নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং সিদ্ধান্ত - connecting the dots

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫


আপনি এখন যেই পজিশনে আছেন, আপনার কি মনে হয় লাইফে ওই সময়টাতে ওই কাজটা করলে আপনি বর্তমানে আরও ভালো পজিশন পেতেন? একটু উদাহরণ দিয়ে বুঝাই। সফট এক্সপোতে ভারত পে এর কো-ফাউন্ডার আশনির গ্রোভার বলেছিলো তার মনে হচ্ছে সে লাইফের ৯ বছর বিভিন কোম্পানিতে জব করেছে, যা ছিলো সময়ের অপচয়। আমার প্রশ্ন এখানে, সেসময় যদি সেই জবগুলো না করতো, তাহলে কি সে আজকে যে পজিশনে আছে তারচেয়ে ভালো পজিশনে থাকতো? B:-/

আমাদের বর্তমান, আমাদের অতীতের কোন না কোন এক সিদ্ধান্তেরই ফল। আর আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমানের নেয়া সিদ্ধান্তগুলোর উপরেই নির্ভর করবে। এবার সেটা হতে পারে ভালো, কিংবা খারাপ। আপনি বর্তমানে থেকে কখনোই মিলাতে পারবেন না কোনটা করলে আপনি ভবিষ্যৎ এ কোন কিছু পেতে পারেন, আপনাকে শুধু নিজের উপর ভরসা রেখে এগিয়ে যেতে পারবে। তবে যখন আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তখন পেছনে তাকালে দেখতে পারবেন কোন না কোন ভাবে আপনার ছোট ছোট স্টেপগুলো মিলে যাচ্ছে।

আশনির আমেরিকান এক্সপ্রেসে, গ্রোফার্স, কোটাক ইনভেস্টমেন্ট, পিসি জুয়েলার্সের মতো প্রতিষ্ঠানে কাজ করে এসেছে বলেই হয়তো ভারত পে তে তার সেখানকার নলেজ কাজে লাগিয়ে সাকসেসফুল স্টার্টাপ দাঁড়া করাতে পেরেছে, যা সেখানে জব না করলে তা সে পারতো না। হতে পারে সে ওইসময়ে জব না করে অন্য কিছু করলে বর্তমানের চেয়েও বেশি সাকসেসফুল হতে পারতো, কিংবা হয়ে যেতো একজন সাধারন মানুষ। তবে এটুকু হয়তো নিশ্চিত ভাবেই বলা যায়, সে ওই কোম্পানিগুলোতে জব না করে আসলে, বর্তমানের ভারত পে এর ক-ফাউন্ডার আশনির গ্রোভার সে হতে পারতো না।

এইযে সিদ্ধান্ত নেয়া নিয়ে এতো কিছু বলছি, এর মূল কারণ একটিই, আপনি নিজে যদি ভবিষ্যৎ এর রোড ম্যাপ ভেবে সব পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে যান, তবে সেসব যে একদম আপনার পরিকল্পনা মতোই হবে তা নয়। আমাকে অনেকেই বলে থাকে, কেন অনার্স কমপ্লিট করলাম না, কেন এই বিজনেস করতেসি, অনার্স কমপ্লিট করলে এখন বিজনেস আরও ভালো হতো। তবে আমি জানি, যদি আমি সেসময়ে ড্রপআউট না করতাম, তাহলে সেসময়ের সেই সুযোগটা মিস করতাম, যা আমি অনার্স কমপ্লিট করার পরে হয়তো আর পেতাম না, হয়তো কমপ্লিট করার পরে আমি আরও ভালো পজিশনে যেতে পারতাম, ৯-৫টা জব করতাম, তবে বর্তমানের যে মানষিক প্রশান্তি নিজের কোন কিছুর, সেটা হয়তো পাওয়া হতো না। এখন যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন খুব সহজেই প্রতিটা স্টেপ মিলে জানান দেয়, আমার সেসময়ের সিদ্ধান্তই আমার আজকের অবস্থার কারণ। আপনিও পেছনে ফিরে তাকিয়ে দেখেন, আপনি এখন যা করছেন, তা কোন না কোন ভাবে আপনারই কোন এক সিদ্ধান্তের কারণ।

আমি মাঝে মাঝে চিন্তা করি, আমাদের ভাগ্য আসলে একটি নয়, অনেকগুলো, আমি কোন ভাগ্যের পথে হাঁটবো তা আমি ঠিক করি, আর সেই ভাগ্যের ফলাফল উপরের একজন ঠিক করে রেখেছেন। প্রতিটা পথের জন্য আলাদা আলাদা ফলাফল, তবে আমি কোন ফলাফল ভোগ করবো, তা আমার সিদ্ধান্ত। ক্রিকেট খেলা তো দেখেননি এমন মানুষ খুবই কম। চিন্তা করুন শেষ ওভারে দরকার ১৫ রান, আপনার হাতে অপশন আছে ৪-৬টি (১১জন খেলোয়াড়ের মাঝে ৪ জনের ১০ ওভার শেষ আর ৪৯তম ওভার যে করেছে, সে ছাড়া বাকি প্রত্যেকেই শেষ ওভারটা করতে পারবে)। এখন ১০ জনের সবার ক্ষেত্রেই কি ফলাফল একরকম হবে? অবশ্যই না, কোন এক বোলার হয়তো বোলিং করলে ম্যাচটা জিতে যাবে, কোন এক বোলারের ক্ষেত্রে জিততে জিততে হারবে, কোন এক বোলারের ক্ষেত্রে সহজেই জিতে যাবে। আর এই পুরো ঘটনাটাই ঘটবে অধিনায়ক বা কোচের সিদ্ধান্তে। তাহলে বুঝাই যাচ্ছে, খেলা শেষে সবাই ভাববে ইশ এরকম করলেই জিতে যাইতো, ওমন হলেই জিতে যাইতো, তবে সেই ঘটনা না ঘটা পর্যন্ত কোনটা সঠিক কোনটা ভুল তা কিন্তু বের করা সম্ভব নয়।

