নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

আরো কম খরচে কলকাতা ভ্রমণ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

--< ঢাকা-যশোর বাই ট্রেন ৪৪০ টাকা (শোভন চেয়ার)।
ঢাকার কমলাপুর রেল ষ্টেশন হতে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যা ৭টায় (৫ কিংবা ৬ প্লাটফর্ম) যশোর ষ্টেশন পৌছায় ভোর ৪-৫টার মধ্যে।
--< যশোর রেল ষ্টেশন থেকে বেনাপোল বাস স্ট্যান্ড বাই বাস ৫০টাকা।
চিত্রা এক্সপ্রেস যশোর ষ্টেশন পৌছার পর বাস ছাড়বে বেনাপোলের উদ্দেশ্যে। বাস পাবেন ষ্টেশনের মেইন গেইটের পাশেই। যদি ট্রেন ভোর ৫টা আগে ষ্টেশনে পৌছে যায় তাহলে গাড়ীতে অথবা পাশেই রেষ্টুরেন্ট খোলা থাকে, সেখানে বসে থাকতে হবে ৫টা পর্যন্ত অর্থাৎ ফজরের আযানের আগে গাড়ী ছাড়বে না।
--< বেনাপোল বাস স্ট্যান্ড হতে ইমিগ্রেশন বিল্ডিং ১০ টাকা (প্রতিজন), ভ্যান কিংবা অটোতে যাওয়া যাবে।
--< পেট্রাপোল হতে বনগাও রেল ষ্টেশন ২৫ রুপি প্রতিজন (বাই সিএনজি)।
--< বনগাও রেল ষ্টেশন হতে শিয়ালদহ রেল ষ্টেশন (কলকাতা) ২০ রুপি প্রতিজন।
বনগাও হতে প্রতি ৩০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যায় শিয়ালদহের উদ্দেশ্যে। সুতরাং ট্রেন এবং টিকেট নিয়ে কোনো চিন্তা নেই। (তবে একটু কষ্ট হবে কারণ পুরোটাই লোকাল ট্রেন, দ্বেড় থেকে দুঘন্টা জার্নি করতে হবে)।
--< শিয়ালদহ হতে পার্ক স্ট্রীর্ট, নিউ মার্কেট, এম.জি রোড যাওয়া যাবে লোকাল বাসে করে, ভাড়া ৬ রুপি।
শিয়ালদহ রেল ষ্টেশনের মেইন গেইট দিয়ে বের হয়ে BIG BAZAR এর সামনের রাস্তার বিপরীত পাশে দাড়ালেই মিনিটে মিনিটে লোকাল বাস পাবেন আপনার গন্তব্যে যাবার।
সংক্ষেপে খরচের বিবরণ :
-----------------------------
ঢাকা-যশোর ---------------------------------------- = ৪৪০ টাকা
যশোর বেনাপোল বাস স্ট্যান্ড ----------------------- = ৫০ টাকা
বেনাপোল বাস স্ট্যান্ড হতে ইমিগ্রেশন বিল্ডিং ------ = ১০ টাকা
পেট্রাপোল - বনগাও রেল ষ্টেশন ২৫ রুপি X ১.২২ = ৩১ টাকা
বনগাও- শিয়ালদহ রেল ষ্টেশন ২০ রুপি X ১.২২ = ২৫ টাকা
শিয়ালদহ -পার্ক স্ট্রীর্ট ৬ রুপি X ১.২২ ------------ = ৮ টাকা
সর্বমোট --------------------------------------------- = ৫৬৪ টাকা মাত্র।
যাওয়া - আসা --------------------------------------- = ১১২৮ টাকা মাত্র।
**** এখানে শুধু কম খরচে কলকাতা যাওয়া - আসা বাবদ খরচ দেখানো হলো। এর সাথে যোগ হবে আপনার ভিসা খরচ, ট্রাভেল ট্যাক্স ৫০০টাকা এবং কলকাতায় থাকা খাওয়া বাবদ খরচ।
**** ব্লগের নীতিমালার কারণে আমার ট্রাভেল রিলেটেট ফেইসবুক লিংকটি শেয়ার করতে পারলাম। যদি কারো বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে মতামতে লিখতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

আগুনে পাখি বলেছেন: হুম... তবে আমার মনে হয় যাদের লটবহর বেশি, তারা এভাবে গেলে বিপাকে পড়তে পারেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০

শাহজাহান সাঈফ বলেছেন: ভাই লটবহর নিয়ে এদিকে যাবেন কেন? এটাতো শুধু আমার মত অভাবীদের জন্য, যারা অল্প টাকায় বিশ্ব ভ্রমণ করতে চায়।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

উদাস কিশোর বলেছেন: ভিসার / পাসপোর্ট ব্যপারটা ??????
জানালে উপকৃত হতাম........।
আমার কোন ধারনা নেই.................

