নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

তবে তাই হোক!

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩



মনের ঘরের গহীন কোণে
তোমার স্মৃতির অতল বনে
সুখগুলো সব খুব গোপনে
আঁকছে ছবি এক স্বপনে!

আগুন যদি লাগাও বনে
দগ্ধ স্মৃতির পোড়া মনে
মৃত্যু হবে ভীষণ ফাঁদে
বনমহুয়ার মাতাল স্বাদে!

হাসবে তুমি খুব গোপনে
হত্যাসুখের দিন যাপনে!
বাঁচব আমি তোমায় ভুলে
মৃত আত্মার লাগাম খুলে।

তোমার হৃদয় বরফ হলে
ভাসব নাহয় শীতল জলে
হৃদমাঝারের জোছনা রাতে
খেলব পাশা নিজের সাথে।




মন্তব্য ৭৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

বনমহুয়া বলেছেন: :P

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

পার্থিব পার্থ বলেছেন: :P

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

বনমহুয়া বলেছেন: বুঝছি ফেসবুক নাই তাই কবিতা আসতেছে।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

পার্থিব পার্থ বলেছেন: ফেসবুক না থাকলে আমার কি?? :P

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

বনমহুয়া বলেছেন:

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

পার্থিব পার্থ বলেছেন: কি পিক দিছ??

সেটাও দেখা যাচ্ছে না!

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

বনমহুয়া বলেছেন: দেখা যাবেনা কেনো? 8-|

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

পার্থিব পার্থ বলেছেন: নেট ঠিক মত কাজ করছে না!

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

বনমহুয়া বলেছেন: পার্থ
তোমায় দিলাম মহুল ফুলের কুঁড়ি
জ্যোস্নারাতের চন্দ্রতারা ফুল
শাল পিয়ালের আকুল করা ঘ্রানে
হঠাৎ সেথা একটি মধুর ভুল।


{ ধাঁধা ধাঁধা। বলো কেনো লিখলাম। (গাধা) জানি পারবেনা।:):) :P }

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

পার্থিব পার্থ বলেছেন: গাধাকে ধাঁধা দাও কেন??

গাধা ভয়ে কোমায় চলে যাবে!!! :P

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

পার্থিব পার্থ বলেছেন: এবার দাও অমাবস্যার চাঁদ
জ্যোস্নারাতে অন্ধকারের স্বাদ!!!

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ ছন্দময় কবিতা । ভাল লেগেছে ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

পার্থিব পার্থ বলেছেন: মহুয়ার কবিতা পড়ে মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়। তাই দুএকটা লিখে ফেলি।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা, পার্থ

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

পার্থিব পার্থ বলেছেন: থ্যাংকস ব্রো..........

৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১২

বনমহুয়া বলেছেন: এবার দাও অমাবস্যার চাঁদ
জ্যোস্নারাতে অন্ধকারের স্বাদ!!!

এত কঠিন কঠিন আবদার?

কেমনে পূরণ করি?

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

পার্থিব পার্থ বলেছেন: সহজ আবদার তুমি পূরণ করবেনা। তাই এমন আবদার করলাম যেন পূরণ না করার অজুহাত পাও!!!

৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

বনমহুয়া বলেছেন: ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬ ০
লেখক বলেছেন: সহজ আবদার তুমি পূরণ করবেনা। তাই এমন আবদার করলাম যেন পূরণ না করার অজুহাত পাও!!!


পার্থ তুমি ভিপিএন চেনো? দেখো সবাই ভিপিএন ভি পি এন করছে।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

পার্থিব পার্থ বলেছেন: মাঝে মাঝে অনেক কিছুই চেনার চেষ্টা করি!!!!

হা হা হা হা...........

১০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

বনমহুয়া বলেছেন: পার্থ বিপীন নাম শুনেছিলাম, বি এন পি ও শুনেছিলাম কিন্তু ভি পি এন কি জিনিশ?

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

পার্থিব পার্থ বলেছেন: ভি পি এন হচ্ছে অনেকটা জনতার ভীড়ে একা থাকার মত ব্যাপার!! যেমন ধর কেউ পাবলিক বাসে জায়গা না পেয়ে নিজের কারে করে চলে গেল!!! এমন আরকি!!!!!!

১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: মাঝে মাঝে অনেক কিছুই চেনার চেষ্টা করি!!!!

হা হা হা হা...........


ভেরী গুড আর তাই তুমি পার্থ দ্যা অনলি ওয়ান।:)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

পার্থিব পার্থ বলেছেন: হা হা হা হা............

