নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় মেঘনীল

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মেঘনীলের প্রতি আমার অসীম ভালোবাসা রয়েছে,
কিন্তু কখনো মেঘনীল কে বলা হয়নি।

মেঘনীল ফুলের মালা গাঁথতে পছন্দ করে,
আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
মেঘনীলের জন্য ফুল তুলে আনি।
মেঘনীল সেই ফুল দিয়ে
মালা গাঁথে।
সেই মালা গুলো সে পাঁচ টাকায়
হাঁটে বেঁচে।
মেঘনীল তিন টাকার আঁচার কেনে
আর দুই টাকার মুড়কি মুড়ি।

একবার মেঘনীলকে বলেছিলাম
আমার ভালোবাসার কথা।
কিন্তু তা সে শুনতে পায়নি,
এরপর তাকে আর কখনি বলিনি
আমার ভালোবাসার কথা।

মেঘনীলের হাসিতে ফুল ফোটে,
একবার তাকে আমার স্বপ্নের কথা বলেছিলাম
বলেছিলাম স্বপ্নে মেঘনীলের সাথে আমার হারিয়ে যাওয়ার কথা!
সেই কথা শুনে মেঘনীল হেসে দিয়েছিলো।
তার হাসিতে তিনটি কৃষ্ণচূড়া ফুটেছিলো।
আমার প্রিয় ফুল কৃষ্ণচূড়া,
ফুলগুলো আমি আমার বালিশের কাছে রেখে দিয়েছি।

একবার আমি ফুল আনতে ভুলে গিয়েছিলাম,
সে জন্য মেঘনীল এক মাস দুই দিন
আমার সাথে কথা বলেনি।
এরপর রোজ মেঘনীলের জন্য ফুল নিয়ে যেতাম।
কিন্তু মেঘনীল আর মালা গাঁথেনি।
সেই ফুলগুলো সেভাবেই আছে,
একটি ফুলও নষ্ট হয়নি!!!

মেঘনীল যেদিন চলে যাচ্ছিলো
সেদিন সে শুধু বলেছিলো,
আমার জন্য প্রতিদিন ফুল এনো!!
আমি তার চোখের কোণে সেদিন পানি দেখেছিলাম!
তার চোখের পানিতে সেদিন বৃষ্টি হয়েছিল!!!
সে বৃষ্টিতে আমি ভিজেছি।

মেঘনীলের চলে যাবার দিন আমি বলতে পারিনি,
বলতে পারিনি যে,
মেঘনীল, আমার ভালোবাসায় তুমি!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:১১

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার কথায় শত দুঃখ ধুয়ে দিন! কবিতাটি বেশ ভাল লাগল!

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫৯

একজন নীলমেঘ বলেছেন: ধুয়ে তো দিচ্ছি, কিন্তু দাগ রয়ে যাচ্ছে। ^_^
ধন্যবাদ আপনার ভালোলাগার মন্তব্যের জন্য। সুন্দর স্বপ্ন দেখুন, শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.