নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

সাহায্য পোষ্টঃ পুরানো গল্পের বই থাকলে দয়া করে আমাদেরকে দিন

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০

আমি মনে করি, যারা এই পোষ্টটি পড়ছে, তাদের মধ্যে ৯০ভাগ মানুষের বাসায় বই রয়েছে।
আর আশা করি অবশ্যই এর বেশির ভাগ বই আপনাদের পড়া শেষ। এখন হয়তো ভালোবাসার টানে, স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। কিংবা মাঝে মাঝে সেখান থেকে ২-১টা গল্পের বই নিয়ে পড়েন।
কিন্তু সব বই হয়তো পড়া হয়না আর।

আচ্ছা, আমার প্রশ্ন, গল্পের বইয়ের মূল কাজ কি?
সেটা পড়া, আনন্দ পাওয়া, আর সেখান থেকে কিছু শেখা। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তা হলো স্বপ্ন দেখা, আর এর ফলেই আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়।

কিন্তু, বইটা যখন আপনার বাসায় পরে থাকবে, তখন কি তার যথেষ্ট মূল্যায়ন হচ্ছে???

আমাদের দেশে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যারা বই পড়ার সুযোগ পায় না। পায় না স্বপ্ন দেখার সুযোগ। কিন্তু আমাদের সকলের ছোট ছোট সাহায্য পারে তাদের এই সুযোগ করে দিতে।
পুরাতন বইয়ের নতুন পাঠক তৈরি করার স্লোগান নিয়ে আমরা শুরু করছি "পড়ুয়া উৎসব-২০১৭"।

আপনার ঘরে ফেলে রাখা অনেকগুলো বই থেকে একটি বই দিলেও তা আমাদের জন্য অনেক মূল্যবান।
একবার ভাবুন, আপনি একটি বই দিলে তা একটা স্কুলে লাইব্রেরি তে থাকবে। স্কুলের কয়েকশ বাচ্চা আপনার দেয়া বইটি পড়বে, আবার প্রতি বছর নতুন নতুন বাচ্চা স্কুলে ভর্তি হবে, সেই বাচ্চারাও আপনার দেয়া বইটি পড়বে।

অর্থাৎ আপনার একটি বইয়ের কতগুলো পাঠক তৈরি হচ্ছে!!! ভাবতেই অবাক লাগেনা???

তাই ফেলে না রেখে আপনার পুরাতন গল্পের বই, কমিক্স ইত্যাদি পৌঁছে দিন আমাদের কাছে, আমরা পৌঁছে দেবো বই-বঞ্চিত গ্রামের দরিদ্র শিশুদের কাছে।।।

লক্ষ্য অনেক বড়, ১০,০০০ বই সংগ্রহ করা ও তা দিয়ে ৫০টি লাইব্রেরি করা। আপনাদের সহায়তা ছাড়া তা সম্ভব না। তাই এগিয়ে আসুন সেসকল সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য, যারা বই পড়তে আগ্রহী, কিন্তু পাচ্ছেনা বই পড়ার সুযোগ। আমাদের সম্মেলিত চেষ্টাই পারে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে।

বই দিতে চাইলে বা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
সারোয়ার আহমেদ কিরণঃ 01944912729,
নাজমুল ইসলামঃ 01845855388
রাফসানঃ 01571704910

Event Link: Click This Link

বই সংগ্রহ করা হবে ৩০শে এপ্রিল পর্যন্ত

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯

বিজন রয় বলেছেন: ভাল কাজ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০

বিজন রয় বলেছেন: কিন্তু বই দেব না।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

একজন নীলমেঘ বলেছেন: আপনি না দিতে পারলে, আপনার পরিচিতদের বলেন বই দিতে। আর শেয়ার করুন সবার সাথে

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫

মোশফিকুর রহমান রুমমান বলেছেন: খুলনাতে থাকলে আমি কিছু বই দিতে পারতাম। কিন্তু আমি চাকরী করি আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়াতে। আমার বই সব আছে খুলনাতে।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯

একজন নীলমেঘ বলেছেন: আগামী মাসের মধ্যে কি যাওয়া হবে ভাইয়া? তাহলে খুলনাতে আমাদের ভলান্টিয়ার আছে, তাদের কাছে বই দিয়ে দিতে পারেন। ^_^
শুভ নববর্ষ

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

একজন নীলমেঘ বলেছেন: আপনি না দিতে পারলে, আপনার পরিচিতদের বলেন বই দিতে। আর শেয়ার করুন সবার সাথে

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা উদ্যোগ, চেষ্টা করবো সহযোগিতা করার।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৭

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনাদের সাহায্যই আমাদের এইসব কাজের প্রেরণা। ^_^ শুভ নববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.