নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

মাইন্ড ক্যাসেল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭



একদিন মুখোমুখি বৃষ্টিতে
চোখে চোখে বিদ্যুৎ চমকায়
মন্দিরে বাজে মৃদু শঙ্খ
অধরে অধর নামে শঙ্কায়।

গান ছিল হৃদয়ের কণ্ঠে
নৈবদ্যের শাশ্বত ঝংকার
তোমাদের মিলন উৎসবে
কারা দেয় ভাঙনের হুংকার!

প্রভেদের দেয়ালে দেয়ালে
সে সময় চলে গেছে ধ্বংসে
সেদিনের লাল ভ্যালেন্টাই্ন
নীল হয়ে আজ তাই দংশে!

স্মৃতিগুলো আছে তবু যতনে
আছো তার রঙ মেখে দৃষ্টিতে
মনের গহীন এক ক্যানভাসে
সময়বন্দি সে সময়ের সৃষ্টিতে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

বনমহুয়া বলেছেন: পার্থ। সেই ভ্যালেনটাইন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া, মাঝেমাঝে মনে হয় আমার খুব ক্ষমতা থাকলে ভালো হত। অন্যরকম ক্ষমতা। যেমন অতীতে গিয়ে দুজন মানুষকে মিলিয়ে দেওয়া! তারপর একজনের সুখগুলো দেখে আমি তৃপ্তিতে নেশাগ্রস্থ হয়ে যেতাম। কিন্তু তেমন কোন ক্ষমতা আমার নেই। আসলে আমি একজন ক্ষমতা শুন্য মানুষ যে শূন্যতায় বসে থেকেই সবকিছু ব্যাখ্যা করতে চায়।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

বনমহুয়া বলেছেন: পার্থ তুমি তো অনেক ক্ষমতাবান। অনেক গুণে গুণী। তুমি স্বীকার করো আর নাই করো আমি জানি তো। নিজেকে শূন্য শূন্য বলে কি হবে? তুমি পরিপূর্ণ পূর্ণে পূর্ণ একটাই পার্থ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

পার্থিব পার্থ বলেছেন: মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যেখানে আসলে তাদের নিয়ন্ত্রন থাকেনা। তবে যদি আমার ক্ষমতা থাকত তবে আমি তোমাকে সেই লাল ভ্যালেন্টাইনের দিনগুলোতে নিয়ে যেতাম। তারপর এমন কিছু করতাম যেন কেউ বিভেদের দেয়াল তুলতে না পারত। তুমি তোমার ভালোবাসায় সিক্ত হতে। আমি তোমাকে দেখে.....

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। :)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

বনমহুয়া বলেছেন: ফুল সে হাসিতে হাসিতে ঝরে
জোসনা হাসিয়া মিলায়ে যায়
হাসিতে হাসিতে আলোক সাগরে
আকাশের তারা তিয়াগে কায়।:(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

পার্থিব পার্থ বলেছেন: ভয় পেয়ো না প্রিয়! তোমাকে ভালোবাসা মানে তোমার ভালো চাওয়া।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কাব্যিক ও প্রাঞ্জল। অযুত শুভেচ্ছা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক লাগল। অনেক অনেক ভাল লাগা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.