নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে আছো তুমি

৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:০১

বেঁচে আছো তুমি, যখন নতুন করে স্বপ্ন দেখতে পারবে তুমি
তখনি বেঁচে আছো তুমি,
মনের মধ্যে যখন কোন আকাঙ্ক্ষা নিয়ে চলছো তুমি,
তখনি বেঁচে আছো তুমি।

পাখির মতো উড়ে বেড়াও, খোলা আকাশ দাপিয়ে চলো,
বাতাসের মতো মুক্ত থাকো, বয়ে চলো আদিগন্ত।
বেঁচে থাকার এইতো সময়।

পানিতে মাছের মতো ভেসে চলছো
তো বেঁচে আছো তুমি,
চিলের মতো দূর দিগন্তে উড়ছো
তো বেঁচে আছো তুমি,
ভয়কে জয় করে, অসাধ্য সাধনে মেতেছো
তো বেঁচে আছো তুমি।

তুমি নির্ভিক, তুমি আত্মবিশ্বাসী, তুমি তারুণ্যের জয়ধ্বনি
চোখে অস্থিরতা নিয়ে চলছো তুমি।
নদীর মতো বয়ে চলেছো স্রোতের সাথে
এর মানেই তুমি বেঁচে আছো।

আমরা সবাই বাঁচতে জানিনা,
আমরা জানিনা কিভাবে বাঁচতে হয়,
আমরা সদা ভয়ে জর্জরিত,
সে ভয় কাটিয়ে উঠেছো তুমি।
তাই তো বেঁচে আছো তুমি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫

কানিজ রিনা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। ^_^

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.