নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

কেউ কথা রাখেনি-২০১৮

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক ইউটিউবার লাইভে এসে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন এসে ইউটিউবার হওয়া শিখেয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই ইউটিউবার
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।

মামা বাড়ির ভাইরাল ছেলে পাংখু হিরো বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি ভাইরাল বানিয়ে দিবো
তখন দেখবে প্রতিটি ছেলে-মেয়ের পোস্টে
তুমি খেলা করো!
পাংখু হিরো, আমি আর কত বড় হবো?
আমার যখন মাথায় টাক পড়বে,
ভুড়ি ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
ভাইরাল বানাবে?

একটাও কনফেশন্স পাইনি কখনো স্টুলিশ আর সারাহায়
৪-৫টা মেয়েকে নিয়ে দেখিয়ে দেখিয়ে ঘুরেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন রমণা-ধানমন্ডি লেকের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
কত শত ফর্সা রমণীরা
সেলফিতে স্পাউট দিয়ে হেসেছে
আমার ছবির ফ্রেমেও আসেনি কখনো কোন মেয়ে!
বন্ধু আমার কাঁধ ছুঁয়ে বলেছিলো, দেখিস, একদিন আমরাও সেলফি তুলব__
কিন্তু হাতে এখন আমাদের নোকেয়া ১১০০ মডেল,
সেই কনফেশন্স, সেই মেয়েরা, সেই স্পাউট দেয়া সেলফি
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!

DSLR Mark-3 ক্যামেরা দেখিয়ে বরুণা বলেছিল,
যেদিন এমন ক্যামেরা এনে ছবি তুলবে আমার
সেদিন আমার বুকে তোমার জায়গা হবে!
ভালোবাসার জন্য আমি নিজের ঘরে চুরি করেছি
রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছি
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা!
তবু কথা রাখেনি বরুণা, এখন তার সব এডিট করা ছবি
এখন সে যে এক বড় ফটোগ্রাফারের বিবি।

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না! :( :(

অনুপ্রেরণাঃ বন্ধু নির্ণায়ক

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
:P ভালো কবিতা। সুনীল বাবু বেঁচে থাকলে খুব খুশী হতেন।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৬

একজন নীলমেঘ বলেছেন: খুশিতে তিনি আবার মারা যেতেন। :(

২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৯

রোকনুজ্জামান খান বলেছেন: ধারুন কবিতা

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৬

একজন নীলমেঘ বলেছেন: ;) ধইন্যাপাতা

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২

মোস্তফা সোহেল বলেছেন: মজার হয়েছে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৭

একজন নীলমেঘ বলেছেন: লিক কমেন্ট করে আমাকে ভাইরাল বানিয়ে দিন, আরো এমন পোস্ট পেতে। ;)

৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

অনুতপ্ত হৃদয় বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮

একজন নীলমেঘ বলেছেন: সুন্দর আবহাওয়ায় সুন্দর কবিতা। ধন্যবাদ।

৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০২

কথার ফুলঝুরি! বলেছেন: কেউ কথা রাখেনি রিমেক :P দারুন হয়েছে

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮

একজন নীলমেঘ বলেছেন: ইশ একজন ও যদি কথা রাখতো। :(

৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: মোটেও ভালো লাগেনি। বরং বিরক্ত হয়েছি।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৯

একজন নীলমেঘ বলেছেন: দুঃখিত আপনার ভালো না লাগায়।

৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬

স্ব বর্ন বলেছেন: মন্দ নয় ভার্সনটা ঠিক আছে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০

একজন নীলমেঘ বলেছেন: চেষ্টা করেছি ঠিক রাখার। ধন্যবাদ। :)

৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২

স্ব বর্ন বলেছেন: অভিনন্দন আপনাকে,আমি ব্লগে নতুন সময় পেলে আমার ব্লগেও ঘুরে আসবেন।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৪২

একজন নীলমেঘ বলেছেন: অবশ্যই আসবো। ^_^

৯| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

কাইকর বলেছেন: ভাল লাগলো কবিতা পড়ে।

২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ, আবার আসবেন। :)

১০| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৬ শে মে, ২০১৮ সকাল ১১:০০

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ। ;)

১১| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

শায়মা বলেছেন: হা হা

আহালে ভাইয়া!!!! :P

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

একজন নীলমেঘ বলেছেন: দুঃখিত আপু, কিছুদিন বাহিরে ছিলাম, তাই রিপ্লাই দিতে দেরি হলো।
আর, আহালে বলে কি হবে? আজ আমি ভাইরাল নই বলে। :(

১২| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: প্যারোডি ভাল হয়েছে। + +

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ, যদিও প্যারোডি লিখি না, শখের বসে বন্ধুকে স্মরণ করে লেখা।
আবার আসবেন। ^_^

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.