নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট এর এক উজ্জ্বল নকত্র।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট এর এক উজ্জ্বল নকত্র। আশরাফুল এর প্রতি নির্বাচক কমিটি যে অন্যায় অবিচার করেছে এবং আশরাফুল কে যেভাবে বার বার দল থেকে ছুড়ে ফেলা হয়েছে এই সেঞ্চুরীর মাধ্যমেই আশরাফুল নির্বাচক তথা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিতে পারবে আমিই আশরাফুল।। আমি আশরাফুল এখনো শেষ হয়ে যাইনি।



অনুরোধ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেট দলকে, একজন অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দেবার জন্য।



ধন্যবাদ শাহরিয়ার নাফিজ, ধন্যবাদ মুশফিকুর রহিম।



আশরাফুল আরো উচুতে তোমার ব্যাট দেখতে চাই। সুসময়, দুঃসময় সব সময়ই আমরা তোমার পাশে আছি।

মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

পাগলাগরু বলেছেন: শুরু হয়া গেছে পামপট্টি। আগামী ১০০ ম্যাচ এ ডাক্ মাইরা আশরাফুল তার নাম রাখবে নিশ্চত থাকেন

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

শাহজাহান সাঈফ বলেছেন: আমার মনে হয় আপনে মেইড ইন পাকি????

২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

আবিরে রাঙ্গানো বলেছেন: আশরাফুলের ট্যালেন্টের ব্যপারে কোন সন্দেহ কারো নেই। সমস্যা হলো তার কনসিসটেন্সি নিয়ে। সে মনোযোগ হারিয়ে ফেলে। খুব কঠিন বলে সাহজে খেলে ৪/৬ মারে, আবার খুব সহজ বলে আউট হয়। আশাকরি এমন মনোযোগ দিয়েই খেলবে আর যতদিন আছে। এমন মনোযোগ দিয়ে খেললে ওকে আউট করা কঠিন।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

শাহজাহান সাঈফ বলেছেন: ভাই সুসময় দুঃসময় সবারই আসে, তাই বলে কি কাউকে ছুড়ে ফেলে দিতে হবে? আশরাফুল বড় মানের ক্রিকেটার বলেই চরম অপমান সহ্য করে এবার দলের সাথে যোগ দিয়েছে। যে কি না ২৫ জনের দলই ছিলনা..........।

৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

বেলাল আহমেদ রাসেল বলেছেন: খেলছে খুব সুন্দর, তবে এর কামাই যে সামনে কত ম্যাচে খাবে....

১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

শাহজাহান সাঈফ বলেছেন: সবাই খায় । শুধু আশরাফুল খাইলেই দোষ???? যত দোষ নন্দ ঘোষ!!!

সবার কাছেই তো আশরাফুল সোনার ডিম পাড়া হাসের মত। সোনার ডিম পাড়া বন্ধ করলেই তোমার কাম শেষ এখন জবাই করে মাংশ খাবো!!!!

৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

ছোট গ্রাম বলেছেন: বেলাল আহমেদ রাসেল বলেছেন: খেলছে খুব সুন্দর, তবে এর কামাই যে সামনে কত ম্যাচে খাবে....

৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

ইস্কুল ছাত্র বলেছেন: কন্টিনিটি থাকলে ভাল হতো

১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শাহজাহান সাঈফ বলেছেন: সবাই চেষ্ঠা করে। আশরাফুল ও চেষ্ঠা করে। কিন্তু হয়তো ওর ভাগ্য খারাপা আমরা যতটুকু ওর কাছে চাই হয়তো সবটুকু দিতে পারেনা। কিন্তু অন্যদের তুলনায় খারাপ কিছু তো করছে না।

৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

টানিম বলেছেন: হুম । আশরাফুল

৭| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

আনমনা 007 বলেছেন: Priyank: "When SL batsmen scored tons of runs, we talked how ordinary BD bowling is. And when BD batsmen doing the same, we talking how flat the pitch is. Strange but True !"

