নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাজেট ট্রাভেলার।

সারাফাত রাজ

পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে বান্দরবান আর আমি একজন পরিব্রাজক।

সারাফাত রাজ › বিস্তারিত পোস্টঃ

কম খরচে আবার ভারত

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৭



আমি একজন ছাত্র। আমার কোন আয় নেই । কিন্তু ভ্রমণের ইচ্ছা আঠারো আনা । এজন্য সারা বছর আমাকে সবাই যে টাকা-পয়সা দেয় তা জমিয়ে ঘোরাঘুরি করি। এই টাকার বড় অংশটা দেয় আমার বাবা। আমি সবসময়ে চেষ্টা করি সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি ভ্রমণ করা যায়। এবারেরটিও সেরকম ছিল। প্রতিটি মৌলিক পর্বের শেষে আমার খরচের হিসাবগুলো দাখিল করবো । সিরিজটি উৎসর্গ করা আমার বাবাকে।

আমার ট্যুর রুটটি ছিলঃ
কম খরচে আবার ভারত ( পর্ব - গৌরচন্দ্রিকা )
১। কলকাতা
কম খরচে আবার ভারত পর্ব-১ ( আধিক্য কলকাতা-১ )
কম খরচে আবার ভারত পর্ব-২ ( আধিক্য কলকাতা-২ )
কম খরচে আবার ভারত পর্ব-৩ ( আধিক্য কালকা মেইল-১ )
কম খরচে আবার ভারত পর্ব-৪ ( আধিক্য কালকা মেইল-২)
কম খরচে আবার ভারত পর্ব-৫ ( আধিক্য কালকা মেইল-৩)
২। কালকা
কম খরচে আবার ভারত পর্ব-৬ ( আধিক্য কালকা থেকে সিমলা টয় ট্রেন-১)
কম খরচে আবার ভারত পর্ব-৭ ( আধিক্য কালকা থেকে সিমলা টয় ট্রেন-২)
কম খরচে আবার ভারত পর্ব-৮ ( আধিক্য কালকা থেকে সিমলা টয় ট্রেন-৩)
৩। সিমলা
কম খরচে আবার ভারত পর্ব-৯ ( আধিক্য সিমলা-১)
কম খরচে আবার ভারত পর্ব-১০ ( আধিক্য সিমলা-২)
কম খরচে আবার ভারত পর্ব-১১ ( আধিক্য সিমলা-৩)
৪। মানালি
কম খরচে আবার ভারত পর্ব-১২ ( আধিক্য সিমলা থেকে মানালি-১)
কম খরচে আবার ভারত পর্ব-১৩ ( আধিক্য সিমলা থেকে মানালি-২)
৫। কিলং
কম খরচে আবার ভারত পর্ব-১৪ ( লাদাখের পথে, রোথাং পাসঃ আধিক্য মানালি থেকে কিলং-১)
কম খরচে আবার ভারত পর্ব-১৫ (মৃতদেহের স্তূপ পেরিয়ে, লাদাখের পথেঃ আধিক্য মানালি থেকে কিলং-২)
কম খরচে আবার ভারত পর্ব-১৬ ( আধিক্য হিমালয়ের বুকের ভেতরে শুভ্র মানুষদের ছোট্ট শহর কিলং )
৬। লাদাখ
কম খরচে আবার ভারত পর্ব-১৭ ( আধিক্য মানালি থেকে কিলং হয়ে লাদাখের পথে-১)
কম খরচে আবার ভারত, বিশেষ পর্ব-১ ( আমার কিছু কথা ছিলো )
কম খরচে আবার ভারত পর্ব-১৮ ( আধিক্য মানালি থেকে কিলং হয়ে লাদাখের পথে বারলাচালা পাস-২ )
কম খরচে আবার ভারত পর্ব-১৯ ( আধিক্য মানালি থেকে কিলং হয়ে লাদাখের পথে সারচুতে-৩)
কম খরচে আবার ভারত পর্ব-২০ ( আধিক্য সারচুতে পুলিশ চেকপোস্ট আর বিখ্যাত গাটা লুপ - ৪)
কম খরচে আবার ভারত পর্ব-২১ ( আধিক্য মোর প্লেনস আর পৃথিবীর সবচেয়ে উঁচু দ্বিতীয় সড়ক তাগলাংলা পাস - ৫)
কম খরচে আবার ভারত পর্ব-২২ ( আধিক্য অবশেষে বহুল প্রতীক্ষিত লেহ শহর, কিন্তু বাংলাদেশী হিসাবে আমি সেখানে অনাহুত তবে এক সত্যিকার ভদ্রলোকের অকৃত্রিম ভালোবাসা )
৭। লাদাখের রাজধানি লেহ
পর্ব ২৩ ( লাদাখের শহর লেহ আর সম্ভাষণ জুলে)
কম খরচে আবার ভারত, বিশেষ পর্ব-২ ( আমার দেখা ভারতীয় নারীরা )
পর্ব ২৪(লাদাখের শহর লেহ আর শান্তি স্তূপা)
কম খরচে আবার ভারত পর্ব-২৫ ( আধিক্য লাদাখের শহর লেহ পরিক্রমা)
কম খরচে আবার ভারত , শেষ পর্ব ( আধিক্য লেহ রাজপ্রাসাদ আর টুকিটাকি অন্যান্য )
৮। কারগিল
৯। কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর
১০। পেহেলগাও
১১। কাশ্মিরের শীতকালীন রাজধানী জম্মু
১২। দিল্লী
১৩। কলকাতা

