নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

জুন মাসের ৩০ তারিখের মধ্যে কেউ নেপাল ভ্রমণে আগ্রহী আছেন? কিংবা বাইরোডে ইন্ডিয়া ভ্রমন। ট্রাভেল পার্টনার দরকার।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯

ভিসা থাকা সত্বেও ট্রাভেল পার্টনারের অভাবে ভ্রমণ করতে পারছিনা। সামুর কোনো বন্ধু যদি আমার মত সমস্যায় থাকেন, তাহলে যোগাযোগ করতে পারেন ট্রাভেল পার্টনার হয়ে নেপাল ঘুরে আসতে পারি। কেউ যদি যেথে আগ্রহী থাকেন অথচ ভিসার সমস্যা আছে, তাহলে ইন্ডিয়া কিংবা নেপালের ভিসার ব্যাপারে সহযোগিতাও করব। এই মাসের ২৫-৩০ তারিখের মধ্যে নেপাল ভ্রমণের ইচ্ছা আছে। বাইরোড/বাইইয়ার এর ইন্ডিয়া ভ্রমণে আগ্রহী যদি কেউ যেথে চান তাহলে এই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন। [email protected] (কেউ যদি মাগনা যাওয়ার খায়েস থাকে তাহলে দয়া করে বিরক্ত করবেন না)

ধন্যবাদ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৭

দুরন্ত-পথিক বলেছেন: আমি যাইতাম চাই,তয় টাকা নাই।তাই কাল্পনিক ভাবে আপনার সাথে যাব।

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:১৮

তামিম ইবনে আমান বলেছেন: আপনার পোস্টের শেষ লাইন দেখে সবারই আপনার প্রতি একটি আইডিয়া এসে যাবে, আপনি কেমন মানুষ।

ট্রাভেল পার্টনার খারাপ হলে পুরা ট্রাভেলিংটাই মাঠে মারা।

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৩১

শাহজাহান সাঈফ বলেছেন: মিয়া ভাইর কথাটা ভালোভাবে বুঝলাম না। একটু ক্লিয়ার করে বলেন। না হয় আমাকে বলেন, আমি শেষ লাইনটা ক্লিয়ার করে দেই।

বি.দ্র: শেষ লাইনটা না লিখলে মনে হয় আপনে বহুত খুশ হইতেন????

৩| ২১ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৪

শফিউল আলম চৌধূরী বলেছেন: ইচ্ছা ছিল... টাকাও ছিল, কিন্তু লাষ্ট লাইন পড়ে মেজাজ চরম বিগড়াইল। পোষ্ট করার সময় জানেনই যে কেউ না কেউ মজা করবে। কিন্তু কথাটা এমন ভাবে লিখেছেন, যা মেনে নিতে একটু কষ্ট হয়।
আমি ভাই হাসি প্রিয় মানুষ। রাস্তায় আপনার সাথে হাসি ঠাট্টা করতে পারব না, এমন হলেতো ভাই যাব না। :(

২১ শে জুন, ২০১৩ রাত ১১:১০

শাহজাহান সাঈফ বলেছেন: ভাই চাইলে গিরিশচন্দ্রের ব্যাকরণ খুঁজে ভালো ভালো শব্দ চয়ন করতে পারতাম। কিন্তু জানেনই তো!! আমাদের দেশে ভালো কথায় চিড়া ভেজে না।

দিলাম একখান দরকারী পোষ্ট। কিন্তু দেখা গেল আমার মেইলের ইনবক্স ভরে গেছে: ভাই আমি যেথে চাই, কিন্তু পয়সা নাই, সঙ্গে নিবেন নি। কিংবা আরো কতকি।

*** বড় বড় কোম্পানীগুলো যখন কম টাকায় দামী জিনিষ দেয়, তখন দেইখ্যান ছোট করে লাল কালিতে লিখে রাখে "শর্ত প্রযোজ্য"

আমার শেষ লাইনটাও এটার সমান্তরাল।

ধন্যবাদ। কষ্ট করে আর আপনাদের যাওন লাগবো না। ইতিমধ্যেই একটি দল তৈরি করে নিয়েছি।

৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৮

বিভ্রান্ত মানুষ বলেছেন: শফিউল আলম চৌধূরী বলেছেন: ইচ্ছা ছিল... টাকাও ছিল, কিন্তু লাষ্ট লাইন পড়ে মেজাজ চরম বিগড়াইল। পোষ্ট করার সময় জানেনই যে কেউ না কেউ মজা করবে। কিন্তু কথাটা এমন ভাবে লিখেছেন, যা মেনে নিতে একটু কষ্ট হয়।
আমি ভাই হাসি প্রিয় মানুষ। রাস্তায় আপনার সাথে হাসি ঠাট্টা করতে পারব না, এমন হলেতো ভাই যাব না।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

েবনিটগ বলেছেন: ভাই আমি যেথে চাই, কিন্তু পয়সা নাই, সঙ্গে নিবেন নি

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

হাসান মাহমুদ তানভির বলেছেন: এখানে আমার নেপাল ভ্রমণ এর কাহিনী টি পাবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.