নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্য একজন মানুষ। বোধহয় বিবেকের চেয়ে আবেগ বেশি। তেমন বেশি কিছু করতে চাইনা, শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। এই প্রতিজ্ঞা-ই রইল।।

সাঈদ জামিল

সাঈদ জামিল › বিস্তারিত পোস্টঃ

প্রতারনার নব কৌশল ও করনীয়

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

মোবাইলে প্রতারণার নয়া কৌশল ‘কল
স্পুফিং’ যে কোন ব্যক্তির নাম্বার হুবহু নকল
করে ফোন করা হচ্ছে !!!
মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের
প্রতারণার সঙ্গে মানুষ পরিচিত। এবার নতুন
ধরনের এক প্রতারণার বিষয় ধরা পড়েছে।
এটিকে বলা হচ্ছে ‘স্পুফিং’। একটি
সফটওয়্যারের মাধ্যমে যে কোন ব্যক্তির
মোবাইল নম্বর হুবহু নকল করে কাউকে ফোন
করা যায়। যার মোবাইলে ফোনটি আসছে
তিনি কোনভাবেই বুঝতে পারবেন না
ফোনটি আসল ব্যক্তি করেছেন না ‘স্পুফিং’
করে অন্য কেউ করেছেন। সারা বিশ্বে এটি
ফান সফটওয়্যার হিসেবে পরিচিত; কিন্তু
বাংলাদেশে এই সফওয়্যারটিকে নানা
ধরনের জালিয়াতির কাজে ব্যবহার করা
হচ্ছে।
সম্প্রতি মন্ত্রী, এমপি, সচিব, প্রধানমন্ত্রী
কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ প্রধানসহ
রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মোবাইল
নম্বর ‘স্পুফিং’ করে অর্থাত্ হুবহু একই নম্বর
নকল করে সেখান থেকে কল করে বিভিন্ন
জায়গায় চাঁদাবাজি, বদলির তদবির,
টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের
জালিয়াতি করা হচ্ছে। এ ধরনের ঘটনা
রাষ্ট্রের জন্য বড় হুমকি বলে মনে করেন
প্রযুক্তি বিশেষজ্ঞরা। গত কয়েক মাস ধরে
প্রশাসন তথা সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন
ব্যক্তির মোবাইল নম্বর হুবহু নকল করে
সেখান থেকে কল করে তদবির করা হচ্ছে।
কোথাও নেয়া হয়েছে চাঁদা। চাকরির বদলি
বা নিয়োগের ক্ষেত্রে এ কাজ বেশি করা
হচ্ছে। টেন্ডারবাজি বা ঠিকাদারির
কাজেও নম্বর ‘স্পুফিং’ করা হচ্ছে।
পুলিশের অপরাধ তদন্ত সংস্থা- সিআইডির
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিনহাজুল
ইসলাম সাংবাদিকদের বলেন, যে প্রযুক্তি
ব্যবহার করে এ ধরনের প্রতারণা করা হচ্ছে
তার নাম ‘স্পুফিং’। এটি মূলত একটি মজা
করার (ফান সফটওয়্যার) প্রযুক্তি। সারা
বিশ্বে সাধারণত বন্ধু-বান্ধব বা
প্রিয়জনকে আচমকা ভড়কে দিয়ে স্রেফ
মজা করার জন্যই এটি ব্যবহূত হয়ে থাকে;
কিন্তু বাংলাদেশে প্রতারক চক্র এটিকে
প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার
করছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের
অস্বাভাবিক ফোনকল এলে প্রথমত বিচলতি
না হয়ে স্বাভাবিক থাকতে হবে। এরপর
কলটি শেষ করে ওই নম্বরে কল করে বিষয়টি
যাচাই করে নিতে হবে। অথবা কল কেটে
দিয়ে কল ব্যাক করতে হবে। তিনি বলেন,
যেহেতু ফোনকলটি প্রযুক্তি সহায়তায় করা
হয় তাই স্বাভাবিকভাবেই ফিরতি কলে ওই
নম্বর বন্ধ পাওয়া যাবে। এরপরই বিষয়টি দ্রুত
পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে জিডিও
করা যেতে পারে।
‘স্পুফিং’ বিষয়টি জানাজানি হওয়ার পর
গত বৃহস্পতিবার সব মোবাইল ফোন
অপারেটরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে
বৈঠক করেছেন বিটিআরসির কর্মকর্তারা।
বিটিআরসির মুখপাত্র প্রতিষ্ঠানটির সচিব
সরওয়ার আলম ইত্তেফাককে বলেন, বিষয়টি
বিটিআরসির নজরে এসেছে। মোবাইল ফোন
অপারেটরদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে
ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগে থেকেই এ
ব্যাপারে বিটিআরসির নির্দেশনা
রয়েছে। সেটি ফলো করতে বলা হয়েছে।
জানা গেছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল
আহমেদের নম্বর ‘স্পুফিং’ করে কয়েকদিন
আগে এক জায়গায় ফোন করে তদবির করা
হয়। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং
তার এপিএসও একই ঘটনার শিকার হন।
তাদের মোবাইল নম্বর ‘স্পুফিং’ করে
করিমগঞ্জের উপজেলা নির্বাহী
কর্মকর্তাকে কল করে বিভিন্ন তদবির করে
একটি চক্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ের
