নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে পাওয়া না পাওয়া

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪২



এটা কি তোমার মুখমণ্ডল
যা এই পৃথিবীকে সাজায়
করে তোলে আরো সজীব?
নাকি এটা তোমার সুঘ্রাণ,
যা প্রাণবন্ত করে বাতাসকে
পাগল করে পৃথিবীকে!
এটা হতে পারে তোমার কেশ
যা এই নদীগুলোকে বয়ে চলা শেখায়
পাহাড়ের মাঝে পানিকে পথ দেখায়।

আমি পাথর হয়ে মারা যাই,
তোমার চাহনিতে গাছ হয়ে জন্মাই,
গাছ হয়ে শুকিয়ে যাই,
তোমার স্পর্শে পশু হয়ে জাগি,
পশু হয়ে মারা যাই
তোমার প্রাণ পেয়ে আবার মানুষ হয়ে বাঁচি।

শত সহস্রজন তোমাকে খুঁজে বেড়ায়
কিন্তু কেউ তোমাকে খুঁজে পায়নি
তুমি রয়েছো দৃষ্টির আড়ালে,
দৃশ্যের পেছনে,
তোমায় ভেবে পাখিরা গান গায়,
ময়ূর নাচে,
ঝর্ণার পানি হয় নদী অথবা শরাব।

তোমাকে না পাওয়ার ব্যথা তাদের নেই,
যারা আশিক হয়ে জন্মায়।
তোমাকে তারা পায় এই বাগানে
অথবা শরাবের নদীতে।
(অংশ বিশেষ)

এটা তার জন্য লেখা যে আমাকে বলে কবিতার বই বের করতে, আমি একজন আনাড়ি, তাকে কি করে বুঝাই?
উৎসর্গ করলাম সেই নিশাত তাসনিম কে যে আমার উপর হঠাৎ করেই রেগে যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১

রাসেল উদ্দীন বলেছেন: ভালো লিখেছেন। মনকাড়া টাইপের!!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.