নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

অলস মস্তিষ্কের ভাবনা, এবং একজন!!!

২৪ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৩৩

মাঝে মাঝে একাকিত্ব কে খুব শত্রু মনে হয়। অনেক হতাশ লাগে নিজেকে।
তখন একটু আশ্রয় পেতে ইচ্ছে করে, ইচ্ছে করে কারো আচল কিংবা ওড়না এর নিচে একটু ঠাঁই পেতে।
যখন খুব কষ্ট হয়, তখন তার কাঁধে মাথা রেখে তার পরম আদরের হাতের স্পর্শ পেতে ইচ্ছে করে।।।

ইচ্ছে করে কোন এক বৃষ্টির দিনে নীল পাঞ্জাবি আর তার পরনে নীল শাড়িটা পরে দূরের পথে হেটে যেতে।
খুব ইচ্ছে করে, ব্যস্ততার সময়ে কেউ একজন এসে বলবে, 'অনেক হয়েছে এবার চলো বিশ্রাম নেবে'।
কখনো কখনো ফুল আর চকলেটের বায়না ধরবে, আর না নিয়ে গেলে ভীষণ রাগ করবে।।

যখন কান্না পাবে, তখন কারো কাছে গিয়ে কান্না করতে খুব ইচ্ছে করে!!! জানোতো ছেলেদের সবার সামনে কাঁদতে নেই, তবুও তাদের যে কান্নার জন্য হলেও একজন মানুষের ভীষণ দরকার, যে তার সকল কান্না মুছে দিয়ে সামনে এগিয়ে যেতে প্রেরণা দিবে।

আমারো ইচ্ছে করে পড়ার ফাঁকে খুন-শুটিতে মাততে। কিন্তু কার সাথে করবো? তুমি যে আমার পাশে নেই।।।

ইচ্ছে করে বাদলা মাসের প্রথম কদম ফুল একজন কে দিতে! যে সেই ফুল পেয়ে বাচ্চাদের মতো খুশি হয়ে যাবে।।।

এই তোমাকে এখনো আগের মতোই মিস করি। হয়তো আগের থেকেও বেশি!!!

যখন আশেপাশের মানুষ গুলোর ভালোবাসা দেখি, তখন ভাবি আমার ভালোবাসার কাছে তাদের ভালোবাসা বড়োই নগণ্য,,, তবুও তাদের ভালোবাসা এগিয়ে!!! কারন তাদের একজন মানুষ আছে, কিন্তু আমার সেই তুমি মানুষটি নেই।।।

তাই যখন রাস্তা দিয়ে হেটে যাই, তাদের দেখে একটু অভিনয়ের হাসি হেসে যাই। ভালো আছির অভিনয় করে যাই।।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.