আমি কখনোই নিজের ভাগ্যকে দোষ দেই না, আমি সবসময়ই মনে করি, এটা আমারই ভুল সিদ্ধান্তের ফল, আর চিন্তা করি, আমার হাতে বর্তমানে কি কি উপায় আছে, যা আমার এই ভুল সিদ্ধান্তকে পরবর্তীতে ভালো ফল পেতে সাহায্য করবে।

মিস্টার জবস ঠিকই বলেছিলো,
"You can’t connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future."

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:১৭

শায়মা বলেছেন: আমি কখনই কোনো কিছুর জন্য আফসোস করি না।

আমার মনে হয় যা হয় বা হচ্ছে তাই হবার ছিলো।

জীবন নিয়ে আমার দুঃখ বা কষ্টও নেই আসলে।

আমি ভাবি বেঁচে আছি আর যা কিছু হচ্ছে এটাই জীবন।

এটাই আনন্দের।

০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:২১

একজন নীলমেঘ বলেছেন: আমাদের জীবন সীমিত, এখানে কি হয়েছে, কি হলো তা নিয়ে হায়-হুতাশের সময় কই? এগিয়ে যেতে হবে, প্রত্যেকের জীবনেই পার্সেপশন আছে, আর সেটার জন্যই বেঁচে থাকা। সেই পার্সেপশনের দিকে এগিয়ে যাওয়া, এই তো।

২| ০১ লা মার্চ, ২০২৩ রাত ৯:৪৫

নতুন বলেছেন: আপনি এখন যেই পজিশনে আছেন, আপনার কি মনে হয় লাইফে ওই সময়টাতে ওই কাজটা করলে আপনি বর্তমানে আরও ভালো পজিশন পেতেন? একটু উদাহরণ দিয়ে বুঝাই। সফট এক্সপোতে ভারত পে এর কো-ফাউন্ডার আশনির গ্রোভার বলেছিলো তার মনে হচ্ছে সে লাইফের ৯ বছর বিভিন কোম্পানিতে জব করেছে, যা ছিলো সময়ের অপচয়। আমার প্রশ্ন এখানে, সেসময় যদি সেই জবগুলো না করতো, তাহলে কি সে আজকে যে পজিশনে আছে তারচেয়ে ভালো পজিশনে থাকতো? B:-/

মানুষ সব সময়েই তার সেরা সিদ্ধান্ত টাই বেছে নেয়।

আমার কাছে তাই অনুশুচনা করা এক রকমের বোকামী মাত্র।

এখন এই মুহুর্তে যদি আপনার সাথে Noam Chomsky অথবা আমার সাথে ১ ঘন্টা আলোচনার সুযোগ আসে তবে আপনি নিশ্চয়ই আমার সাথে আলোচনা করতে আসবেন না।

তাই আগের সিদ্ধান্ত ভুল ছিলো বলে অনুশুচনা করা বোকামী, সেই মুহুর্তে ঐ অপসনটাই তখন সেরা ছিলো তাই সেটা গ্রহন করেছিলো মানুষ। তার চেয়ে ভালো কিছু থাকলে অবশ্যই সেটাই বেছে নিতো।

৩| ০২ রা মার্চ, ২০২৩ রাত ১২:২৩

একজন নীলমেঘ বলেছেন: মানুষ সেরা অপশনটাই পছন্দ করে তা আসলে ঠিক নয়, তার মনে হয় এই সিদ্ধান্তটাই সেরা, কিন্তু সেটা আসলেই সেরা নাকি তা কিন্তু তখনি বলা মুস্কিল। এটা এমন এক Riddle যা আসলে কখনোই সমাধান করার মতো নয়, অনেকটা "শ্রোডিঙ্গারের বিড়ালের" মতো।

৪| ০২ রা মার্চ, ২০২৩ সকাল ১০:১৯

নতুন বলেছেন: একজন নীলমেঘ বলেছেন: মানুষ সেরা অপশনটাই পছন্দ করে তা আসলে ঠিক নয়, তার মনে হয় এই সিদ্ধান্তটাই সেরা, কিন্তু সেটা আসলেই সেরা নাকি তা কিন্তু তখনি বলা মুস্কিল। এটা এমন এক Riddle যা আসলে কখনোই সমাধান করার মতো নয়, অনেকটা "শ্রোডিঙ্গারের বিড়ালের" মতো।

কোন সিদ্ধান্ত আপনার জন্য সেরা সেটার প্রমান আপনি এখনই পাবেন না। কিন্তু বর্তমানে আপনার সব মিলিয়ে যেটা সবচেয়ে সম্ভবনাময়, বাস্তবায়ন করা যাবে সেটাই মানুষ নিয়ে থাকে।

মানুষ যেনে শুনে খারাপ হতে পারে সেটা পছন্দ করবে না। তাই ভবিষ্যতে গিয়ে অনুশচনার কারন আমি দেখি না।

৫| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর একটা লেখা পড়লাম।

০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো কাটুক আপনার প্রতিটি দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.