নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

আমার মৃত্যু হোক

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪২

আমি চাই আমার মৃত্যু হোক,

সেদিন সন্ধ্যা বাতি জ্বলবে না ঘরে,
আসবেনা কেউ করতে খোঁজ।
দুইটা শিয়াল ডাকবে দূরে,
যেমনটা ডাকে রোজ।।।

আমি চাই আমার মৃত্যু হোক।

দেখবেনা কেউ আমার লাশ,
গাইবে না কেউ শোকের গান,
আসবেনা কেউ জানাজাতে
পড়বেনা কেউ কুরআন।

আমি চাই আমার মৃত্যু হোক।

অন্তত এই খবর পেয়ে
আসবি তুই ছুটে,
কেউ দেখবেনা আসতে তোকে
আমার কবর টাতে।

দিবি কিছু রঙিন ফুল,
আমার বুকে গেঁথে,
পাচ্ছি না ভেবে এ ফুল দিয়ে
করবো আমি কি যে।।।

আমি চাই আমার মৃত্যু হোক।

সকাল বেলাতে পাবি খবর,
আসবি সন্ধ্যারাতে,
জানি এসব মিছে ভাবনা,
চাইবি না তুই ফিরে।

তুই যে দিব্যি আছিস সুখে
অন্য কারো বুকে।।।

তবুও যে আমি চাই
মৃত্যু হোক আমার।।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

নীলপরি বলেছেন: কবিতা ঠিকঠাক লেগেছে । তবে কবির এমন চিন্তা হলে আমাদের কবিতা শোনাবে কে ? :)

শুভকামনা ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

একজন নীলমেঘ বলেছেন: আমিতো আবৃতি করিনা, তাই শোনানো টা আমার কাজ নয়. ;)
আর অবশ্যই মৃত্যুর আগে একরাতে বসে সকল কবিতা লিখে ফেলবো, যেনো আপনাদের কবিতা পড়তে সমস্যা না হয়। :D

সবার শেষে শুভসকাল। :p

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো হয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ। :) শুভ সকাল।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.