ঠিক বলেছ! আমি যাই হই না কেন আমি আমিই!!! :P

১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

বনমহুয়া বলেছেন: ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮ ০
লেখক বলেছেন: ভি পি এন হচ্ছে অনেকটা জনতার ভীড়ে একা থাকার মত ব্যাপার!! যেমন ধর কেউ পাবলিক বাসে জায়গা না পেয়ে নিজের কারে করে চলে গেল!!! এমন আরকি!!!!!!


পার্থ!

আবার মিথ্যা কথা বলছো? X((

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

পার্থিব পার্থ বলেছেন: মিথ্যা বলি নাই কিন্তু!!! রুপক দিয়ে বুঝানোর চেষ্টা করেছি!! :)

তোমাকে মিথ্যা বলতে পারি? :)

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

বনমহুয়া বলেছেন: ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০ ০
লেখক বলেছেন: হা হা হা হা............

ঠিক বলেছ! আমি যাই হই না কেন আমি আমিই!!! :P


হ্যাঁ তুমি তুমিই

দ্যা বেস্ট হিউম্যান বিয়িং ইন দ্যা ওয়ার্ল্ড B-)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

পার্থিব পার্থ বলেছেন: তুমি মাঝেমাঝে খুব ভালো বিদ্রুপ করতে পার!!!

অনেক মজা পাই!!! :)

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

বনমহুয়া বলেছেন: :(

তোমাকে বিদ্রুপ করি? বিদ্রুপ করি ঝাঁটাকে। বিদ্রুপ করি ভীতুকে। কিন্তু তোমাকে করতে পারি? :(

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

পার্থিব পার্থ বলেছেন: তুমি না করলে কে করবে????

আমাকে বিদ্রুপ করার অধিকার তোমার আছে!! যাদের নাই তারা কি বলছে না বলছে তা নিয়ে আমার চিন্তা নাই। আমি কোন কিছুকেই খুব একটা পাত্তা দেইনা!!!

তবে তুমি করলে উপভোগ করি। :)

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

বনমহুয়া বলেছেন: :P


যদি তুমি না এ গান কোনোদিন শোনো
কেউ শোনে কিনা শোনে কি আসে যায়


তাইনা পার্থ?:)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

পার্থিব পার্থ বলেছেন: তুমি না শোনলেও তেমন একটা সমস্যা নেই!!!

কারন আমি কারো কাছেই কিছু চাইনা। আর যাদের খুব বেশী পছন্দ করি তাদের কাছেত প্রশ্নই আসেনা!!

আমি শুধু দেখি আমি কি পারলাম আর কি পারলামনা!! কেউ আমাকে কিছু দিবে এই আশায় আমি কখনো স্বপ্ন দেখিনা!:)

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০

বনমহুয়া বলেছেন: তোমার উপর এই অপারেশন চালানোর সময় আসিয়াছে। X((


২৪. প্রজেক্ট এমকেআলট্রাঃ
এম কে আলট্রা হল এই অপারেশনের কোড নেইম যেখানে ইউএস সরকারের সিক্রেট এজেন্সি সিআইএ এর সাইন্টিফিক ইন্তিলিজেন্স ডিভিশন এই অপারশন টি চালিয়েছিল। এই অপারেশনের মূল বিষয় ছিল কিভাবে মানুষের “মাইন্ড কন্ট্রোল” করা যায়। এই অপারেশনে সাবজেক্ট হিসেবে বেশ কিছু আমেরিকান এবং কানাডিয়ান নাগরিক ব্যবহার করা হয়েছিল তাদের অজান্তেই। এক্সপেরিমেন্ট হিসেবে তাদের এলএসডি প্রয়োগ করা হয়। হিপনোটাইজ করা হয়।


:)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

পার্থিব পার্থ বলেছেন: মানুষের মাইন্ড কন্ট্রোল করা আসলে খুব সোজা। যদি কেউ না জানে আসলেই সে কি করতে চায় এবং কিভাবে চায় তাহলে কিন্তু তাকে খুব সহজেই প্রভাবিত করে ফেলা যায়। ধর তোমার একদিন খুব ইচ্ছে হলো গান গাওয়ার। এখন এই ইচ্ছাটা হচ্ছে একধরনের ক্রিয়া করার ইচ্ছা। এখন যদি কোন বুদ্ধিমান মানুষ যে তোমাকে কন্ট্রোল করতে চায় সে ধর চাইল তুমি যেন গান না কর! তাই সে তোমাকে বলল এই মহুয়া, আমি জানি তুমি গান গাবে। কারন আমি তোমাকে সম্মোহিত করে ফেলেছি। তুমি তখন রাগে গান গাবে না। অর্থাৎ সেই লোকের আসল ইচ্ছাটাই কিন্তু পূরণ করে ফেলবে। তাই যারা বুঝেনা যে তারা কি চায় তারা সবসমই অন্য মানুষের চাওয়া দিয়ে নিয়ন্ত্রিত হয়।

