নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

নেপাল ভ্রমণে যাব, কেউ যাবেন কি????

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

আগামী ২১ নভেম্বর, বৃহস্পতিবার থেকে ২৪ নভেম্বর ২০১৩ রবিবার অথবা ২২ নভেম্বর শুক্রবার থেকে ২৫ নভেম্বর ২০১৩ সোমবার মোট ৪ দিন ৩ রাতের জন্য বাই এয়ার এ নেপাল ভ্রমণে যাবো। যদি এই সময়ের মধ্যে কেউ নেপাল ভ্রমণে আগ্রহী হন, তাহলে যোগাযোগ করতে পারনে।

নোট ঃ নেপালে যাবার জন্য ভিসার প্রয়োজন নেই। কাঠমন্ডু এয়ারপোর্টে গেলে অনএরাইবাল ভিসা পাওয়া যা। সুতরাং যাদের যাবার ইচ্চে আছে, তাদের ভিসার চিন্তা না করলেও চলবে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

ফেরারী৭৬৫ বলেছেন: taka o free :/

২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

আরাফআহনাফ বলেছেন: খরচ কেমন পরবে।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

শাহজাহান সাঈফ বলেছেন: স্বল্প বাজেটে ঘুরে আসব। খরচের মধ্যে শুধু বিমান ভাড়াটাই একটু বেশী। আনুমানিক ১৭,০০০/- টাকা + ৪ দিন ৩ দিন থাকা খাওয়া বাবদ ৮-১০ হাজার টাকা ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৫

শাহাদাত_১৩ বলেছেন: াই আপনি এর আগে কোন কোন দেশ ভ্রমণ করেছেন? হোটেল বুকিং করেছেন? না হলে তো আপনাকে ঢাকা ইমিগ্রেশনেই আটকে দেবে।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪১

শাহজাহান সাঈফ বলেছেন: আলহামদুল্লিলাহ, ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, মালেয়শিয়া এবং দ্বিতীয়বার নেপাল। নেপালে হোটেল বুকিং লাগেনা। ইমিগ্রেশন আটকায় তবে যারা নিজেরাই ইমিগ্রেশনে আটকা পরে।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০

আসাদ /পারেভজ বলেছেন: আমিও ২১ এ পরিবার স হ যাব । আপনার মোবাইল নমবর টা নিচের মেইল address e din pls:
[email protected]

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২

শাহজাহান সাঈফ বলেছেন: মেইল চেক করুন।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

বাকি বিল্লাহ বলেছেন: বস আপনার কাছ থেকে কিছু তথ্য নিবো..
অনুগ্রহ করে যদি আপনার ফেবু লিংক অথবা মোবাইল নাম্বারটা মেইলে দিতেন
আমার ইমেইল [email protected]

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২

শাহজাহান সাঈফ বলেছেন: আপনার ই-মেইল ভূল। প্রয়োজন হলে এই নাম্বারে কল করুন। ০১৭১৭৬৩৭৯৫৩

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.