নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

উদযাপিত ঈদ মোবারক

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩

জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এ অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নিতে পারিনি। সকাল সাতটা সোয়া সাতটায় শুরু হয়েছিল। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক সাহেবের পরিচালনায় দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। দ্বিতীয় জামাতে ঈদের নামাজ আদায় করলাম। উল্লেখ্য, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিটি ঈদে কমপক্ষে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারও ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হল জাতীয় ঈদগাহ ময়দানে একমাত্র ঈদের জামাত। জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম। আজ আর তেমন কর্মসূচী নেই। একা একা তো আর কর্মসূচী পালন করা যায় না!! পোলাপাইন যেগুলো ছিল, তারা ঈদের আগেই ঢাকা ত্যাগ করছে। ঢাকায় অনুপ্রেবেশকারীদের মধ্যে কেবল আমারই দেশে যাওয়া হয়না। তাই আমাকেই এই কয়দিন ঢাকার প্রতিনিধিত্ব করতে হয়। গত রমজানের ঈদে দেশের বাহিরে ছিলাম বলে ঢাকার ঈদ উপভোগ করতে পারিনি। এবারও নেপাল যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মূহুর্তে এসে প্রোগ্রামটা বাতিল করলাম। অনেকদিন ধরে সিনেমা হলে যাওয়া হয় না, তাই বিকেলবেলা বসুন্ধারায় স্টার সিনেপ্লেক্স এ যাবো। " পূণ্যদৈর্ঘ প্রেম কাহিনী" দেখতে। দিনের আরেকটা কর্মসূচী হল এখন আমি ঘুমাবো। সূতরাং পরবর্তী কয়েক ঘন্টা আমি আর "সামু" তে নাই। সবাইকে উদযাপিত ঈদের শুভেচ্ছা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.