নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাজেট ট্রাভেলার।

সারাফাত রাজ

পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে বান্দরবান আর আমি একজন পরিব্রাজক।

সারাফাত রাজ › বিস্তারিত পোস্টঃ

উত্তর ভারতের হিমালয়

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯



২০১৬ সালের অক্টোবর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারত ট্যুরে ছিলাম। ২১ দিনের অধিকাংশ সময়টাই কেটেছে হিমালয়ের সান্নিধ্যে। আমার এবারের ট্যুর ছিলো দেবভূমি খ্যাত উত্তরাখন্ড রাজ্যে। ভারতের উত্তরাখন্ড রাজ্যটি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে গাড়োয়াল বিভাগ আর অন্যটি হচ্ছে কুমায়ুন বিভাগ।আমার ট্যুরটা ছিলো মূলত গাড়োয়াল অংশ কেন্দ্রিক। রুটটা ছিলো,

কলকাতা > হরিদ্বার > জানকিচাট্টি > যমুনাত্রী > উত্তরকাশী > গঙ্গোত্রী > ভুজবাসা > গোমূখ > তপোবন > শ্রীনগর > শোনপ্রয়াগ > কেদারনাথ > চোপতা > তুঙ্গনাথ > চন্দ্রশীলা >
বদ্রীনাথ > হরিদ্বার > সিমলা > দিল্লী > কলকাতা। এই ২১ দিনে বিভিন্ন রকমের বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আমার।

সামুতে এই বিষয়ে একটা সিরিজ লেখা শুরু করেছি। প্রিয় সামু। :-P

এই পাতাটি হচ্ছে সূচিপত্র, অর্থাৎ সবগুলো পর্বের লিঙ্ক এই পাতায় পাওয়া যাবে। যখন যে পর্বটা লেখা হবে তা এখানে এড করে দেয়া হবে। ধারাবাহিকভাবে লেখাগুলো থাকবে। এছাড়া বিবিধ এবং কথোপকথন নামে দুটো আলাদা অধ্যায় থাকবে। এই ভ্রমন চলাকালীন সময়ে টুকটাক বিভিন্ন মানুষের সাথে আমার টুকটাক বিভিন্ন কথাবার্তা হয়েছে, কথোপকথন অধ্যায়ে এগুলো সংযোজিত হবে। ভ্রমণটিতে আমার নিজস্ব কিছু অভিব্যাক্তি আছে, এগুলো ছাড়াও যদি বিশেষ কিছু নিয়ে কখনো কিছু লেখা হয় সেগুলো বিবিধ অধ্যায়ে সংযোজিত হবে।



২০১৫ সালের ভারত ভ্রমণ নিয়েও একটা সিরিজ লিখেছিলাম। সবমিলে সেটা ৩০ পর্ব পর্যন্ত লেখা হয়েছিলো।
কম খরচে আবার ভারত

উত্তর ভারতের হিমালয় নামের এই সিরিজটিও আমি উৎসর্গ করতে বাধ্য হলাম আমার বাবাকে। তার মতো স্নেহপ্রবণ পিতা আমি আমার জীবনে আর কাউকে দেখিনি।


সবগুলো পর্ব
উত্তর ভারতের হিমালয় (পর্ব - সারাংশ)
উত্তর ভারতের হিমালয় (পর্ব - প্রারম্ভিকতা)
উত্তর ভারতের হিমালয় (পর্ব - ১, আধিক্য যশোর রোড)
উত্তর ভারতের হিমালয় (পর্ব - ২, আধিক্য চুঙ্গিওয়ালা)
উত্তর ভারতের হিমালয় (পর্ব - ৩, আধিক্য বনগাঁ লোকাল )




কথোপকথন




বিবিধ
হৃদি ভেসে যায় অলকানন্দা জলে
মন্দাকিনী
মুসলমান! বের হয়ে যাও .... মুসলমান! ক্ষমা করো


ছবিটি যমুনা দেবীর মন্দির থেকে তোলা। ভারতের যমুনা নদী যে কয়টি ঝরনা থেকে উৎপত্তি হয়েছে তার প্রধানতমটিতে দাঁড়িয়ে। জায়গাটা ১০,৭৯৭ ফিট উঁচুতে।

হ্যাপি ট্রাভেলিং। B-)

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সফল ভারত ভ্রমণের জন্য অভিনন্দন। সূচিপত্র হিসাবে পোস্টের ধারনাটি ভালো। আমাদের মতো আম পাঠকদের অনেক সুবিধা হলো।

ধন্যবাদ ভাই সারাফাত রাজ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

সারাফাত রাজ বলেছেন: ভাই, আমার যে কয়েকজন বিশেষ পাঠক আছেন তার মধ্যে আপনি একজন। আপনি মোটেও আম-পাঠকদের মধ্যে পড়েন না।

সূচিপত্র দেবার সুবিধা হচ্ছে খুব সহজেই যে কোন পর্ব খুঁজে পাওয়া যায়। কারণ আমি নিজেই মাঝে মধ্যে তালগোল পাকিয়ে ফেলি।

আশা করি সবগুলো পর্বেই আপনাকে পাশে পাবো।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

রানা আমান বলেছেন: হ্যাপি ট্রাভেলিং।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

সারাফাত রাজ বলেছেন: হা হা
আপনাকেও হ্যাপি ট্রাভেলিং।

খুব তো রেলভ্রমন করলেন দেখলাম।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনি ভাগ্যবান তাই এমন ভাল বাবা পেয়েছেন। তবে সব বাবাই স্নেহপ্রবন । কেউ কম কেউ বেশি।
আপনার বাবার দীর্ঘআয়ু কামনা করছি। আপনার উপর থেকে হিংসেটা আর যাবে না মনে হয়। আপনি অনেক সৌভাগ্যবান।

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

সারাফাত রাজ বলেছেন: ভাই, আপনি আমাকে যে পরিমান হিংসা করা শুরু করেছেন, আমার তো জিভে কামড় খেতে খেতে মরার দশা :-P

হা হা হা হা

ভালো থাকবেন সবসময়।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: এটা ভালো করছেন, কোন পর্ব বাদ পরে গেলে সূচিপত্র দেখে সেগুলো পড়ে নেওয়া যাবে :)

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

সারাফাত রাজ বলেছেন: ভাই, আপনার ছবির এ্যালবামগুলোরও তো একটা সূচীকরণ করতে পারেন। তাহলে আমাদের মতো পাঠক-দর্শক যখন যে বিষয়টা আপনার ছবি থেকে দেখতে চাই সেটা খুব সহজেই পেতে পারি। B-)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

অদৃশ্য বলেছেন:



বেশ...

আপনার বাবাকে সালাম...

আপনার জন্য শুভকামনা...

১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

সারাফাত রাজ বলেছেন:

অনেক ধন্যবাদ ভাইয়া। B-)


আপনার জন্যও শুভকামনা। :)

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯

সারাফাত রাজ বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৭| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

গ্রাম বাংলা এবং গ্রামীণ জীবন বলেছেন: ভাই আমি আপনার সিরিজ লেখা গুলি পড়তে ভিষন পছন্দ করি আশা করি আগের থেকে আরও বড় করে বেশি লিখবেন আর আপনার লেখার অপেক্ষাতে রইলাম

৮| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯

গ্রাম বাংলা এবং গ্রামীণ জীবন বলেছেন: আরও একটা কাথরইল তাহল একটা অংশ লিখবেন বিস্তরিত খরচ এর বর্ণনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.