জ্ঞান দেওয়ার সুযোগ পেলে আমি আবার চুপ থাকতে পারিনা! :) রাগ করোনা প্লিজ!! :P

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

বনমহুয়া বলেছেন: X((


আমার গলা শুনে একজন বলছিলো জন্মের সময় মা কি মুখে মধু দেয়নি? সেইটার খোঁটা দিলা না? :(


নয়তো দুনিয়ায় এত কিছু থাকতে আমার গানের একজাম্পল কেনো? :((


তাও গান বন্ধ করানোর? :((

ভাবছো আমি কিছু বুঝিনা?

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

পার্থিব পার্থ বলেছেন: হা হা হা হা হা...........

কে বলেছিল? তাকে আমার কাছে পাঠিয়ে দিও। তাকে একেবারে মৌচাক ভেঙে দেখাব মধু কি জিনিস!!! তবে তাকে আসার আগে অবশ্যই আতর দিয়ে আসতে বলবে!!! ;)

দুনিয়ায় এত কিছু থাকতে গানের একজাম্পল দিলাম কারন তোমার গান শুনে আমি শান্তি পাই। এবং তোমার গান শুনতে খুব ইচ্ছে করছিল! :P

তুমি দেখি আসলেই কিছু বুঝনা :)

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

বনমহুয়া বলেছেন: পার্থ একটু বসের ডাকে উঠেছিলাম । আই থিংক আই মিসড সামথিং। :P

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

পার্থিব পার্থ বলেছেন: কোন সমস্যা নেই। যা কিছু মিস করেছ তা আবার রিপিট হবে!! তুমি ভালো করেই জান সেটা কিভাবে করতে হয়!!! :P

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

বনমহুয়া বলেছেন: :P

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫

পার্থিব পার্থ বলেছেন: :)

২০| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

বনমহুয়া বলেছেন: আই এ্যাম মিসিং রক্তিমভাই। সে কই গেলো আজ? :(

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

পার্থিব পার্থ বলেছেন: রক্তিমভাই মনে হয় একটু বিজি আছেন! ;) তবে আবার চলে আসবে!! :)

২১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: হা হা হা হা হা...........

কে বলেছিল? তাকে আমার কাছে পাঠিয়ে দিও। তাকে একেবারে মৌচাক ভেঙে দেখাব মধু কি জিনিস!!! তবে তাকে আসার আগে অবশ্যই আতর দিয়ে আসতে বলবে!!! ;)

দুনিয়ায় এত কিছু থাকতে গানের একজাম্পল দিলাম কারন তোমার গান শুনে আমি শান্তি পাই। এবং তোমার গান শুনতে খুব ইচ্ছে করছিল! :P

তুমি দেখি আসলেই কিছু বুঝনা :)


:P

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

পার্থিব পার্থ বলেছেন: হা হা হা হা হা................


:P ;)

২২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

বনমহুয়া বলেছেন: বুঝা যায় বহুৎ আনন্দে আছো।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

পার্থিব পার্থ বলেছেন: আমি এমনিতেই অনেক আনন্দে থাকি!!

আর তোমার সাথে যেকোন ভাবে কথা বলা আমার আনন্দ আরো বাড়িয়ে দেয়! :)

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

বনমহুয়া বলেছেন: [link|https://www.youtube.com/watch?v=L_UtsuMVJBIকাটেনা সময় যখন আর কিছুতে]

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

পার্থিব পার্থ বলেছেন: আমার অনেক প্রিয় গান। :)

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

বনমহুয়া বলেছেন: কাটেনা সময় যখন

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

পার্থিব পার্থ বলেছেন: ছেলেবেলার দিন ফেলে এসে, সবাই আমার মত বড় হয়ে যায়!

আসলেই বড় হয়ে গেছি!!!

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

বনমহুয়া বলেছেন: আমিও।:(

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

পার্থিব পার্থ বলেছেন: ব্যাপার না!! চল উপভোগ করি!!