মন্তব্য ৩৫ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: বর্ণনা হবে না... :(

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২

সারাফাত রাজ বলেছেন: এটা তো সূচিপত্র। এই ট্যুরের সবগুলো পর্বের লেখাগুলোর লিঙ্ক দেয়া থাকবে এই পোস্টে। যখন যে পর্বের লেখা শেষ হবে সেটা এখানে add করে দেব।

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৫

কিরমানী লিটন বলেছেন: সব পর্ব গুলো পড়ার অপেক্ষায় রইলাম,অনেক শুভকামনা জানবেন...

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

সারাফাত রাজ বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। আশা করি সবগুলো পর্ব লিখে শেষ করতে পারবো। ভালো থাকবেন।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৯

ব্যাচেলর বলেছেন: অপেক্ষায় থাকলাম......।

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

সারাফাত রাজ বলেছেন: ধন্যবাদ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

অভ্রনীল হৃদয় বলেছেন: অপেক্ষায়। আশা করি খুব শীঘ্রই পাব। :)

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০

সারাফাত রাজ বলেছেন: ধন্যবাদ। আমিও আশা করি শীঘ্রই লিখে শেষ করতে পারবো।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২১

রাজীব বলেছেন: কত অপেক্ষা করবো??

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

সারাফাত রাজ বলেছেন: ভাই দিয়ে দিছি। দ্যাখেন।

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫

রাজীব বলেছেন: একেবারে ২ পর্ব একসাথে!!
ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

সারাফাত রাজ বলেছেন: আরো একটা পর্ব কিছুক্ষণ পরেই দেব, শুধুমাত্র আপনার জন্যই। ;)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

bond007 বলেছেন: অপেক্ষায় আছি........

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

সারাফাত রাজ বলেছেন: আশা করি খুব দ্রুতই দিতে পারবো.।.।.।.।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পুরোটা আবার একসাথে পড়া শুরু করলাম।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

সারাফাত রাজ বলেছেন: ধন্যবাদ। আমিতো নেটে বসলে আপনার সব ভ্রমণ লেখা আরো একবার করে পড়ি।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১

রহমান সাম্য বলেছেন: ভাই, অস্থির অস্থির সব তথ্যবহুল লেখা (y) (y) লাদাখ ও কাশ্মিরের ব্লগের (৬ থেকে ১২) লিঙ্কগুলো দেন তাড়াতাড়ি... এখনি পরুম :)

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৫০

সারাফাত রাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

কিন্তু y y মানে কি? আমি মনে হয় ধারণা করতে পারছি। হা হা

সবগুলো লেখা হয়নি বলে দিতে পারছি না, ধৈর্য ধরুন। অবশ্য এখন দেখি আমারই লেখার মতো ধৈর্য নাই। |-)

১০| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

শাকিল১৫৪৫ বলেছেন: ৬ থেকে ১২ তাড়াতাড়ি লেখেন । পাসপোর্ট করতে করসি ,আপনার লেখা ভালো লেগেসে । আমি যেতে চাই । ভাল থাকবেন ।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

সারাফাত রাজ বলেছেন: ভাই বাকি পর্ব এখনো লেখা হয়নি। তবে তাড়াতাড়ি দেবার চেষ্টা করবো। আসলে একেবারেই সময় করে উঠতে পারছি না। তাছাড়া নেটে বসা দেখলে বাসার সবাই খুবই বকাবকি করে। তারপরও সাধ্যমতো চেষ্টা করছি।

আপনিও ভালো থাকবেন সবসময়, আশা করি খুব ভালোভাবেই যেতে পারবেন। অনেক ধন্যবাদ।

১১| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

স্বপ্ন০০৭ বলেছেন: সবমিলে খরচ কত হবে..
জানাবেন

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

সারাফাত রাজ বলেছেন: এখনো হিসাব করা হয়ে ওঠেনি। তবে ১৯ দিনে মোটামুটি ২২/ ২৩ হাজার টাকা লেগেছিলো। আমি একা গিয়েছিলাম বলে আমার খরচ বেশি লেগেছিলো, কারণ হোটেলে দুজন থাকলেও যে ভাড়া একজন থাকলেও সেই একই ভাড়া। আমি একা থেকেই দুজনের ভাড়া দিয়েছিলাম। হা হা