৮| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

তাওহীদ বলেছেন: আশরাফুলের ব্যাটে ধারাবাহিকতা চাই, আমাদের ক্রিকেট ঐ পর্যায়ে নাই যে কেউ দিনের পর দিন ডাক মারতে থাকলেও টাইগার টিমে আসন গেঁড়ে বসে থাকবে। পারফর্ম কর টিমে থাকো।

দোয়া করি আশরাফুল ধারাবাহিক হবে...

৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

শিপু ভাই বলেছেন:
বিশ/ত্রিশ ম্যাচ ২/৪ করার পর ১টা সেঞ্চুরি চেয়ে প্রতি ম্যাচে ২০ করে রান করা ভাল।

আশরাফুল বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড ব্যাটসম্যান। এবং সবচাইতে অধারাবাহিক!!!

১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

শাহজাহান সাঈফ বলেছেন: আশরাফুল ও চেষ্ঠা করে। কিন্তু হয়তো ওর ভাগ্য খারাপা আমরা যতটুকু ওর কাছে চাই হয়তো সবটুকু দিতে পারেনা। কিন্তু অন্যদের তুলনায় খারাপ কিছু তো করছে না।

১০| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: oto kichhu bujhina double centuary chai ashrufuler kachhey

১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

শাহজাহান সাঈফ বলেছেন: আগামীকালের জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ আশরাফুল ডাবল সেঞ্চুরী করবে। সাথে মুশফিক ও

১১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ash 186 not out

১২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

চোরাবালি- বলেছেন: *Mushfiqur Rahim (rhb) 150
Mohammad Ashraful (rhb) 186

১৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: bangladesher cricket itihashey dui batsman 150+ awesome

১৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: yallah ar matro 12 ran...ami 3 ta 4 merey debo ash tumakey joy bangla

১৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

আঠারো বছর বয়স বলেছেন: আজকে মাহমুদুল্লাহ যেভাবে আউট হল তার জায়গায় আশরাফুল হলে নেক্সট ম্যাচে বাদ পড়ে যেত। আশরাফুল এর উপর সবসময় কিছু একটা করতেই হবে , নাহলে দল থেকে বাদ এমন চাপ থাকে। সে অনেক সুযোগ পেয়েছে সত্যি কিন্তু প্রতিটা সুযোগের সময়ই এমন চাপ ছিল। আর তাকে সুযোগ দেয়া হয় দয়া করে নয়, ঘরোয়া খেলায় ভাল পারফর্ম করেই সে সুযোগ পায়। এবারতো বিসিএল, বিপিএলে সেন্চুরী করেও টেস্ট দলে জায়গা পায়নি, শাহরিয়ার নাফিসের ইনজুরীর কারণেই আজ দলে থেকে নিজেকে প্রমাণ করতে পারল।

১৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!


অভিনন্দন আশরাফুল এবং রহিমকে!!!

১৭| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

কাউসার রানা বলেছেন: Mohammad Ashraful and Mushfiqur Rahim broke the record for Bangladesh's highest Test partnership, Sri Lanka v Bangladesh, 1st Test, Day 3, Galle, March 10, 2013

রেকর্ড এর দিকে তাকান একবার। আর হ্যাঁ আশরাফুলকে বলবো, ধারাবাহিক হতে।

ধন্যবাদ পোষ্টের জন্য।

১৮| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

তাবন বলেছেন: মাহমুদল্লাহর শটটা দেখে মনে হয়নি উনি দলের সহঅধিনায়ক....কেয়ারলেস ব্যাটিং...এমন নাযে উনি ৫০/৬০ রান করে শটটা খেলেছেন...

১৯| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

এম.ডি জামান বলেছেন: আশরাফুল অনেক ট্যালেন্ট প্লেয়ার কিন্তু ওর ভাগ্যটা খারাপ। মাঝে মাঝে এমন কিছু বলে আউট হয় যেটা দেখলে সত্যিই হাসি পায় যে তার অনেক কম ট্যালেন্ট প্লেয়ার ও ঐ বলে অনায়েসে ৪/৬ মারে। তবে এটা সত্য যে গত কয়েক বছর সে দলে প্রচন্ড চাপের মধ্যে থেকে খেলেছে এবং যাতে তার স্বাভাবিক খেলার ছন্দ পতন হয়েছে।
আর বাঙ্গালীরা যে অনেক বেশি হুযুগে চলি তার আরেকটা উদহারন হল আশরাফুল কে নিয়ে মাতা মাতি।

