নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাজেট ট্রাভেলার।

সারাফাত রাজ

পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে বান্দরবান আর আমি একজন পরিব্রাজক।

সারাফাত রাজ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ভ্রমণসঙ্গী ও অন্যান্য

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:২৬



একা ভ্রমণ আমাকে যথেষ্ট পরিমানে স্বাচ্ছন্দ্য দেয়। অন্তত আমার ভ্রমণসঙ্গী যে আমাকে ভ্রমনকালীন সময়ে কোন সমালোচনা করছে না বা আমাকে বিব্রত করার কেউ নেই এই ব্যাপারটাই আমাকে প্রচন্ড পরিমানে স্বস্তি দেয়। তারপরও কিছু কিছু সময় কিছু প্রিয় ভ্রমণসঙ্গী জুটে যায় যাদের সাথে ভ্রমণ করাটা অন্য রকমের ভালোলাগার। প্রিয় ভ্রমণসঙ্গী হিসাবে সবচাইতে এগিয়ে থাকবে আমার মা। এই মানুষটা হয়তো অন্যদের কাছে অদ্ভুত। ছোটবেলায় অন্য মায়েরা যখন তাদের সন্তানদের পড়াশোনা করানো নিয়ে ব্যাস্ত থাকতো আমার মা তখন আমার হাত ধরে নদীর পাড় দিয়ে হেঁটে বেড়াতো। রেলপথ দিয়ে আমরা যে কতো দূর দূর জায়গাতে চলে গিয়েছি। সবচাইতে বেশি যে স্মৃতিটা মনে পড়ে সেটা হচ্ছে পুরো বৈশাখমাসের প্রতিটি বিকেলবেলা আমরা দুজনে কৃষ্ণচূড়া গাছের রক্তলাল ফুলের দিকে হা করে তাকিয়ে আছি। “পারবো না” এই কথাটি আমার মাকে কখনো বলতে শুনিনি। লোকেরা কে কি বলবে এটা নিয়ে মা কখনোই ভ্রুক্ষেপ করেননি।এই মানুষটা ভ্রমণসঙ্গী হিসাবে সবচাইতে অসাধারণ।

কিছু প্রিয় মানুষের সাথে ভ্রমণ নিয়েই এই সিরিজটা। যখনই কোন নূতন পর্ব লেখা হবে তখনই সেটা এখানে সংযুক্ত হবে। (যখনই কোন প্রিয় ভ্রমণসঙ্গী অপ্রিয় হয়ে যাবেন তখনই তাকে নিয়ে লেখাগুলো বিযুক্ত হয়ে যাবে। :-P )

এই সিরিজটি উৎসর্গ করা হলো অসম্ভব বুদ্ধিদীপ্ত একজন মানুষ, যাকে আমি ডাকি ‘‘বুদ্ধি ভাই”। ব্লগে যিনি নিজেকে "গাডডুর বাপ" হিসাবেই পরিচয় দেন। এই মানুষটা এতো সুন্দর সুন্দর মন্তব্য করেন আমার লেখাগুলোতে অথচ ব্লগে তার নিজের লেখাগুলো একেবারেই অখাদ্য পর্যায়ের। বুদ্ধি ভাই, আপনার কাছে ভালো কিছু প্রত্যাশা করি। লেখালেখির প্রতি মনযোগী হন। আশাকরি কোন একদিন আপনার সাথে সরাসরি সাক্ষাতের সৌভাগ্য হবে।

প্রিয় ভ্রমণসঙ্গী ও পুরানো ঢাকা (এক-তৃতীয়াংশ)
প্রিয় ভ্রমণসঙ্গী ও পুরানো ঢাকা (দুই-তৃতীয়াংশ)
প্রিয় ভ্রমণসঙ্গী ও পুরানো ঢাকা (তিন-তৃতীয়াংশ)
দ্যা সিটি অফ জয়
প্রিয় শহর

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: লেখা গুলি সবই পড়া। সময় গেলে আবারও পড়ব।
সামনে আপনার আরও বেশি বেশি ভ্রমান বিষয়ক লেখা পড়ার আশায় রইলাম।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সারাফাত রাজ বলেছেন: আপনি ধৈর্য সহকারে আমার লেখাগুলো পড়ে থাকেন, তারউপর আবার কমেন্ট করে থাকেন। আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। B-)

টুকটাক আরো লেখালেখি করার ইচ্ছা আছে। আশাকরি সবসময়েই আপনাকে পাশে পাবো।

ভালো থাকবেন। শুভকামনা জানবেন। :)

২| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৭

শাহিন-৯৯ বলেছেন: খুবই ভাল লেখেন আপনি।

২৮ শে মে, ২০১৭ সকাল ৮:৪৪

সারাফাত রাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)
শুভকামনা জানবেন। ভালো থাকবেন সবসময়। B-)

৩| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার মা অসাধারণ একজন মানুষ। খুব ইউনিক! অন্য অনেকের চেয়ে আলাদা! তার ব্যাপারে জানতে ভালো লাগছে।
আপনার ও খালাম্মার জন্যে অনেক শুভকামনা রইল।

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:০০

সারাফাত রাজ বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার মতো একজন মহারথীর আমার ব্লগ কুটিরে শুভাগমন নিঃসন্দেহে আমার জন্য প্রেরণাদায়ক। :) আশাকরি ভালো আছেন।

কানাডা নিয়ে আপনার লেখাগুলো খুবই সুখপাঠ্য। B-)

আমার মা আমার কাছে যতোটা মাতৃসুলভ তারচাইতে বেশি বন্ধুসুলভ। :-B
মাঝে মাঝে তার কর্মকাণ্ডগুলো সত্যিই উদ্ভট। /:)

শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। ভালোবাসা জানবেন আপু। :)

৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:২০

জুন বলেছেন: ব্যাতিক্রমী এক মায়ের সাথে সিটি অফ জয় ভ্রমন পড়ে অনির্বচনীয় এক আনন্দ পেলাম সারাফাত রাজ ।
খুবই ভালোলাগলো । ওনাকে সালাম আর আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর ।
+

০৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৫

সারাফাত রাজ বলেছেন: আপু, অনেকদিন পর আপনার পদচারণা পেলাম আমার লেখায়। আপনি তো নেট থেকে বাইরে ছিলেন, তারপরও সময় করে যে আমার লেখাগুলো পড়েছেন সেজন্য কৃতজ্ঞতা।

আপু, আপনি ভালোবাসা জানবেন। আপনার লেখাগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.