নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্য একজন মানুষ। বোধহয় বিবেকের চেয়ে আবেগ বেশি। তেমন বেশি কিছু করতে চাইনা, শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। এই প্রতিজ্ঞা-ই রইল।।

সাঈদ জামিল

সাঈদ জামিল › বিস্তারিত পোস্টঃ

লবন কাহন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

লবণ আমাদের প্রতিদিনের ব্যাবহার্য উপকরণ৷
একটুখানি লবণ খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে৷
সেই লবণ আবার রান্নার বাইরেও অনেকরকম
কাজে লাগে৷ দৈনন্দিন নানা সমস্যা থেকে
আমাদের মুক্ত করতে এক চিমটি লবণই যথেষ্ট৷
জেনে নিন ঠিক কী কী কাজে লবণ হতে
পারে মুশকিল আসানের মন্ত্র৷
১. রান্না করতে গিয়ে আগুনের বা গরম পানির আঁচ
লেগে যায় যখন তখন৷ আক্রান্ত স্থানে সাথে
সাথে লবণ লাগিয়ে নিন। জ্বালা কমে যাবে এবং
ফোসকাও পড়বে না।
২. মাছ কাটতে গিয়ে অনেক সময় হাতে কাঁটা বিঁধে
যায়৷ তীব্র যন্ত্রণায় নাজেহাল অবস্থা হয়। কাঁটা
বিঁধে যাওয়া জায়গায় লবণ ঘষে দিন। অথবা পানিতে
লবণ মিশিয়ে আক্রান্ত স্থান তাতে ডুবিয়ে রাখুন।
ব্যথা থেকে মুক্তি পাবেন৷
৩. দাঁতে ব্যথা হলে রাতে ঘুমানোর আগে দাঁত
ব্রাশ করে এক গ্লাস উষ্ণ গরম পানিতে লবণ
মিশিয়ে মুখে রেখে ফেলে দিন৷ তারপর আর
কিছু মুখে দেবেন না৷ পরপর তিনদিন এরকম
করলে দাঁত ব্যথা অনেকটাই কমে যাবে৷
৪. গলা ব্যথাতেও লবণ পানি সমান উপকারী।
টনসিলের ব্যথা বা ঠাণ্ডাজনিত কারণে গলা ব্যথায় উষ্ণ
গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গলায় কিছুক্ষণ
রেখে ফেলে দিন৷ অনেকটা আরাম পাবেন।
৫. পোকামাকড় কামড়ে দিলে আক্রান্ত স্থান
অনেক সময় লাল হয়ে ফুলে যায়। উষ্ণ গরম
পানিতে লবন মিশিয়ে আক্রান্ত স্থানটি ধুয়ে
ফেলুন। জ্বালা বা অস্বস্তি কমে যাবে।
৬. দাঁতের হলদে ভাব সরিয়ে সাদা রঙ ফিরিয়ে
আনতে লবণের সাথে খানিকটা লেবু মিশিয়ে তা
দিয়ে দাঁত মাজুন। তিন দিনের মধ্যেই দাঁতের সাদা
রঙ ফিরতে শুরু করবে।
৭. দাঁতের গোড়ায় ব্যথা করলে বা মাড়ি ফুলে
গেলে লবণ মেশানো পানি তা উপশম করতে
পারে। উষ্ণ গরম পানিতে লবন মিশিয়ে তা কিছুক্ষণ
মুখে ধরে রাখুন। দুই দিন দুই বেলা নিয়মিত
করলেই মাড়ির ব্যথা কমবে।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

ভিটামিন সি বলেছেন: কাইট্যা, ছিইল্ল্যা লবন লাগায়া দিমু; ছিইল্ল্যা, কাইট্যা লবন লাগায়া দিমু কইলাম।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

সাঈদ জামিল বলেছেন: আমিও তাই, ভিটামিন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.