নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

জীবন মানে স্বপ্ন

০৫ ই জুন, ২০১৬ রাত ৯:২২

যখন খুব ছোট ছিলাম, ৫ তলায় থাকতাম
আমরা। বয়স মাত্র ৪-৫ বছর।। বাসার
নিচেই ছিলো কিন্ডারগার্টেন স্কুল।
আমার সমবয়সী বাচ্চাদের সেই উপর
থেকে দেখতাম স্কুলে আসতে,,,আর
ভাবতাম আমিও কবে যাবো এই রকম
ভাবে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে। তখন
আমার প্রিয় জায়গা ছিলো এই
বারান্দাটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে
আকাশের উড়ে যাওয়া মেঘ, পাখি আর
প্লেন দেখতাম।। তখন স্বপ্ন ছিলো বড়
হয়ে পাইলট হবো।।। আমার ছোট্ট কালের
প্রথম স্বপ্ন এটা।।। ^_^
এর পর স্কুলে যাওয়া হলো, অল্প অল্প করে
চিন্তার জগৎ, আর কল্পনা দুনিয়া
বাড়লো। কিছুদিন পরই পেলাম হ্যারি
পোটার কে। তার জাদুর দুনিয়ার সাথে
আমার ইচ্ছের দুনিয়াও বদলে গেলো।
এখন যে আমিও জাদুর দুনিয়াতে গিয়ে
হ্যারি হতে চাই।।। জাদু করে সবাইকে
চমকে দিতে চাই।।। ছোট মানুষ আমি,
তখন কি আর বুঝি নাকি এটা বাস্তবে
সম্ভব না! আর স্বপ্ন দেখতে তো দোষ
নেই, তা সে সম্ভব হোক আর অসম্ভব।।।
বড় দুই বোনের সুবাদে গল্পের বই পড়ার খুব
ভালো অভ্যাস হয়ে ছিলো,,, ছোট
বেলাতেই যখন চতুর্থ-পঞ্চম শ্রেণীতে
পড়ি রবীন্দ্র, বিভূতিভূষণ, শরৎ, হূমায়ন
পড়া হয়েছে।। আর যখন ষষ্ঠ শ্রেণিতে
পড়ি, তখন পেলাম কিশোর-মুসা-রবিন
কে। এদের চিনে না, এমন বাচ্চা খুব কমই
আছে। আর যারা এদের চিনে না,
তাদের জন্য বিশাল এক দীর্ঘশ্বাস। তো
এদের পেয়ে আমার জীবনে এসে
গেলো এক বিশাল পরিবর্তন!!!
যেখানেই যাই, শুধু রহস্য খুঁজি!!! আর
খুঁজবো নাই বা কেন??? এখন যে আমি
বিখ্যাত এক গোয়েন্দা হতে চাই।
পাইলট আর হ্যারি তো অনেক হলাম, এখন
সিরিয়াস হওয়ার সময়!!! দেশের আইনের
অবস্থা বেশি ভালো না, একজন
ভালো গোয়েন্দা খুব দরকার!!!(আমি
তখনোই কি দেশ প্রেমিক!!! :D )
গোয়েন্দাই হবো বড় হয়ে। ব্যস, শুরু হয়ে
গেলো জীবনের নতুন স্বপ্ন।।। এই ঝোঁক
ছিলো এসএসসি পর্যন্ত।
এর পর আরো একটু বড় হোলাম :3 যখন বয়স
আঠারো ছুঁই ছুঁই, তখন আমি শুকান্ত!!! সব
বাঁধা পেরিয়ে এগিয়ে যাবো, এমন
ধ্যান জ্ঞান। তখন পড়িলাম প্রেমে!!!
বিজ্ঞানের প্রেমে।।। সেই প্রেম এমনই
প্রেম যে লোক ভাষায় পাগল ভালো
ভাষায় বিজ্ঞানী হবো বলে স্বপ্ন
বুনতে শুরু!!! আর এখনের কথা না হয়
থাকুক।।।
এতো বকবকানির কারন খুব বড় কিছু না।।।
আমরা স্বপ্ন দেখি, খুব ছোট থেকেই
আমরা এটার সাথে পরিচিত হই, এরপর
সময়ের সাথে জীবন বদলায়, আর তার
সাথে সাথে আমাদের স্বপ্ন গুলো।
অনেক বাঁধা আসে, অনেক ঝড়-ঝাপটা
আসে!!! তবুও আমরা সব বাঁধা পেরিয়ে
নতুন করে স্বপ্ন দেখি।।। আর এটাই আসলে
জীবন।।।
কেউ যদি আমাকে বলে জীবন মানে
কি? আমি বলি স্বপ্ন দেখা।।।
তাই কখনোই জীবনের পথচলাতে আমরা
স্বপ্ন দেখা বন্ধ করবো না।।।
কে জানে? কোন সময় আমাদের কোন
স্বপ্নটা সত্যি হয়ে যায়???!!! :)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান প্রিয় কবি। শুভ কামনা।

০৫ ই জুন, ২০১৬ রাত ১১:০১

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। :)
আপনাদের দোয়া একান্ত কাম্য। শুভরাত্রি।

২| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:২৬

টুথব্রাস বলেছেন:





বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহ‍ৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়‍ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।

একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধার‍াই বদলে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুম‍ুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগ‍ালি শুরু করে দিয়েছে।

প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক

০৭ ই জুন, ২০১৬ রাত ১২:০৪

একজন নীলমেঘ বলেছেন: ভাই, ইহা কি ছিলো? :/

৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: দোয়া থাকবে সবসময়।

প্রতিউত্তরের জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.