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

বনমহুয়া বলেছেন: https://www.youtube.com/watch?v=1vEWbp7g6nY' target='_blank' > জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

পার্থিব পার্থ বলেছেন: আবার সেই বুড়া!! :P

সুন্দর গান। :)

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

বনমহুয়া বলেছেন: X((

ধ্যাৎ কি হলো এইটা ?

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

পার্থিব পার্থ বলেছেন: কি হলো???

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৭

শায়মা বলেছেন: কবিতাগুলো পড়ে বরুনার কথা মনে পড়লো। :(

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

পার্থিব পার্থ বলেছেন: বরুনা কে? তার সাথে এইসব কবিতার সম্পর্ক কি? কবিতাগুলো পড়েছেন জেনে ভালো লাগলো।

২৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: (কোণে) তোমার হৃদয় বরফ হলে,
ভাসব না হয় শীতল জলে।
হৃদমাঝারের জোছনা রাতে
খেলব পাশা নিজের সাথে।" হুম, তবে তাই হোক ।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৩০| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: ছন্দময় কবিতা।সুন্দর হয়েছে+ :)

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৩১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

বনমহুয়া বলেছেন: পার্থ

তোমার মাতাল করা চৌরাশিয়া বাঁশী
বাঁজলো যখন আমার উপকূলে-
আমি তখন সাঁঝের বেলা রক্তজবার ফুল
বাঁধতেছিলাম আমার উতল চুলে। :(

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

পার্থিব পার্থ বলেছেন: মাতাল সুরে তোমায় ডাকি কাছে!
পৌঁছে কি সুর, তোমার অচিনপুরে?
থেকো তুমি তোমার মত করে
তোমার ছায়া আমার পাশেই আছে! :)

৩২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন: কোবতে ভাল লাগছে কিন্তু!

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

পার্থিব পার্থ বলেছেন: বলেন কি? :)

৩৩| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

বনমহুয়া বলেছেন: পার্থ

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া, কেমন আছো?

কি হয়েছে জানো??? থাক বলবনা!!!! :P

৩৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

বনমহুয়া বলেছেন: কি হয়েছে জানি


আমি বলবো?

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

পার্থিব পার্থ বলেছেন: বলতো দেখি!!!

৩৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

বনমহুয়া বলেছেন: তোমার ছিলো একটা নদী
আমার ছিলো কূল
সেই নদীটার একটি তীরে
কনকচাঁপার ফুল।

তুলতে যেতাম আমরা যখন
অনেক যতন করে
ভালোবাসার নৈবদ্দে
দিতাম তারে ভরে।

সেই নদীটার দুকুল ছেপে
ছিলো ভালোবাসার সাধ
বুঝলো না সে ভুলটি বুঝে
পরিয়ে দিলো বাঁধ।

তবুও তুমি ভালো থেকো
সুখে থেকো নদী
পারলে না হয় ভুলেই যেও
মনেও পড়ে যদি। :(

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

পার্থিব পার্থ বলেছেন: তোমাকে মনে রেখেই ভালো থাকব! তোমাকে মনে পড়া মানেই মন ভালো হয়ে যাওয়া! :)

৩৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

বনমহুয়া বলেছেন: বললাম তো।


এখুনি মেইল চেক করো।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

পার্থিব পার্থ বলেছেন: :)

৩৭| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

বনমহুয়া বলেছেন: ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২ ০
লেখক বলেছেন: তোমাকে মনে রেখেই ভালো থাকব! তোমাকে মনে পড়া মানেই মন ভালো হয়ে যাওয়া! :)

এটা প্রশ্নের উত্তর ছিলো।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

পার্থিব পার্থ বলেছেন: প্রশ্ন এবং উত্তরের মাঝামাঝি কিছু!!!!!!

৩৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

গেম চেঞ্জার বলেছেন: আগেই তো বলেছি এখন আরেকবার রিপিট করতে চাই না। আপনি চালিয়ে যান। অসাধারণ কবিতা লেখার দক্ষতা আপনার। আমার আফসোস! এইরকম কেন পারি না........!!!!!!!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

পার্থিব পার্থ বলেছেন: উৎসাহ পেলাম ভ্রাতা! ধন্যবাদ।

৩৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

সুলতানা রহমান বলেছেন: এখানে কমেন্ট গুলো ই মজার। ফেবু থেকে বের হয়ে বনমহুয়া আর লেখকের দারুণ সব লাইইন।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

পার্থিব পার্থ বলেছেন:
এই আরকি! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.