নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

এই ধরণে বিতলামীর তীব্র প্রতিবাদ জানাচ্ছি

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩

আজ রাত (১৮ অক্টোবর শুক্রবার) ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হয় নাটক “মানি ইজ নো প্রবলেম”। পরিচালনা করেছেন মাসুদ সেজান। আজকাল আঞ্চলিক ভাষায় অনেক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। অঞ্চল ভিত্তিক ভাষা ঐ সব নাটকে যথাযথভাবে ফুটে উঠছে। এতে আমার কোনো দ্বিমত নাই। বিশেষ করে নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, চাপাইনবাবগঞ্চ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এর আঞ্চলিক ভাষায় প্রচারিত নাটকগুলো খুবই জনপ্রিয়। আর জনপ্রিয় হওয়ার মূল কারণ হল অধিকাংশ নাটকেই যে অঞ্চলের ভাষা ব্যবহার করা হয়, সাধারণত সেই অঞ্চলের অভিনেতা/অভিনেত্রীরাই অভিনয় করেন থাকেন, যে কারণে তারা তাদের নিজস্ব আঞ্চলিক ভাষাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আর যদি কোনো নাটকে ডামি ব্যবহার করা হয়, তখন বুঝার উপায় থাকে না আসলেই কি ডামি ব্যবহার করা হয়েছে? কিন্তু আজ আরটিভিতে প্রচারিত “মানি ইজ নো প্রবলেম” নাটকে আমাদের সিলেট এর আঞ্চলিক ভাষাকে ব্যঙ্গাত্বক ভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ ভাষা নিয়ে বিতলামী করা হয়েছে। একজন গুনি অভিনেতা মোশারফ করিমকে দিয়ে যেভাবে সিলেটের আঞ্চলিক ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করা হল তার তীব্র প্রতিবাদ জানাই, বলতে চাই- এধরণের বিতলামীর মানে কি? জনাব মাসুদ সেজান এর কাছে আমার প্রশ্ন হল সিলেট এর আঞ্চলিক ভাষায় যদি আপনার নাটক তৈরি করার এতই খায়েস থাকে তাহলে সিলেট এর একজন অভিনেতাও কি ছিল না, আপনার নাটকে অভিনয় করার মত? অথবা ডামি যদি ব্যবহার করে থাকেন তাহলে উপযুক্ত লোক দিয়ে করানোও যেতো। যে সিলেট এর আঞ্চলিক ভাষা যথাযথ ভাবে বলতে পারে। কিন্তু তা না করে এধরণের বিতলামীর মানে কি? মোশারফ করিম আমার প্রিয় অভিনেতা হওয়া সত্বেও আজকে তাঁর অভিনিত “মানি ইজ নো প্রবলেম” নাটকটি তীব্র ভাবে প্রত্যাখান করলাম।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

নীলসাধু বলেছেন: আমরা জানলাম যে আপনি প্রত্যাখান করেছেন।
ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

শাহজাহান সাঈফ বলেছেন: আমার দেশের প্রত্যেকটি আঞ্চলিক ভাষা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু কেউ যদি কোনো আঞ্চলিক ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করে তখন কষ্ট লাগে।

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

েবনিটগ বলেছেন: নীলসাধু বলেছেন: আমরা জানলাম যে আপনি প্রত্যাখান করেছেন।
ধন্যবাদ।

off topic: বিতলামি বলতে কি বোঝায়? আমি exact মানে টা জানতে চাচ্ছিলাম।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

শাহজাহান সাঈফ বলেছেন: বিতলামী মানে হল সহজ কাজটা সহজভাবে না করা। বিকৃতভাবে উপস্থাপন করা, আরো কত কি!!!!

৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

রাজ্জাক রাজ বলেছেন: আসলে বলদরে দিয়ে কি আর গাভীর কাম হয়।

Typed with Panini Keypad

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

শাহজাহান সাঈফ বলেছেন: ভাই এত বড় কথাটা কারে বললেন????

৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

যেড ফ্রম এ বলেছেন: খুব খ্রাপ। ঐ নাটক অন এয়ারে যে সময়ে ছিল সেই সময়টুকুকে ইতিহাস থিকা মুইছা দেয়া হোক :-<

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

শাহজাহান সাঈফ বলেছেন: কিভাবে?

৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

েবনিটগ বলেছেন: ধন্যবাদ, আমি অন্তরজালে গুগল অনুসন্ধান করে কোন উত্তর না পেয়ে আপনার দ্যারস্থ হয়েছিলাম।

নাটকটি আমিও তীব্র ভাবে প্রত্যাখান করলাম।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

শাহজাহান সাঈফ বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

নীলসাধু বলেছেন: আমার দেশের প্রত্যেকটি আঞ্চলিক ভাষা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু কেউ যদি কোনো আঞ্চলিক ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করে তখন কষ্ট লাগে।

একমত

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

শাহজাহান সাঈফ বলেছেন: ভাই যখন বিদেশ যাই, তখন বুঝি ভাষার কি কদর। আমি মনে করি মুখের ভাষা দিয়েই পৃথিবী জয় করা যায়।
ধন্যবাদ।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩

হাসান তারেক বলেছেন: ফাউল পরিচালকের ফাঁসি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.