একজন কর্মকর্তাও এ ধরনের প্রতারণার
শিকার হয়েছেন। তিনি বিষয়টি শেরে
বাংলা নগর থানায় জিডি করলে পুলিশ
একজনকে গ্রেফতার করে। গত আগস্ট মাসে
পুলিশের আইজি শহীদুল হকের মোবাইল
নম্বর ‘স্পুফিং’ করে ডিএমপির এক ওসিকে
ফোন করে প্রতারণার মামলার এক
আসামিকে ছাড়িয়ে নেয়া হয়।
রেল সচিব ফিরোজ সালাউদ্দিনের নম্বর
‘স্পুফিং’ করে চট্টগ্রামের একজন রেল
কর্মকর্তার কাছে তদবির করা হয়েছে।
নেত্রকোনার সংসদ সদস্য বেগম রোকেয়া
মোমিন জানিয়েছেন, তার নম্বরও
জালিয়াতি করে এমন ঘটনা ঘটিয়েছে একটি
চক্র। এতে করে বিব্রত হচ্ছেন মন্ত্রী, এমপি
এবং সচিবরা। তারা এর প্রতিকার চেয়ে
চিঠিও দিচ্ছেন।
গত মাসে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য
খন্দকার আবদুল বাতেনের মোবাইল ফোন
নম্বর ‘স্পুফিং’ করে স্থানীয় নাগরপুর ও
দেলদুয়ারের সব ইউপি চেয়ারম্যানকে ফোন
করা হয়। ফোনকারী সবাইকেই অভিন্ন
ভাষায় বলেন, এটি এমপি সাহেবের নম্বর।
তিনি এখন সচিবালয়ে আমার কক্ষে বসা
আছেন। আমি উনার ফোন থেকে
মন্ত্রণালয়ের উপ-সচিব বলছি। আপনার
ইউনিয়ন পরিষদের নামে শিগগিরই গম
বরাদ্দ দেয়া হবে। বেশি বরাদ্দ পেতে হলে
কিছু টাকা বিকাশ করে দেন। এমপির নম্বর
থেকে ফোন পাওয়ার পর প্রায় সব ইউপি
চেয়ারম্যান বিকাশে তাত্ক্ষণিক টাকা
পাঠানোর ব্যবস্থা করেন। কেউ ১০ হাজার,
কেউ আবার ২০ হাজার করে টাকা বিকাশ
করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর
মামলা করা হয় দেলদুয়ার থানায়। তদন্তে
জানা যায় প্রতারণার বিষয়টি।
শুধু ‘স্পুফিং’ নয়, ইন্টারনেট থেকে ফোন
দিয়েও চাঁদা দাবি বা হত্যার হুমকি দেয়া
হচ্ছে। বীকন ইনফোটেক প্রাইভেট
লিমিটেডের এমডি রাজীব দেব গত ৯
সেপ্টেম্বর এই ধরনের অভিযোগে রমনা
থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তাকে ০০০৫৫৫৫০০০০২২২২ নম্বর থেকে ফোন
করা হয়েছে। রাজীব দেবকে ফোন করে তার
ব্যবসায়িক বিষয় উল্লেখ করে জীবননাশের
হুমকি দেয়া হয়। এ ব্যাপারে পুলিশও তদন্তে
নেমে কিছু করতে পারেনি।
একটি মোবাইল ফোন সেবাদানকারী
কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা দাবি
করেন, দেশের মধ্য থেকে ‘স্পুফিং’ করে
প্রতারণা করা সম্ভব নয়। দেশের বাইরে
থেকে কেউ এই কাজ করতে পারেন। ওই
কর্মকর্তা বলেন, এটিকে অনেকে ভুল করে
‘ক্লোনিং’ বলছেন। আসলে ‘ক্লোনিং’
করতে হলে সিমের পুরো তথ্যই চুরি করতে
হয়। এখানে সেটি করা হচ্ছে না। বিদেশ
থেকে একটি সফটওয়্যার ব্যবহার করে ফোন
করা হচ্ছে প্রতারণা করার জন্য। এ
ব্যাপারে কি করা যায় তা নিয়ে নিজেদের
মধ্যে আলোচনা চলছে। বিটিআরসির সঙ্গে
এ ব্যাপারে আলোচনা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে,
টাঙ্গাইলের এমপির ঘটনার সূত্র ধরে তদন্ত
করতে গিয়ে তারা দেখতে পান, ১০ জনের
একটি প্রতারক চক্র দেশব্যাপী এ প্রতারণা
করে চলেছে। যেসব বিকাশ অ্যাকাউন্ট
নম্বর ব্যবহার করে টাকা নেয়া হয়েছে
সেগুলোকেও শনাক্ত করেছে পুলিশ। এখন
পর্যন্ত ১২৬টি বিকাশ অ্যাকাউন্টকে
শনাক্ত করা হয়েছে। যেগুলোর মাধ্যমে এ
চক্রটি প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে
নিয়েছে। পুলিশ জানায়, টাঙ্গাইলের
এমপির মোবাইল নম্বর ও আইজিপির
মোবাইল নম্বর ‘স্পুফিং’ কারী প্রতারকদের
পুরো চক্রটিকে শনাক্ত করা হয়েছে।ii

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিজ্ঞান আশির্বাদ না অভিশাপ তা মূল্যায়নের সময় এসেছে!!
‘স্পুফিং’ এর বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ জরুরী কোন বড়
ধরনের প্রতারণা ঘটার পূর্বেই। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ সাঈদ জামিল শেয়ার করার জন্য।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

আরিফ-ঢাকা বলেছেন: @ নূর মোহাম্মদ নূরু: বিজ্ঞান আশির্বাদ না হইলে কি এই সচেতনতা মুলক পোষ্ট পড়তে পারতা। লেখক কে ধন্যবাদ ‘স্পুফিং’ বিষযে জানানোর জন্য

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

সাঈদ জামিল বলেছেন: ধন্যবাদ সম্মানিত ভাইদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.