নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

কিছু কথার মৃত্যুসুখে-

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫




কিছু কথা চাপা ছিল-
বুক পাজরের অন্ধকারে
কিছু কথা সাঁঝের বেলায়
গুমরে ওঠে হাহাকারে!

কিছু কথা বলার মত
কেউ ছিলনা কেউ ছিলনা
কিছু কথা শুনবে বলে
হাত বাড়িয়ে কেউ দিলনা!

তবু এক রাতপ্রহরে
কি যেন এক মোহের ঘোরে
ভ্রমটাকে খুব আপন ভেবে
বলেই দিলাম হৃদয় ফুঁড়ে!

নিজের বলা শব্দগুলো
তীর হয়ে সব ফিরে এলো
নিজের কাছেই শব্দগুলো
আর্তনাদে মরেই গেলো!

কিছু কথার মৃত্যু হলো
হৃদমাঝারে খুব গোপনে
কিছু কথা শুনবে বলে
আসবে মরণ খুব যতনে!




মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

নির্বাসিত কবি বলেছেন: ভাল লেগেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

শায়মা বলেছেন: তোমার কবিতা আমার অনেক ভালো লাগে ভাইয়ু!


আর তাই একটা পুরষ্কার আনছি। :)


২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

পার্থিব পার্থ বলেছেন: পুরষ্কারের জন্য ধন্যবাদ। :)

কিন্তু ঠিক লিংক করতে পারলামনা। মানে অর্থ ধরতে পারিনি। mr. wrong কেন?

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।


+

শায়মাপুর ড্রইং দারুন হইছে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর কবিতা ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৯

কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: অসাধারণ .... শুভ কামনা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: বেশ দুঃখভাবের কবিতা । ছন্দ ভাল লেগেছে ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

বনমহুয়া বলেছেন: সুখ হয়ে ছুঁই দুঃখগুলো
অন্ধকারে জ্বালাই আলো
বুক পাঁজরে জমান ভাষা
গান হয়ে সব যাক ভেসে।

ভালোবাসায় মুড়িয়ে তোরে
খুব যতনে সোহাগ ভরে
আগলে রাখি অবশেষে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

পার্থিব পার্থ বলেছেন: সুখগুলো সব তোমার মত
দুঃখগুলো আমার থাক!
তোমার দেওয়া সুখের মাঝে
দুঃখগুলো নিপাত যাক!

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

বনমহুয়া বলেছেন: দুঃখ গুলো ধুয়ে মুছে
আগুন জ্বেলে পুড়িয়ে দাও
হাতটা ধরো, সামনে চলো
সুখগুলোকে সঙ্গে নাও।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

পার্থিব পার্থ বলেছেন: তোমার হাতে আমার হাত
দুঃখগুলো পুড়ে গেলো
তোমার একটা হাসির কাছে
সুখগুলো সব ফিরে এলো। :)

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

বনমহুয়া বলেছেন: এরা কমেন্ট ডিলিট দিসে কেনো? আমার পোস্টেও দেখছি। ঘটনা কি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

পার্থিব পার্থ বলেছেন: এরা নাকি আজেবাজে কথা বলেছিল। অনেককেই নাকি বলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.