তবে ভাই আমি কিন্তু একজন বাজেট ট্রাভেলার, আমি চেষ্টা করি কতো কমে কিভাবে ঘোরা যায়। আমার ভ্রমণের ধরণ আপনাদের অনেকের পছন্দ নাও হতে পারে।

১২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১:৫০

জয়দীপ রায় বলেছেন: ছবিগুলো অসাধারণ। বর্ণনাও খুব সুন্দর।
আপনার মত আমিও একজন বাজেট ট্রাভেলার। বছরে ২/৩ বেরিয়ে পড়ি। আমি এই পথে রোটাং পাস অবধি গিয়েছি , তার পরে আর যাবার সুযোগ হয়নি , আপনার লেখা আমার যাবার ইচ্ছা কে দিগুণ করে দিল। এক নিশ্বাসে ১৭ টি পর্ব পড়ে ফেললাম। আর বাকি পর্বগুলির জন্য অপেক্ষায় রইলাম।

আর নিশ্বাস এর ব্যাপারে বলি সাথে মুঠো খানেক ডেলা কর্পুর সঙ্গে রাখতে পারেন , যখন উচ্চতার জন্য নিশ্বাস নিতে অসুবিধা হবে তখন এটি নাকের কাছে ধরলে ততক্ষনাৎ আরাম পাবেন।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

সারাফাত রাজ বলেছেন: অনেক ধন্যবাদ।

বছরে ২/৩ বার বেড়িয়ে পড়েন কিভাবে?

আমি কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারিনা। কেমন যেন মরা মানুষের গন্ধ লাগে। আর আমার এই রাস্তায় একেবারেই সমস্যা হয়নি। আসলে আমি খুব পুলকে ছিলাম তো এজন্য।

ভালো থাকবেন সবসময়। আমাদের দেশে ভ্রমনের আমন্ত্রণ থাকলো।

১৩| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩১

শাকিল১৫৪৫ বলেছেন: লেখা শেষ করেন । আর না হলে পরবর্তী রোড প্লান দেন

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

সারাফাত রাজ বলেছেন: হা হা হা। ;)

ভাই এতো অধৈর্য হলে হবে? সব পর্ব তো লেখা শেষ হয়নি। ;)
আর রূট প্ল্যান তো দেয়াই আছে, কলকাতা-- কালকা-- সিমলা-- মানালি-- কিলং-- লেহ-- কারগিল-- শ্রীনগর-- পেহেলগাও--জম্মু-- দিল্লী-- কলকাতা। এটাই আমার রুট প্ল্যান। :P

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রিয়, লাইক, বাকীটুকু বলবনে পরে।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সারাফাত রাজ বলেছেন: পরে কিভাবে বলবেন? নাকি বাসায় দাওয়াত দিবেন?
:P B-) ;)

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

সঞ্জয় নিপু বলেছেন: ভাল লাগল আপনার ভ্রমণ কাহিনী ।
চালিয়ে যান শুভ কামনা রইলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

সারাফাত রাজ বলেছেন: অনেক ধন্যবাদ :) :) :)

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

সুফল_সিএসই বলেছেন: ভাই, অসাধারন লিখেছেন. সুপার ।। অনেক কাজে লাগবে এই পোস্তটা আশা করি.।

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

সারাফাত রাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। B-)

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

মলষ বলেছেন: রাজ ভাই,
প্রথম থেকে মানালি সবমিলিয়ে কত খরচ পড়বে একজনের।আপনার মত মানুষ মনে করেন।

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

সারাফাত রাজ বলেছেন: ১০ এর নীচেই লাগবে আশাকরি।

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

ছোট পথিক বলেছেন: ভাই৷ আপনার এই পোস্ট দেখার পর সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত টানা পড়েছি। প্রতিটা পর্ব পড়ি আর যেন
হারিয়ে যাই আপনার সাথে, আপনার দেখা সেই প্রকৃতির সাথে। আফসোস হচ্ছিলো কেনো আগে আপনার লেখা
গুলো পড়া হয়নি। কখনো সুযোগ হলে আমাকে সাথে নিবেন দয়া করে। আমি শুধু আপনার সাথে পড়ে থাকতে চাই,
আর দেখতে চাই আপনার মত করেই। অসাধারন লেখনী শক্তি, অসাধারন চিন্তা ধারা, অসাধারন দৃষ্টিশক্তি। সব কিছুর
কি অপূর্ব সংমিশ্রন আপনার মধ্যে ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.