নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

বুঁদ হয়ে থাকি আকণ্ঠ!

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৭



কিছু সময় বরং
তোমার অমৃত শব্দে
মাতাল হয়ে থাকি।
তারপর নাহয় আবার
নেমে যাব ইট কাঠ
পাথরের নিষ্প্রাণ সভ্যতায়।

কিছু সময় নাহয় তোমার
কণ্ঠের মায়াভরা সুরে
বুঁদ হয়ে থাকি আকণ্ঠ!
তারপর আবার হায়েনার
দিকে তাকিয়ে হুঙ্কার
দেব অসীম সাহসে।

তোমার কণ্ঠনালির অতল
গহীনে আজ নাহয়
ডুবেই যাব প্রবল নেশায়!
তারপর সময় আসলে
ওদের বলে দেব
হুঁশিয়ার! সাবধান!

প্রিয়তমা! তোমার মায়াবী
সুরের প্লাবিত উৎসবে আজ
বেঁচে থাকার প্রবল তৃষ্ণা!
সেই শক্তিতে বলীয়ান হয়ে
নাহয় লড়াইয়ের ময়দানে একদিন
মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেব!




মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

তার আর পর নেই… বলেছেন: গান গায় আবার কবিতাও লেখে, তাইতো?

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

পার্থিব পার্থ বলেছেন: তার সবকিছুই গানের মত, কবিতার মত অপাপবিদ্ধ সত্য।

ধন্যবাদ। :)

২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

আমি মিন্টু বলেছেন: ভালো লাগল । :)

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:০০

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:০০

বনমহুয়া বলেছেন: তুমি মৃত্যু মৃত্যু করো কেনো সব সময় পার্থ?:(

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

পার্থিব পার্থ বলেছেন: লড়াই মানেই মৃত্যুর খুব কাছাকাছি থাকা। একদিন ঝাঁপিয়ে পড়তেও পারি। কিন্তু সব কঠিন বাস্তবতায় তোমার কথা আমার মধ্যে বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা তৈরি করবে। :)

৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

বনমহুয়া বলেছেন:

আমার কন্ঠ হতে নিয়ে নাও সুর
নিয়ে নাও সব ভাষা,
তোমার বজ্রকঠিন দৃপ্ত কন্ঠে
গর্জে উঠুক আশা।

প্রিয়তম তুমি হেঁটে যাও বহুদুরে
কন্টক পথ দূর্বার মরুভুমে,
নিশব্দে তোমার রয়ে যাবো কাছাকাছি
আঙ্গুল ছুঁয়ে অদৃশ্যে পাশাাপাশি।

তৃষ্ণা মিটুক আকুল আস্বাদনে
সেই মরুভূম কিংবা মহুল বনে,
পাখিদের গানে কলতান কথকথা
তোমার আমার মিলন বিরহ ব্যাথা।

ভাঙ্গুক শেকল পিন্জর বাঁধা বক্ষে
হোক অবসান তৃষ্ণা আমার চক্ষে।



২৭ শে মার্চ, ২০১৬ রাত ২:১৯

পার্থিব পার্থ বলেছেন: হোক অবসান তৃষ্ণা তোমার চক্ষে
তোমার আমার ভালোবাসার
তৃষ্ণা নদীর মোক্ষে!

মহুল বনের মায়াবী সে ক্ষণ
হোক একবার ঠোঁটে ঠোট রেখে
তোমার আমার ভালোবাসার পণ!

একবার চল ভেঙে ফেলি সব প্রথা
তোমার আমার মিলন ঝড়ে
উড়ে যাক সব বিরহ, বিষাদ ব্যাথা!



৫| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৭

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৬| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: প্রেমময় কবিতায় হুঙ্কার, অসীম সাহস লড়াই এর ময়দান দেখে তো একটু ভুই ভুই লাগছে ভাইয়ু!:(

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

পার্থিব পার্থ বলেছেন: মানুষকে তার এক জীবনে অনেক রকম সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু যখন খুব প্রিয় কারো একটা কিছু নিজের সত্ত্বার সাথে লেগে থাকে তখন অনেক শক্তি পাওয়া যায়। এটা ভয়ের লড়াই কিংবা হুঙ্কার না। ধন্যবাদ আপনাকে। :)

৭| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০২

শায়মা বলেছেন: ঠিক ঠিক তাই তো!!!!!
এতক্ষনে বুঝলাম !!!!!!!!!!:)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ! :)

৮| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো লেগেছে।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৯| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

শায়মা বলেছেন: ভাইয়ু এই আর মহুয়া আপুনির জবিতা মানে জবাব দেখে আমার একটা প্রিয় গানা মনে পড়লো। :)


চক্ষে আমার তৃষ্ণা

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

পার্থিব পার্থ বলেছেন: সুন্দর গান!

১০| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪২

বনমহুয়া বলেছেন: চক্ষে আমার তৃষ্ণা

কি দারুন এক কাব্যিক লাইন। আমার কাজে আসবে।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

পার্থিব পার্থ বলেছেন: কি কাজ?

তুমি এই গানটা আমাকে কবে শুনাবে? :)

১১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: +

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৯

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ :)

১২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

বনমহুয়া বলেছেন: ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

লেখক বলেছেন: কি কাজ?

তুমি এই গানটা আমাকে কবে শুনাবে? :)


আজকে শোনাবো।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৩

পার্থিব পার্থ বলেছেন: যদি বল চক্ষে তোমার তৃষ্ণা!
মহাসাগর কিন্তু মরুভুমি করে ফেলব!

তখন কি হবে? :P

১৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

বনমহুয়া বলেছেন: ওহ আর কি কাজ জানতে চেয়েছো? জানতে পাবে ভেরি সুন।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৫

পার্থিব পার্থ বলেছেন: তোমার কাজ মানেই ইন্টারেস্টিং কিছু। :)

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.