নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব সেবা

ছৈয়দ মোকাররম বারী

মানুষ সৃষ্টির সেরা জিব

ছৈয়দ মোকাররম বারী › বিস্তারিত পোস্টঃ

একবার পড়ে দেখুন - আশাকরি ভাল লাগবে

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

একবার নিজের দিকে তাকান-- শরীরের প্রতিটা অঙ্গের কথা চিন্তা করুন। চোখের পাপড়ি দেখে কি মনে হয়..?
শরীরের ওজনের তুলনায় অতি সামান্যয় মনে হবে হবে এর ওজন। এগুলা না থাকলেই কি!! কিন্তু কেটে ফেলে দিয়ে দেখুন তো?? এদিক ওদিক দৌড়াতে থাকবেন। ঘুমাতে পারবেন না, চোখ বন্ধ করতে পারবেন না। দুইহাতের বুড়ো আংগুল গুলো স্কচ টেপ দিয়ে আটকিয়ে রাখুন। --শার্টের বোতাম টুকুও লাগাতে পারবেন না। -- বই, খাতা, কলম, সাইকেল, বাইসাইকেল, খাবার, থালা বাসন, আসবাবপত্র সহ সব কিছু ধরতে কত কস্ট হবে চিন্ত করেছি কখনো? জিহব্বাটা তো মাত্র এক আংগুলের সমান। কেটে ফেলে দেখুন। -- পান্তা ভাত আর চাইনিজ, কাঠাল গাছের পাতা আর শাক সবই আপনার কাছে সমান। ঠিক এইভাবেই আমাদের শরীরের এক একটা অঙ্গ মহান আল্লাহর দেওয়া অশেষ রহমত। যার বিনিময় আদায় করা আমাদের মত মানুষদের পক্ষে কখনোই সম্ভব নয়।
তাই সর্বাবস্তায় একটি কথায় আমাদের মনে রাখা উচিত। আল্লাহ যখন যেভাবেই আমাদের রাখেন #আলহামদুলিল্লাহ
* ছৈয়দ মোকাররম বারী *

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

রায়হান১২৮৪ বলেছেন: তাই সর্বাবস্তায় একটি কথায় আমাদের মনে রাখা উচিত। আল্লাহ যখন যেভাবেই আমাদের রাখেন #আলহামদুলিল্লাহ। ভালো লিখেছেন।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

ছৈয়দ মোকাররম বারী বলেছেন: @রায়হান১২৮৪:- ভাই আপনাকে অশেষ ধন্যবাদ.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.