নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

আঁধার রাতের যোদ্ধা

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৮

কে কাঁদছে এই নিঝুম রাতে!
শুনতে তো চেষ্টা করো।
কার চোখের পানি বৃষ্টির পানি থেকেও ভারী!!!

বাহিরে গিয়ে দেখো,
নাকি ভয় পাচ্ছো!!
তবে কি তুমি আজ মৃত্যুর ভয়ে জরাজীর্ণ!!!

আমি আঁধার রাতের যোদ্ধা,,,
এই তুফান পারবেনা আমাকে থামাতে,
এই রাতের নিঝুম অন্ধকার
পারবেনা আমাকে পিছু ফিরাতে,,
আমি আজ মত্ত,
জয়ের জন্য মত্ত,,
জয়ের নেশায় আত্মাহুতি দিতেও দ্বিধা নেই।।।

জয় ছাড়া কিছুই আমি আজ ভাবছিনা।।।

কারো কান্নাই আমাকে আজ গলাতে পারবেনা,
মৃত্যু আর বিজয় শুধু মাত্র বিভেদ করবে আজ।।

হাতে আজ আমি অস্ত্র নিয়েছি,
কলম নয়,
অস্ত্র আমাকে মৃত্যু চিনিয়েছে
ভালোবাসা নয়।
কলম ভালোবাসার কথা বলে,
কান্নাকে প্রশ্রয় দেয়,
দূর্বল করে দেয়।
আর অস্ত্র!!! শুধু চিনে মৃত্যু আর বিজয়,

হে আঁধার রাতের যোদ্ধা,
আজ কবর দাও তোমার সকল দূর্বলতা আর ভালোবাসাকে।
আপন করে নাও রক্ত আর জয়কে।
তুমি চিনবে শুধু তোমার শত্রুকে।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৫

শায়মা বলেছেন: আঁধারের শূন্যতা আছে, হাহাকার আছে আবার নিজের মত করে ভাববার ক্ষমতাও আছে।

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৭

একজন নীলমেঘ বলেছেন: আঁধারের নিজস্ব রঙ আছে।।। সেটা কালো না।।।
সে রঙের নাম জানিনা।।। :)
ধন্যবাদ আপু এতো সুন্দর কথা বলার জন্য।।। ^_^

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.