নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব সেবা

ছৈয়দ মোকাররম বারী

মানুষ সৃষ্টির সেরা জিব

ছৈয়দ মোকাররম বারী › বিস্তারিত পোস্টঃ

কঠিন প্রশ্নের, অসাধারন উত্তর – একবার পড়ে দেখুন

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

মজর নামে এক তাওরাত বিশারদ কোন এক সময় হযরত আলীকে বললো,
আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে ইচ্ছুক। হযরত আলী বললেন, ঠিক
আছে, যা ইচ্ছে জিজ্ঞেস করো। সে জিজ্ঞেস করলো; বলুন,
১. সে কোন ব্যক্তি, যার মাও নেই, বাপও নেই?
২. এবং সে কোন মহিলা যার বাপও নেই মাও নেই?
৩. সে কোন ব্যক্তি, যার মা আছে বাপ নেই?
৪. সেটা কোন পাথর, সেটা পশু প্রসব করেছে?
৫. সে কোন মহীলা, যে একইদিনে মাত্র তিন ঘন্টায় সন্তান প্রসব
করেছে?
৬. ওরা কোন দু বন্ধু, যারা কখনো পরষ্পর শত্রু হবেনা?
৭. এবংওরা কোন দু শত্রু, যারা কখনো পরষ্পর বন্ধু হবেনা?
হযরত আলী (রাদি আল্লাহু আনহু) বললেন, তাহলে শোন,
১. সেই পুরুষ, যার মা-বাপ নেই, তিনি হলেন, আদম আলাইহিস সালাম,
২. যে মহিলার মা-বাপ নেই, তিনি হলেন হাওয়া আলায়হিস সালাম;
৩. সেই পুরুষ যার মা আছে বাপ নেই, তিনি হলেন হযরত ঈসা আলায়হিস
সালাম।
৪. পশূ প্রসবকারী পাথর হচ্ছে ,যেটা থেকে হযরত সালেহ আলায়হিস
সালামের উষ্ট্রি জন্ম হয়েছিল;
৫. যে মহিলা তিন ঘন্টার মধ্যে সন্তান প্রসব করেছিলেন; তিনি হলেন
মরিওম আলায়হিম সালাম, যিনি এক ঘন্টার মধ্যে গর্ভধারন করেন, দুই
ধন্টার মধ্যে প্রসব বেদনা বোধ করেন এবং তিন ধন্টার মধ্যে হযরত
ঈসা আলাইহিস সালামের জন্ম হয়।
৬. যে দু’বন্ধু যারা পরষ্পর কখনো শত্রু হবেনা তারা হলো শরীর ও রুহ এবং
৭. যে দু’শত্রু কখনো বন্ধু হবেনা, তারা হলো মৃত্যু এবং জীবন।
মজর উত্তর শূনে বললো, হে আলী, বাস্তবিকই আপনি সঠিক উত্তর
দিয়েছেন। এবং আপনি বাস্তবিকই জ্ঞান শহরের দরজা।[জামেউল মুজেজাত-২৩ পৃষ্ঠা

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

খাড়াবাবা বলেছেন: সুন্দর

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

কামাল - বলেছেন: VALO

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

ধমনী বলেছেন: ৫নম্বরটা ভুয়া মনে হয়।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

হোসেন মালিক বলেছেন: পাথর পশু প্রসব করে? ইয়ার্কি মারেন? এইসব আজগুবি রুপকথা দিয়ে ইসলাম পূর্ণ থাকলে হিন্দু ধর্মের থেকে ডিফারেন্ট কি থাকল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.