২০| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই

আমার কদিন আগের লেখাটি দেখুন
Click This Link

২১| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

শাহজাহান সাঈফ বলেছেন: সবাইকে ধন্যবাদ।

২২| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

স্বপনবাজ বলেছেন: সবাই আশরাফুল কে নিয়ে পোষ্ট দিচ্ছে , তাই আমিও কিছু বলতে চাই ! আশরাফুলের রানের ধারাবাহিকতা রক্ষার উপায় আছে , সব দলকে শ্রীলঙ্কার জার্সি পড়ে খেলতে হবে , অথবা যার খেলাই হোক না কেন আশরাফুলকে জানাতে হবে যে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ! এটা করার জন্য প্রযুক্তির সাহায্য নেয়া যেতে পারে অথবা ...কিছু একটা ভাবুন ! আমরা চাই আশরাফুল নিয়মিত রানে থাকুক ! শ্রীলঙ্কার বিপক্ষে তার এভারেজ 50 প্রায় ! 5 টা সেঞ্ছুরী ! আর ক্যারিয়ার পরিসংখ্যান নাই বা বল্লুম !

১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শাহজাহান সাঈফ বলেছেন: ভাই আশরাফুল কে রানের ধারাবাহিকতায় আসার জন্য সব দলকে শ্রীলংকার জার্সি গায়ে দিতে হবে না কিংবা প্রতিপক্ষ শ্রীলংকা ভাবারও দরকার নাই। দরকার শুধু আমাদের ক্রিকেট বোর্ড আর নির্বাচক কমিটির চাপমুক্ত সহযোগিতা। তারা যদি আশরাফুলেরর দুঃসময়ে নিঃস্বার্থ সহযোগীতা করে আশরাফুলকে আশরাফুল এর মত খেলতে দেয় তাহলে আমরা আশরাফুলের কাছ থেকে সেরা খেলাটাই পাবো।

কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড আর নির্বাচক কমিটির ভাব এমন যে, আশরাফুল হয় তুমি রান করবে দল জিতাবে, না হলে দল থেকে বাদ।
অথচ দলের অন্য ক্রিকেটারদের বেলায় ভাব সাব মিথিল যোগ্য।

২৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২

ইকরাম উল হক বলেছেন: খুব খারাপ লাগত যখন আশরাফুলকে কেউ কিছু বলত

২৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

স্বপনবাজ বলেছেন: একমত হতে পারলাম না ! ব্যাখ্যা দিতে চাইনা , শুধু এতটুকু বলি , আশরাফুল বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান অলস , সবচেয়ে অধারাবাহিক , এবং যথেষ্ট সুযোগ পেয়েছে ! বর্তমানের সাকিব, মুশফিক , রিয়াদ, নাসির যাদের শিথিল্য দেখানো হয় সবাই একটু হলেও ধারাবাহিক !
আমরা সবাই চাই আশরাফুল রান করুক !

২৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আশরাফুল শুধু বাংলাদেশ কেন যেহেতু দোষ দিয়ে লেখা নিসন্দেহে এই গ্রহের সবচেয়ে প্রতিভাবান অধারাবাহিক ব্যটসম্যান যার হাতে সব ধরণের মার আছে অন্য যে ব্যটসম্যানের চেয়ে কমপক্ষে ২ টি মার বেশি আছে...এইজন্য শট সিলেকশনে ধরা খেয়ে যায় প্রায়ই.......

২৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

ম েফরদৌস বলেছেন: আশরাফুলের প্রতিভা নিয়ে কোন সময়েই সন্দেহ ছিলনা। কিন্তু ধারাবাহিকতার অভাব তার মধ্যে প্রকট । ৪৮ টেষ্টে তার গড় ২৩ এর সামান্য উপরে। বর্তমানে শুধু ব্যাটসম্যান হিসেবে এতো টেষ্ট খেলে এত কম গড় আর কারো আছে কি? যাই হোক আশা করি এই ইনিংসের মাধ্যমে সে ধারাবাহিকতার প্রতিমুর্তি হয়ে উঠবে; এই আমাদের প্রত্যাশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.