নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

বদলে যাওয়া ঈদের কথা

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৭

ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

খুব বেশি না, মাত্র ৫-৬ বছর আগেও শেষ রোজার দিন ইফতারির পানি মুখে দিয়েই ছুটে ছাদে গিয়ে দেখতাম চাঁদ উঠেছে কিনা।
চাঁদ দেখলেই বাসার সবাই একসাথে গেয়ে উঠতাম বিখ্যাত সেই গান, ঈদের গান।

টিভি গুলোতেও একসাথে বাজতে থাকতো ঈদের গান। এই গান না শুনলে আর গাইলে ঈদের আমেজটাই যেনো আসতো না।
বিটিভিতে প্রতিদিনের অনুষ্ঠানের সূচি বলতে আশা লোকটাও একটা পাঞ্জাবি পড়ে এসে জানিয়ে দিতো কাল ঈদ।

এখনকার সময়ের ছেলে-মেয়ে গুলো এখন আর ছাদে ছুটে যায় না চাঁদ দেখতে। তারা গায় না গলা মিলিয়ে ঈদের গান। হয়তো অনেকে জানেই না এই সুন্দর ,মিষ্টি গানের লেখক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

কষ্ট হয় ভেবে যে, এরা হয়তো কখনোই পাবে না সেই একসাথে ছাদে গিয়ে চাঁদ দেখার আনন্দ। পাবেনা একি সুরে গান গাওয়ার আনন্দ। তাদের বড়োই দুর্ভাগা মনে হয় আমার কাছে। তাদের জীবনটা কৃত্তিমতায় ভরপুর। তারা সত্যিকারের অনেক আনন্দ থেকেই দূরে।

পরিশেষেঃ আজ বিটিভিতে ঈদের গানের নতুন ভার্সন দেখে খুবই কষ্ট পেলাম, সেই মধুর গানটিকে এরা কি বানিয়েছে!!! কোথায় সেই পুরোনো মধুর সুর, যা শুনলেই ঈদের আনন্দ শুরু হয়ে যেতো, আর কোথায় এই মিউজিকে ভরপুর কৃত্তিম গান।

সবই বদলে যায়, মানুষ ও বদলে যায়। শুধু বদলায় না কিছু নিয়ম। ঈদ আসবে যাবে, আবার আসবে। এটাই নিয়ম। শুধু বদলে যাবে ঈদ পালনের ধরনের। :)

সবাইকে ঈদের শুভেচ্ছা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৩২

অপু দ্যা গ্রেট বলেছেন: ঈদ মোবারক

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

একজন নীলমেঘ বলেছেন: ঈদ মোবারাক ^_^

২| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০০

কালনী নদী বলেছেন: তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঈদ মোবারক :) :) :)

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৮

একজন নীলমেঘ বলেছেন: আহহহ, এখন পর্যন্ত এই গানটাই শুধু আমাকে ঈদের আনন্দ দেয় ভাইয়া। ঈদ মোবারাক। ^_^

৩| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমরা শেষ রোজার দিনে আছরের নামাজের পর আমাদের পুকুরের পশ্চিম কাচার ঢালুতে সবাই একত্রিত হতাম ঈদের চাঁদ দেখতে আর আনন্দ করতাম (আজ থেকে ৪৫ বছর আগে)।

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৯

একজন নীলমেঘ বলেছেন: ওয়াও, দারুন!!! আপনার ছেলে-মেয়ে, নাতি-নাতনি কি এই আনন্দটা পেয়েছে? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.