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

শাহজাহান সাঈফ বলেছেন: নিকটস্থ পাসপোর্ট অফিসে যোগযোগ করুন। তারপর ভিসার ব্যাপারে যতটুকু জানি, সহযোগিতা করতে পারব। # উদাস কিশোর

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

ঢাকাবাসী বলেছেন: এর চাইতে ট্রেনে অনেক সহজ আর আরাম, খরচ শোভন হাজার টাকা, সুলভ মনে হয় আরো অনেক কম। উদাস কিশোর- ভিসা এখন কঠিন, দালাল দিয়ে করাতে হবে, হাজার চারেক বেরোবে, পাসপোর্ট নেই? তাহলে ভুলে যান।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

শাহজাহান সাঈফ বলেছেন: ভাইজান সহজ হইল কেমনে? দর্শনা আর গেদে ৩-৪ ঘন্টার ইমিগ্রেশন পেচাল কি সহজ হইল আপনার কাছে? তার উপর সন্ধ্যার পর আপনাকে নামাবে চিতপুর (কলকাতা)। আমি তো সারারাত ঘুমিয়ে সকাল ১০টার আগেই কলকাতায় পৌছে যাই। আর দুপারের ইমিগ্রেশন, সে তো ২০ মিনিটের কাজ।

/// ভিসা নয়, ই-টোকেন দালাল বা ৩য়পক্ষ কাউকে দিয়ে করাতে হবে কথা সত্য। জীবনের প্রথম আমার নিজের জন্য ১৮৫০ টাকা দিয়ে ই-টোকেন নিয়েছি। টাকার কথা মনে হইলেই কষ্টে বুকটা ফাইটা যায়। অথচ এই ই-টোকেন কত মানুষকে ফ্রি করে দিয়েছি।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

রাজীব বলেছেন: মৈত্রী এক্সপ্রেসে নিম্ন শ্রেণীর ভাড়া ৮ ডলার মাত্র।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০

শাহজাহান সাঈফ বলেছেন: ঐ যে বললাম দিনে যাত্রা শুরু করবেন, রাতে গিয়ে পৌছবেন আমাদের মৈত্রীর বন্ধনে। দর্শনা আর গেদেতে অর্ধেক দিন শেষ।

// কিন্তু যাদের ভিসা By Air / By Road Haridaspur তারা যাবে কেমনে????

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

তাজ - সৈয়দাবাদী । বলেছেন: I got a awesome idea from the article, Thank u Brothers @Shajahan Saif.....Best of luck

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

শাহজাহান সাঈফ বলেছেন: ধন্যবাদ তাজ - সৈয়দাবাদী ভাই।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬

হাবিবুর রাহমান বাদল বলেছেন: ভাল লেগেছে। শিগগিরই যাওয়ার পরিকল্পনা আছে। আপনার মোবাইল নম্বর পেলে ভাল হয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

শাহজাহান সাঈফ বলেছেন: ভাই দিতে তো চাই কিন্তু ব্লগের নীতিমালায় কিছু বাধা আছে। তারপর একটু লিংক দিলাম https://www.facebook.com/sayefsha/about এখানে আমার সাথে যোগাযোগের সবকিছুই পাবেন। ধন্যবাদ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: লেখক বলেছেন: ভাই লটবহর নিয়ে এদিকে যাবেন কেন? এটাতো শুধু আমার মত অভাবীদের জন্য, যারা অল্প টাকায় বিশ্ব ভ্রমণ করতে চায়।

একদম ঠিক।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

আগুনে পাখি বলেছেন: লেখক বলেছেন: ভাই লটবহর নিয়ে এদিকে যাবেন কেন? এটাতো শুধু আমার মত অভাবীদের জন্য, যারা অল্প টাকায় বিশ্ব ভ্রমণ করতে চায়।

