নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণর জন্য অপেক্ষা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৮


কোন এক সময় স্বর্ণ কবিকে বলেছিলো
কবি আমি তোমার কবিতার খাতা হবো
আমায় জুড়ে লিখে যাবে তুমি শত কবিতা,
কবি হেসেছিলো, বলেছিলো
তুমি আমার কবিতার খাতা নও,
আমার কবিতাই তো তুমি।
স্বর্ণ সেদিন বুঝেনি কবি কে,
অথবা কবি'র কবিতাকে।

অনেক দিন পর কবি লিখতে বসেছে,
স্বর্ণ তখন কবি হতে অনেকটা দূরে,
ঠিক যতোটা দূরে হলে দেখা যায় না।
কবি কবিতা লিখতে চেষ্টা করছে,
কিন্তু
"স্বর্ণ, তুমি আমার কে?"
এই একটা লাইন ছাড়া আর কিছুই
লেখা হচ্ছে না কবি'র কলমে।

কবি স্বর্ণকে কখনো দেখেনি
শুধু তাকে অনুভব করেছে,
স্বর্ণ একদিন বলেছিলো,
সে সুরমা রঙের শাড়ি পরে আসবে
কবি অপেক্ষায় ছিলো তার জন্য।
১৩ টি বসন্ত চলে গিয়েছে
কবি তবুও অপেক্ষা করে গিয়েছে
স্বর্ণ আসেনি, তবুও কবি তাকে কল্পনা করেছে।

স্বর্ণ কে?
আমি একবার কবিকে প্রশ্ন করেছি,
কবি হেসেছে শুধু,
কোন উত্তর দেয়নি,
আমি বুঝে নিয়েছি
স্বর্ণ একটি মায়া, একটি মোহ
যা কবি কে বেচে থাকার প্রেরণা দেয়।

আজকাল আমিও অপেক্ষা করি,
কবি'র কবিতার জন্য না,
স্বর্ণের জন্য।
সে বলেছে আসবে।
কবে আসবে?
হয়তো আগামীকাল আসবে।
আগামীকাল কবে, তা আমার জানা নেই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৩

ওমেরা বলেছেন: ভাবলাম কবিতাটা অনেক বড় !! পড়তে গিয়ে দেখলাম ডবল এসেছে ।

আগামী কাল কবে আমারও জানা নেই ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ আমিও খেয়াল করলাম।।।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কবিতাই তো তুমি। :P

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

একজন নীলমেঘ বলেছেন: হুম,,, কবিতা যাকে নিয়ে লেখা সেইতো মূল কবিতা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৪

তারেক_মাহমুদ বলেছেন: আগামীকাল এর অপেক্ষাইতো বেচে থাকা,সুন্দর হয়েছে

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

একজন নীলমেঘ বলেছেন: অপেক্ষা অপেক্ষায় কেটে যায় বেলা। ধন্যবাদ

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: পড়লাম আপনার কবিতা।
আরও ভালো করে লিখতে চেষ্টা করুন। আর একটুও গুছিয়ে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ^_^
চেষ্টা চালিয়ে যাচ্ছি ✌

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.