নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

দিশেহারা সুর কিংবা তোমার আনন্দবিলাস

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩০



বাঁশির সুরে মাতাল তোমার মন
প্রলয় সুরের বিমূর্ত সব ক্ষণ
রাত পোহালেই ভিন্ন তোমার স্বর
বাঁশি হাতে অন্য কারিগর ।

তোমার মনের নদীর তীরে
বংশীবাদক খুঁজে ফিরে
তোমার অতল অভিনয়ের তল
ডুবে মরার আজন্ম সে জল!

তোমার হাসির মৃত্যুবানে
মুগ্ধ চোখের মিথ্যা গানে
বাঁশির সুরে বাদক কাঁদে
তোমার দেওয়া ভ্রমের ফাঁদে।

তোমার দেওয়া মন খারাপের রাতে
সুরগুলো সব দিশেহারা, মরে অপঘাতে!
তুমি তখন অন্যকোথাও, অন্যকোন মনে
ভিন্ন এক বাঁশির সুরে, ভিন্ন ভুবনে।

তোমার চোখে সৃষ্টি হাসে
হৃদয় রেখে ভালোবাসে !
বাঁশির সুরে তোমার চেনা মুখ
চারপাশে আজ মৃত্যু মৃত্যু সুখ!

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৩

বাংলার ফেসবুক বলেছেন: তোমার মনের নদীর তীরে
বংশীবাদক খুঁজে ফিরে
তোমার অতল অভিনয়ের তল
ডুবে মরার আজন্ম সে জল!

অপূর্ব ছন্দের মিল। দারন হয়েছে ছালিয়ে যান । সঙ্গেই পাবেন।

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

পার্থিব পার্থ বলেছেন: আপনার নিক নেমটা মজার!

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

শাওন আকন্দ বলেছেন: অসাধারণ অসাধারণ লিখছেন ।

লিখতে থাকুন, শুভ কামনা রইলো!

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো।

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

কিরমানী লিটন বলেছেন: চমৎকার- মুগ্ধ ভালোলাগা...

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

বনমহুয়া বলেছেন: ভ্রান্তিবিলাসের সামিরার প্রতিশোধ নিলে কবিতায় কবিতায়? :`>

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

পার্থিব পার্থ বলেছেন: আমি আম জনতা। ভালো লাগলে ভোট দেই না লাগলে দেইনা। আমাদের ক্ষমতা এই পর্যন্তই! প্রতিশোধ নেওয়া রাজপরিবারের খেলা! সে খেলা বরং তোমরাই খেলে যাও!! ;) :P

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

মাহবুবুল আজাদ বলেছেন: অনন্য সাধারন

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

আরণ্যক রাখাল বলেছেন: এতো সুন্দর কবিতা কীভাবে লেখেন, ম্যান?
অসাধারণ! ছন্দময় যন্ত্রণাদগ্ধ কবিতা। অনেক অনেক ভাললাগা :) :) :)

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

পার্থিব পার্থ বলেছেন: সুন্দর কবিতা!!!

ধন্যবাদ ভ্রাতা। :)

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

গেম চেঞ্জার বলেছেন: আপনার মননে শিল্পের প্রাধিক্য আছে। যেকোন লোক কবিতায় মুগ্ধ হবেই। চালিয়ে যান ভাই+++++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। :)

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

পার্থিব পার্থ বলেছেন: :)

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল কবিতাটা:D:D:D

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল কবিতাটা:D:D:D

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

পার্থিব পার্থ বলেছেন: :)

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

বনমহুয়া বলেছেন: পার্থ তুমি কিন্তু প্রমিজ রাখোনি!

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

পার্থিব পার্থ বলেছেন: সখী, প্রমিজ কাহারে কয়!
সেকি কেবলি ধোঁকা ময়!

প্রমিজ রাখব!

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

বনমহুয়া বলেছেন: ধোঁকা?

:(

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

পার্থিব পার্থ বলেছেন: প্রমিজ হচ্ছে একটা তাৎক্ষনিক ইমোশনাল ডিসিশন। তাই প্রয়োজনে সেটা পরিবর্তিত হয়ে যেতেই পারে। মানুষ মাত্রই ধোঁকাবাজ! এ আর নতুন কি!

তোমার খবর ভালো?

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: প্রমিজ হচ্ছে একটা তাৎক্ষনিক ইমোশনাল ডিসিশন। তাই প্রয়োজনে সেটা পরিবর্তিত হয়ে যেতেই পারে। মানুষ মাত্রই ধোঁকাবাজ! এ আর নতুন কি!


তুমি ছাড়া। :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

পার্থিব পার্থ বলেছেন: সদা সত্য কথা বলিবে!!! :P

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

বনমহুয়া বলেছেন: সত্য না তো কি মিথ্য?

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

পার্থিব পার্থ বলেছেন: যদি বলতে আমি ছাড়া মানে তুমি ছাড়া তাহলে সত্য হত! :)

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

বনমহুয়া বলেছেন: পার্থ আমি একজনের ইংলিশ দেখে আজকে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি! =p~

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

পার্থিব পার্থ বলেছেন: হা হা হা

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

রুদ্র জাহেদ বলেছেন: তোমার চোখে সৃষ্টি হাসে
হৃদয় রেখে ভালোবাসে !
বাঁশির সুরে তোমার চেনা মুখ
চারপাশে আজ মৃত্যু মৃত্যু সুখ!

ছন্দে ছন্দে অনন্য অসাধারন কবিতা...
++++++

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.