নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণ জানবে না

২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩১



তোমায় নিয়ে কবিতা লিখতে বসি স্বর্ণ
আমি জানিনা স্বর্ণ কে!
শুধু জানি স্বর্ণ এক মোহের নাম
তাকে আমি দেখিনি, শুনিনি, জানিনি
শুধু তার মোহতে দিশেহারা হয়েছি।

স্বর্ণ কবিতা ভালোবাসে,
তার জন্য আমি লিখতে লিখতে
পুরো আকাশ ভরে ফেলি!!!
আমার লেখায় নীল আকাশে
মেঘ জমে কালো হয়ে যায়, বৃষ্টি ঝড়ে,
সে বৃষ্টিতে স্বর্ণ ভিজে ভিজে আর বাচ্চাদের মত হাসে।
তার হাসিতে আমি হারিয়ে যাই।

স্বর্ণর হাসিও আমি দেখিনি
একবার আমি তাকে বলেছি
তার হাসির সুর
পৃথিবীর সব সুরকে হার মানাবে!!!
স্বর্ণ বিশ্বাস করেনি, শব্দ করে হেসেছিল।
সে হাসির সেনেরয়েড বাতাসে ভাসে
আমি তার হাসির সুর শুনিনি
শুধু অনুভব করেছি।

স্বর্ণ আমার কাছে কবিতা শুনতে চেয়েছে
আমি তাকে শুনাতে পারিনি
সে আমাকে কখনো বলেনি
তাকে নিয়ে কবিতা লিখতে!!!
কিন্তু সে আমার হাজারটি কবিতার জন্ম দিয়েছে!!!
তবুও তাকে আমি কবিতা শুনাইনি
হয়তো একদিন শুনিয়ে দিব!!!

তার বোঁচা নাক নিয়ে আমার দীর্ঘ কবিতাটা।
সেই একদিন কবে আসবে আমি জানিনা
কবি জানে!!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


বেশ।কবিতার জন্মের তবে এই রহস্য। বুঝলাম!

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১১

একজন নীলমেঘ বলেছেন: হা হা হা। সব কিছুর জন্মের রহস্য থাকে। ^_^ কবিতার ও আছে। আর হ্যাঁ সব কিছু বুঝতে নেই।:)

২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিরা কি সব জানে?

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১১

একজন নীলমেঘ বলেছেন: সব না, তবে অনেক কিছুই জানে। :)

৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

ধ্রুবক আলো বলেছেন: স্বর্ণকে কবিতাটা শুনিয়ে দিবেন।

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

একজন নীলমেঘ বলেছেন: দিবো হয়তো একদিন। খুব ভোরে। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.