নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

তোমার স্পর্শময় মায়াজালে

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:২২




হাত বাড়িয়ে ধরা হয়নি বলে
ভেবোনা তোমায় আমি স্পর্শ করিনি।
সন্ন্যাসী বলে প্লেটোনিক দাস বানিয়ে
নিজে থাকবে অধরা কামনায়
আর আমাকে ক্রুশবিদ্ধ করবে
কাছে না আসার ভালো না বাসার
সব নিরাপদ আয়োজনে-এমনটা ভাবলে
তোমায় আজ আমার ভালোবাসার গল্প
শুনতেই হবে- তারপর না হয়
বলে ফেলো অসভ্য কোথাকার!

যদি ভেবে থাকো আমি নির্লিপ্ত সাধক
তবে এটাও জেনে রাখো তুমিই আমার
আরাধনার দেবী-যার গহীনে ডুব দিব
বলে আমার সব ধ্যানমগ্ন অপেক্ষার প্রহর।
এবার নিশ্চয়ই খুব অট্টহাস্য দিয়ে ভাবছো
বোকা সাধক- আমায় কি আর খুঁজে পাবে?
আমি ধরা না দিলে তোমার হজার বছরের
ধ্যান দিয়েও কিছু হবে না বোকা খোকা!
কিন্তু জানো কী? তোমার এমন ভাবনায়
আমার বয়েই গেল! আমিত কবেই শিখে
ফেলেছি কিভাবে মন দিয়ে স্পর্শ করতে হয়।
কি এবার লজ্জা পাচ্ছ খুব? নাকি রাগ হচ্ছে?

একদিন আমার মনের ঘরে তোমাকে নিয়ে আসলাম।
সেখানে খুব ঝড় বৃষ্টির তাণ্ডব চলছিল
তোমাকে আবিষ্কার করব বলে আমি যেন
হাজার বার জন্ম আর মৃত্যুর চক্রে অবশেষে
তোমাকেই আলতো করে কাছে টেনে আনলাম!
তোমার লাজুক চোখে তখন না দেখার ভান
আমার রক্তে হাজার বছরের মধুর সে বান!
তারপর- কিছু মুহূর্তের অলৌকিক সুখে তোমার
ক্যানভাসে আমি এঁকে দিলাম বসন্তের চুম্বন উৎসব।

এবার নাহয় বলেই ফেলো চুপ কর বেয়াদপ!
তোকে আমি মেরেই ফেলব!











মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: সন্ন্যাসী বলে প্লেটোনিক দাস বানিয়ে
নিজে থাকবে অধরা কামনায়
আর আমাকে ক্রুশবিদ্ধ করবে
কাছে না আসার ভালো না বাসার
সব নিরাপদ আয়োজনে-এমনটা ভাবলে
তোমায় আজ আমার ভালোবাসার গল্প
শুনতেই হবে- তারপর না হয়
বলে ফেলো অসভ্য কোথাকার!
অসাধারণ সুন্দর । অনেক অনেক ভাল লাগা রইল।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: তারপর- কিছু মুহূর্তের অলৌকিক সুখে তোমার
ক্যানভাসে আমি এঁকে দিলাম বসন্তের চুম্বন উৎসব।

এটাই কবিতার মুল কথা।

আর
এবার নাহয় বলেই ফেলো চুপ কর বেয়াদপ!
তোকে আমি মেরেই ফেলব!

এই দুই লাইন না দিলেও চলত।

++++

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৩| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮

বনমহুয়া বলেছেন: তুমি তখন স্পর্শে আমার থাকো
আঙ্গুলগুলো হাতের মুঠোর মাঝে,
তোমার কাঁধে আলতো রাখি মাথা
তোমার পরশ আকুল সুধার ভাঁজে।

ডুব দিয়ে যাই তোমার চোখের তারায়
আবেশে হই মগ্ন দিশাহারা
কন্ঠে জড়াই সর্পিনী দুই বাহু
তোমার নিশ্বাস প্রগাঢ় ব্যাকুল করা।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৫

পার্থিব পার্থ বলেছেন: তোমার দিশেহারা লজ্জামখা ভয়ে
আলতো করে ঠোঁটদুটো দেই ছুঁয়ে!
ভয় ফেলে এক স্পর্শ সুখের খেলায়
হারাব আজ আমরা দুজন নিষিদ্ধ এক ভেলায়।


৪| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

বনমহুয়া বলেছেন: কুল হারা সেই অকুল সাগর
তুচ্ছ ভেলায় ভেসে,
কাটবে শতক, সহস্র বছর
তোমায় ভালোবেসে।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৪

পার্থিব পার্থ বলেছেন: ভয় ছেঁড়ে আজ চক্ষু
মেলে আমার পানে দেখো
তোমার সারা অঙ্গে
আমার ভালোবাসা রেখো।

৫| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

বনমহুয়া বলেছেন: তোমার ভালোবাসায়
আমার ভুবন ঘিরে আছে
ভয় করি না কিছুই
যদি মরণ থাকেও পাছে।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৩

পার্থিব পার্থ বলেছেন: তোমাকে কেউ ফুলের টোকা
দিতে আসলেও জেনে রেখো
তার আগেই পৃথিবীকে আমি
মরুভুমি বানিয়ে দেব!

৬| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: তোমাকে কেউ ফুলের টোকা
দিতে আসলেও জেনে রেখো
তার আগেই পৃথিবীকে আমি
মরুভুমি বানিয়ে দেব!


তারপর কি হবে?
তার আর পর নেই?
নেই কোনো ঠিকানা? !:#P

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০

পার্থিব পার্থ বলেছেন: তারপর তুমি আর আমি
আমি আর তুমি!
আবার জন্ম দেব
নতুন প্রানের স্পন্দন! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.