নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

কিছুই শিখলাম না

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২



দাদা বয়স তো হলো একুশ
এখনোকি শিখলামনা কিছুই!
দাদা লোকে বলে আমি নাকি কিছুই জানিনা!
তবে কি এতোদিনে কিছুই শিখলাম না!!

দাদা যুদ্ধতো অনেক রকমই হয়,
তবে কি সেটা শুধু তরবারি আর বন্দুকেই রয়!!
কলম দিয়ে কি যুদ্ধ করা যায় না!!
না না।
কিছুই তো শিখলাম না।

দাদা শরৎ- সমরেশ তো পড়েছি অনেক!
মাঝে পড়েছি শেক্সপিয়ার দশ-এক,
তবু লোকে বলে নতুন করে পড়তে!!!
ভাবছি!!!
তবে কি নতুন করে শরৎ বাবু লিখিলো মহেশ?
নাকি শেক্সপিয়ার নতুন করে লিখিলো রোমিও জুলিয়েট!!!
না না,,,
দাদা, ওতো জ্ঞান হয়নিকো আমার,
তবে অজ্ঞান ও হয়নি।
শিখার আমার ষোলআনাই বাকী!!!

দাদা, বয়স তো হলো একুশ,
পাক ও ধরেছে কেশ।
তবে লিখতে শিখিনি আজো আমি,,
ঢং এই জীবন শেষ।

অনেক পাতা লিখে ফেলেছি,
ভাবছি আর কতোই করবো এমন ঢং?
এবার দাদা ক্ষান্ত দিলেম,
না সাজিবো সঙ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

ধীবর চন্দন বলেছেন: কবিতা পড়ে মজা পেলাম।

অট: একুশ বছর বয়সে চুলে পাক ধরে কিভাবে?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০

একজন নীলমেঘ বলেছেন: অতি চিন্তায় চুলের এই দুর্দশা।
পাঠে আনন্দ পাওয়াতে কৃতজ্ঞ। ^_^ শুভরাত্রি

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

রায়হানুল এফ রাজ বলেছেন: সঙ সাজলেই বরং ভালো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫১

একজন নীলমেঘ বলেছেন: সঙ সাজিলে পরে ঢং বলিয়া গণ্য করে ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.