নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

ময়মনসিংহ, বরিশাল এবং রংপুরবাসীর জন্য সুখবর। ১৪ই সেপ্টেম্বর হতে আপনার জেলাতেই জমা দিতে পারবেন ইন্ডিয়ান ভিসার আবেদন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪

ভারতীয় ভিসা আবেদনের জন্য আরো নতুন ৩টি কেন্দ্র চালু হল। ময়মনসিংহ, বরিশাল এবং রংপুর
১৪ই সেপ্টেম্বর হতে ময়মনসিংহ, বরিশাল এবং রংপুর জেলার ইন্ডিয়ান ভিসার আবেদনকারীগণ নিজ জেলাতে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন। আজ ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে এই বিষয়ে একটি নোটিশ প্রদান করা হয়েছে।

নতুন তিনটি ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা।

01. Mymensingh :

297/1, Masakanda, Ist Floor, Masakanda Bus Stand, Mymensingh.

02. Barisal:

North City Super Market, Ist Floor, Barisal City Corporation, Amrita Lal Dey Road, Barisal

03. Rangpur:

J B Sen Road, Opposite Ram Krishana Mission, Mahigonj, Rangpur.
//
ময়মনসিংহ ভিসা আবেদন কেন্দ্রে যে সকল জেলার আবেদনকারীগণ তাদের আবেদন জমা দিতে পারবেন-

* জামালপুর * কিশোরগঞ্জ * ময়মনসিংহ * নেত্রকোনা * শেরপুর * টাঙ্গাইল এবং ভালুকা।

//
বরিশাল ভিসা আবেদন কেন্দ্রে যে সকল জেলার আবেদনকারীগণ তাদের আবেদন জমা দিতে পারবেন-

* বরিশাল * বরগুনা * ভোলা * ঝালকাঠি * পটুয়াখালী এবং পিরোজপুর।

//
রংপুর ভিসা আবেদন কেন্দ্রে যে সকল জেলার আবেদনকারীগণ তাদের আবেদন জমা দিতে পারবেন-

* রংপুর * দিনাজপুর * কুড়িগ্রাম * গাইবান্ধা * নীলফামারী * পঞ্চগড় * ঠাকুরগাও এবং লালমনিরহাট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.