সহমত :)
আপনারা আমরা এভাবে যেতে কোন সমস্যাই নয় :) মা-বোনদের নিয়ে গেলেই ব্যাগ বাড়বে, এভাবেও আর যাওয়া হবে না।

দ্বিতীয়ত, ঢাকাবাসী বলেছেন: এর চাইতে ট্রেনে অনেক সহজ আর আরাম, খরচ শোভন হাজার টাকা, সুলভ মনে হয় আরো অনেক কম। উদাস কিশোর- ভিসা এখন কঠিন, দালাল দিয়ে করাতে হবে, হাজার চারেক বেরোবে, পাসপোর্ট নেই? তাহলে ভুলে যান।

কিঞ্চিৎ দ্বিমত।
ট্রেনে ভাড়া অনেক কম, এটা অনস্বীকার্য। কিন্তু ইমিগ্রেশনের হ্যাপা, জিনিসপত্র ট্রেন থেকে টেনে নামানো ..... ঝামেলার কাজ।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কালীদাস বলেছেন: বাংলাদেশ তো চিনি, ইনডিয়ার লোকাল ট্রান্সপোর্টে সিকিউরিটি কেমন? মানে অজ্ঞান পার্টি বা টাউট বাটপারের ফ্রিকোয়েন্সি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

শাহজাহান সাঈফ বলেছেন: এধরনের ঝামেলা নাই বললেই চলে। তারপর হুশ করে চলাফেরা করা ভালো। হোটেল এবং রেল ষ্টেশনের কাছে মাঝে মাঝে একটা দুটা দালাল দেখা যায়। তবে এদের কাছ থেকে সাবধান।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

সাজিদ আল সাহাফ বলেছেন: বাহ! সুন্দর বিবরণ! ধারণা পেলাম। অনেক ধন্যবাদ।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: সস্তা ভ্রমণের বর্ননা ভাল লাগল। ধন্যবাদ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

শাহজাহান সাঈফ বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

লালপরী বলেছেন: কাজের পোস্ট । সোজা প্রিয়তে

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

তাসজিদ বলেছেন: যাওয়া - আসা --------------------------------------- = ১১২৮ টাকা মাত্র।[/sb

দারুণ ভাই।

যদি ভারত যাবার সুযোগ আসে তাহলে ট্রাই করবো।

তবে সস্তা ও নিরাপদ হোটেল নিয়ে কিছু তথ্য দিলে ভাল হত।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

শাহজাহান সাঈফ বলেছেন: পাবেন।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২

আবু শাকিল বলেছেন: অল্প টাকায় ভ্রমনে যাব।অভাবী ভ্রমণপিপাসুদের জন্য দারুন পোষ্ট।
লেখক কে ধন্যবাদ।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪০

বিদেশ পাগলা বলেছেন: ভাই অনেক সহজ সাবলীল ও আন্তকিভাবে আপনি ভ্রমনের কথাগুলি খোলামেলা বলেছেন যা আমার খুব ভাল লেগেছে । কত দিন পুর্বে ভ্রমন করেছিলেন ও বর্তমানে ই টোকেন সহ ভিসা ফি কত লাগে ? ভিসার ব্যাপারে আপনার বিশ্বস্ত কোন লোক আছে কি ? অনেক ধন্যবাদ ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

শাহজাহান সাঈফ বলেছেন: ভাইরে জীবনের ভয়ে ব্লগে আসি না, অনেকদিন পর লগিন করলাম। এই জন্য আপনার কমেন্টস এর রিপ্লে দিতে পারিনি। ভাই এই ডিসেম্বর মাসেও আমি দুইবার ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি। যদি ইন্ডিয়া ট্যুর এর ব্যাপারে কিছু জানার থাকে, তাহলে লিখতে পারেন, যতটুকু আমার জানা আছে আশা করি শেয়ার করতে পারব। ধন্যবা আপনাকে।

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩২

H M Sadiq বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। আমি ভারতে যেতে চাই বিশেষ ভাবে আগ্রা যাবো তাজমহল দেখতে। E token আমি নিজে থেকে ফ্রি কিভাবে করতে পারবো। বিস্তারিত যদি বলতেন। [email protected]

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫৮

শাহজাহান সাঈফ বলেছেন: ইন্ডিয়ান ই-টোকেনের জন্য https://indianvisa-bangladesh.nic.in/visa/ বাকিটা ই-মেইল এ দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.