা হল, ভালবাসা চেয়ে পাওয়া যায় না যদি না ভালোবাসা তার হৃদয় থেকে আসে।
আর যদি তার হৃদয় থেকে আসে সেটা আসবে নদীর জোয়ারের মত আপনি চাইলেও সেটা ফিরাতে পারবেন না ।
কবিতায় ভালোলাগা জানিয়ে রাখলাম ।

০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অসাধারণ সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
ভালোলাগায় শুকরিয়া জ্ঞাপন করছি।
ভালো থাকুন, লিখতে থাকুন- পড়ার অপেক্ষায়!

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭

খায়রুল আহসান বলেছেন: "আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে!" - সেই আকাশ হতে 'কিছু নীল' এবং 'উদারতা' নিয়ে আপনি ফিরে এলেন, এটাই তো স্বাভাবিক। ছবিটা খুব সুন্দর! এক সময় ময়নামতিতে গোমতীর বাঁধের উপর দিয়ে অনেক হেঁটেছি, ছবিটা দেখে মনের মাঝে সে স্মৃতিটুকু ভেসে উঠলো।

শেষের প্রশ্নটা খুবই আবেদনময়, এবং সেটা কবিতায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

"সনেট কবির লেখা অনেকদিন পাই না; আপনি কি তার সম্পর্কে কিছু জানেন?" - ১১ নং প্রতিমন্তব্যে একজন হারিয়ে যাওয়া সহব্লগার কবির খোঁজ খবর জানতে চেয়ে যে সহৃদয়তার পরিচয় দিলেন, তাতে মুগ্ধ হ'লাম।

ওমেরা এর মন্তব্যটি বেশ ভালো লাগল।

কবিতায় ষষ্ঠ ভাললাগা। + +

আপনার এর পরের "শিরোনামহীন কবিতা-৬" কবিতাটি পড়েও প্রায় এক মাস আগে একটি মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমি অধমের ব্লগে আপনাদের মত জ্ঞানীদের বিচরণ! আমাকে সত্যি আবেগ আপ্লুত করে তোলে; এই ইটপাথরের জঞ্জালের শহরের কেন যে ইঁদুর-বিড়াল দৌড়াদৌড়ি করি সারাদিন -জানি না, সময়ের স্রোতে তাল মিলাতে পারিনা, অনেক দেরিতে মন্তব্যের প্রতিউত্তর করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

---আমার শহরে কোন এক সময়ে আপনার পদচারণায় ধন্য হয়েছে বলেই আজ স্মৃতিচারণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.